ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে স্পেনের মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা ইতালি। অনেক ফুটবল বিশ্লেষক এ ম্যাচে স্পেনের চেয়ে ইতালিকেই এগিয়ে রাখছেন। সেই দলে আছেন এএস রোমার কোচ জোসে মরিনিও। এই পর্তুগিজ কোচ মনে করেন, সেমিফাইনালের লড়াইয়ে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ইতালি।
মরিনিও তাঁর কোচিং ক্যারিয়ারে স্পেন ও ইতালিতে বেশির ভাগ সময় কাটিয়েছেন। এ দুটো দলকে তিনি খুব ভালো করেই চেনেন। সেই অভিজ্ঞতার নিরিখে ইতালিকে এগিয়ে রেখে মরিনিও বলেছেন, ‘স্পিনাৎসোলাকে হারানো ইতালির জন্য একটু চিন্তার বটে। তারপরও এই ইতালি অনেক আত্মবিশ্বাসী। স্পিনাৎসোলার সঙ্গে কথা বলে বুঝলাম, তারা কতটা আত্মবিশ্বাসী। ইতালি যে এই ইউরোতেই ভালো করছে তা নয়। তারা আরও আগে থেকেই ভালো খেলছে। স্পেন দলটা ইতালির মতো অত শক্তিশালী নয়।’
তারপরও ইতালি-স্পেন সেমিফাইনাল ম্যাচ জমজমাট হবে বলে আশা করছেন মরিনিও। তিনি আরও বলেছেন, ‘স্পেনে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সেমিফাইনালটা অনেক জমজমাট হবে।’
রবার্তো মানচিনির অধীনে ইতালি দল রীতিমতো উড়ছে। এখন পর্যন্ত টানা ৩২ ম্যাচ অপরাজিত আজ্জুরিরা। সর্বশেষ ২০১৮ উয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে হেরেছিলেন মানচিনির শিষ্যরা।
ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে স্পেনের মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা ইতালি। অনেক ফুটবল বিশ্লেষক এ ম্যাচে স্পেনের চেয়ে ইতালিকেই এগিয়ে রাখছেন। সেই দলে আছেন এএস রোমার কোচ জোসে মরিনিও। এই পর্তুগিজ কোচ মনে করেন, সেমিফাইনালের লড়াইয়ে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ইতালি।
মরিনিও তাঁর কোচিং ক্যারিয়ারে স্পেন ও ইতালিতে বেশির ভাগ সময় কাটিয়েছেন। এ দুটো দলকে তিনি খুব ভালো করেই চেনেন। সেই অভিজ্ঞতার নিরিখে ইতালিকে এগিয়ে রেখে মরিনিও বলেছেন, ‘স্পিনাৎসোলাকে হারানো ইতালির জন্য একটু চিন্তার বটে। তারপরও এই ইতালি অনেক আত্মবিশ্বাসী। স্পিনাৎসোলার সঙ্গে কথা বলে বুঝলাম, তারা কতটা আত্মবিশ্বাসী। ইতালি যে এই ইউরোতেই ভালো করছে তা নয়। তারা আরও আগে থেকেই ভালো খেলছে। স্পেন দলটা ইতালির মতো অত শক্তিশালী নয়।’
তারপরও ইতালি-স্পেন সেমিফাইনাল ম্যাচ জমজমাট হবে বলে আশা করছেন মরিনিও। তিনি আরও বলেছেন, ‘স্পেনে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সেমিফাইনালটা অনেক জমজমাট হবে।’
রবার্তো মানচিনির অধীনে ইতালি দল রীতিমতো উড়ছে। এখন পর্যন্ত টানা ৩২ ম্যাচ অপরাজিত আজ্জুরিরা। সর্বশেষ ২০১৮ উয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে হেরেছিলেন মানচিনির শিষ্যরা।
এবারের আইপিএলটা রাজস্থান রয়্যালসের জন্য ভুলে যাওয়ার মতোই। দলটির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এসেছে। সেটার রেশ কাটতে না কাটতে গত রাতে তারা পেয়েছে একাধিক দুঃসংবাদ। রাজস্থানের এক ক্রিকেটার টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেছেন। টুর্নামেন্টে তাদের পথচলাও শেষ হলো।
১৫ মিনিট আগেদরিভাল জুনিয়র বরখাস্ত হওয়াতে ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। ব্রাজিল তাই হন্যে হয়ে খুঁজছে কোচ। সেই আলোচনায় বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে শোনা যাচ্ছে লুকোচুরির খেলা।
১ ঘণ্টা আগেম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম—ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি দলের অবস্থা আশানুরূপ নয়। পয়েন্ট টেবিলের তলানির দিকে চলে যাওয়ার মতো অবস্থা এই দুই দলের। অথচ প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যানচেস্টার, টটেনহাম এখন ইউরোপা লিগে ফাইনালের টিকিট কাটতে চলেছে।
২ ঘণ্টা আগেগতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৪ ঘণ্টা আগে