ঢাকা: আক্রমণ-পাল্টা আক্রমণ-ট্যাকল। কি ছিল না আজ ফেরেন্স পুসকাস স্টেডিয়ামে পর্তুগাল-ফ্রান্স ম্যাচে! দুই দলের ভাবনাতেই যেন ছিল গতবারের ফাইনালের স্মৃতি। তবে আজ আর কোনো দলকে হারতে হয়নি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ২-২ গোলে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল।
শেষ ষোলোয় জায়গা পেতে আজ দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক খেলে। ৪ মিনিটের মাথায় গোলের সুযোগ হাতছাড়া করে পর্তুগাল। ডি-বক্সের বাইরে থেকে রেনাতো সানচেজের ডান পায়ের শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। ২ মিনিট পর আবারও পর্তুগালকে গোলবঞ্চিত করেন লরিস। রেনাতো সানচেজের ক্রস থেকে রোনালদোর মাথা ছোঁয়ানো শট দুর্দান্তভাবে রক্ষা করেন লরিস। পাল্টা আক্রমণ করে ফ্রান্সও। ১৬ মিনিটে পল পগবার থ্রু বলে কিলিয়ান এমবাপ্পের ডান পায়ের শট ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও ৷
আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে কিছুটা শরীরনির্ভর ফুটবল খেলে দুই দল। একের পর হলুদ কার্ডে ম্যাচে তাই ব্যস্ত কাটাতে হয়ে রেফারিকে। ২৭ মিনিটে হয় এক পশলা নাটক। দানিলো পেরেইরার হেড ঠেকাতে গিয়ে ফাউল করে বসেন ফ্রান্স গোলরক্ষক। পর্তুগালের পেনাল্টির সঙ্গে হলুদ কার্ড খান লরিস। পেনাল্টিতে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে আবারও নাটক জমে ওঠে। এমবাপ্পেকে ডি-বক্সের ভেতরে ফাউল করেন পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদো। ম্যাচে তিন পেনাল্টি গোলের দ্বিতীয়টি করে ফ্রান্সকে সমতায় ফেরান করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিটের মাথায় এগিয়ে যায় ফ্রান্স। পগবার থ্রু বলে ডান পায়ের শটে দলকে এগিয়ে নিতে ভুল করেননি বেনজেমা। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। ৫৮ মিনিটের সময় ফ্রান্সের বিপদ সীমানায় রোনালদোর ক্রস হাতে লাগে ডিফেন্ডার জুল কুন্দের। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিকে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের আরও কাছে চলে এলেন রোনালদো। আর একটিমাত্র গোল হলেই ছাড়িয়ে যাবেন ইরানের আলী দায়ীর সর্বোচ্চ (১০৯) গোলের রেকর্ড।
২-২ গোলের সমতার পর দুই দলই আর কয়েকটা সুযোগ পায়। ৬৭ মিনিটে এমনই এক সুযোগে বীরত্ব দেখান
পর্তুগাল গোলরক্ষক পাত্রিসিও। ডি-বক্সের বাইরে থেকে করা পগবার জোরালো শট ঠেকিয়ে দেন। ফিরতি বলে শট নেন আতোঁয়া গ্রিজমান। সেটিও ফিরিয়ে দেন এই পর্তুগিজ গোলরক্ষক। ৪ মিনিট পর গোলের সুযোগ নষ্ট করেন বেনজেমা। ৭৬ মিনিটে গ্রিজমানের শট পর্তুগিজ রক্ষণ দেওয়ালে প্রতিহত হয়।
শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। শঙ্কা থাকলেও গ্রুপ অব ডেথের এফ গ্রুপ থেকে ফ্রান্স-জার্মানি আর পর্তুগাল বড় তিন দলই উঠেছে শেষ ষোলোয়।
ঢাকা: আক্রমণ-পাল্টা আক্রমণ-ট্যাকল। কি ছিল না আজ ফেরেন্স পুসকাস স্টেডিয়ামে পর্তুগাল-ফ্রান্স ম্যাচে! দুই দলের ভাবনাতেই যেন ছিল গতবারের ফাইনালের স্মৃতি। তবে আজ আর কোনো দলকে হারতে হয়নি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ২-২ গোলে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল।
শেষ ষোলোয় জায়গা পেতে আজ দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক খেলে। ৪ মিনিটের মাথায় গোলের সুযোগ হাতছাড়া করে পর্তুগাল। ডি-বক্সের বাইরে থেকে রেনাতো সানচেজের ডান পায়ের শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। ২ মিনিট পর আবারও পর্তুগালকে গোলবঞ্চিত করেন লরিস। রেনাতো সানচেজের ক্রস থেকে রোনালদোর মাথা ছোঁয়ানো শট দুর্দান্তভাবে রক্ষা করেন লরিস। পাল্টা আক্রমণ করে ফ্রান্সও। ১৬ মিনিটে পল পগবার থ্রু বলে কিলিয়ান এমবাপ্পের ডান পায়ের শট ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও ৷
আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে কিছুটা শরীরনির্ভর ফুটবল খেলে দুই দল। একের পর হলুদ কার্ডে ম্যাচে তাই ব্যস্ত কাটাতে হয়ে রেফারিকে। ২৭ মিনিটে হয় এক পশলা নাটক। দানিলো পেরেইরার হেড ঠেকাতে গিয়ে ফাউল করে বসেন ফ্রান্স গোলরক্ষক। পর্তুগালের পেনাল্টির সঙ্গে হলুদ কার্ড খান লরিস। পেনাল্টিতে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে আবারও নাটক জমে ওঠে। এমবাপ্পেকে ডি-বক্সের ভেতরে ফাউল করেন পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদো। ম্যাচে তিন পেনাল্টি গোলের দ্বিতীয়টি করে ফ্রান্সকে সমতায় ফেরান করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিটের মাথায় এগিয়ে যায় ফ্রান্স। পগবার থ্রু বলে ডান পায়ের শটে দলকে এগিয়ে নিতে ভুল করেননি বেনজেমা। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। ৫৮ মিনিটের সময় ফ্রান্সের বিপদ সীমানায় রোনালদোর ক্রস হাতে লাগে ডিফেন্ডার জুল কুন্দের। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিকে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের আরও কাছে চলে এলেন রোনালদো। আর একটিমাত্র গোল হলেই ছাড়িয়ে যাবেন ইরানের আলী দায়ীর সর্বোচ্চ (১০৯) গোলের রেকর্ড।
২-২ গোলের সমতার পর দুই দলই আর কয়েকটা সুযোগ পায়। ৬৭ মিনিটে এমনই এক সুযোগে বীরত্ব দেখান
পর্তুগাল গোলরক্ষক পাত্রিসিও। ডি-বক্সের বাইরে থেকে করা পগবার জোরালো শট ঠেকিয়ে দেন। ফিরতি বলে শট নেন আতোঁয়া গ্রিজমান। সেটিও ফিরিয়ে দেন এই পর্তুগিজ গোলরক্ষক। ৪ মিনিট পর গোলের সুযোগ নষ্ট করেন বেনজেমা। ৭৬ মিনিটে গ্রিজমানের শট পর্তুগিজ রক্ষণ দেওয়ালে প্রতিহত হয়।
শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। শঙ্কা থাকলেও গ্রুপ অব ডেথের এফ গ্রুপ থেকে ফ্রান্স-জার্মানি আর পর্তুগাল বড় তিন দলই উঠেছে শেষ ষোলোয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে