Ajker Patrika

মেসির একমাত্র গোলে পিএসজির শিরোপা পুনরুদ্ধার 

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১: ৪৪
মেসির একমাত্র গোলে পিএসজির শিরোপা পুনরুদ্ধার 

ফ্রেঞ্চ লিগ ওয়ান মানেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জয়জয়কার।  সেই ধারাবাহিকতা ধরে রেখে  ১০ম শিরোপা জিতল ফরাসি জায়ান্টরা। শেষ ৫ ম্যাচে শিরোপা জিততে মাত্র ১ পয়েন্ট দরকার ছিল লিওনেল মেসিদের। গত রাতে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সে লঁসের বিপক্ষে মেসির একমাত্র গোলে (১-১) ড্র করে কাঙ্ক্ষিত ১ পয়েন্ট পায় পিএসজি। আর তাতেই ৪ ম্যাচ হাতে রেখে শিরোপাজয়ের উৎসবে মেতেছে প্যারিসের দলটি। 

গত মৌসুমে লিলেঁর কাছে শিরোপা হারানো পিএসজি এবার আগেভাগেই শিরোপা পুনরুদ্ধার করল। ফ্রান্সের শীর্ষ লিগে পেশাদার যুগে সাঁত এতিয়েনের সবচেয়ে বেশি ১০ শিরোপা জয়ের রেকর্ডও স্পর্শ করল তারা।ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পিএসজি। ৬৫ শতাংশ বল দখলে রেখে পচেত্তিনোর শিষ্যরা ১৫টি শট নিয়েছে, লক্ষ্যে ছিল সাতটি। বিপরীতে ছয়টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল লঁস।

প্রথমার্ধ্বে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ক্যারিয়ারে মেসির ৩৬তম শিরোপা জেতার দিনে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন। ৬৬ মিনিটে নেইমারের বাড়ানো বল ২৩ গজ দূর থেকে জাল কাঁপানো রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

মেসির গোলে পিএসজি জয়ের আভাস দিচ্ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সমতায় ফেরে লঁস। তাতে অবশ্য পিএসজির রেকর্ড শিরোপাজয়ের উদ্‌যাপন থেমে থাকেনি। টেবিলে ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৭৮। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত