ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠাসা এল ক্লাসিকো জিতে শিরোপার আরও কাছে চলে গেল হান্সি ফ্লিকের দল।
স্প্যানিশ সুপার কাপ, লা লিগা এবং কোপা দেল রের ফাইনাল মিলিয়ে এই মৌসুমে চার সাক্ষাতের চার বারই বার্সেলোনার কাছে হারল রিয়াল মাদ্রিদ। অলিম্পিক স্টেডিয়ামে তাদের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সা।
ম্যাচের শুরুতে যে এমন বারুদের দেখা মিলবে, তা অনুমিত ছিল। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে বিপদ ডেকে আনেন বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি। স্পটকিক থেকে রিয়ালকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি এমবাপ্পে। যদিও তিনি যেদিকে শট নিয়েছেন, সেদিকে ধাবিত হয়েছিলেন সেজনি। কিন্তু ঠেকানো তো দূরের কথা ছুঁতেও পারেননি এই গোলরক্ষক।
১৪ মিনিটে আবারও সেজনিকে পরাস্ত করেন এমবাপ্পে। পাল্টা আক্রমণে উঠে বাঁ প্রান্ত থেকে তাঁর দিকে বল বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। অফসাইডের ফাঁদ এড়িয়ে দারুণ এক শটে কীর্তিতে= নাম লেখান এমবাপ্পে। এই গোল দিয়ে ৩২ বছরের রেকর্ড ভাঙলেন তিনি।
মৌসুমের শুরুটা ছিল একবারে মলিন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রিয়ালের জার্সিতে নিজেকে মানিয়ে নিয়েছেন এমবাপ্পে। মৌসুম যদিও এখনো শেষ হয়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ গোল করেছেন তিনি। রিয়ালের হয়ে প্রথম মৌসুমে এর চেয়ে বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। ১৯৯২-৯৩ মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৭ গোল করেন ইভান জামোরানো।
২ গোল হজম করে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে বার্সা। শুধু প্রত্যাবর্তনই করেনি রিয়ালের ওপর দেখায় নিজেদের দাপট। ১৯ মিনিটে ফেরান তোরেসের অ্যাসিস্ট থেকে দারুণ হেডে ব্যবধান কমান এরিক গার্সিয়া। ৩২ মিনিটে দৃষ্টিনন্দন এক গোলে ম্যাচে সমতা আনেন লামিনে ইয়ামাল। ফেরান তোরেসের কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি।
সমতায় ফেরার মাত্র ২ মিনিট পরই বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। পেদ্রির দেওয়া পাস গোলে পরিণত করতে কোনো ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হওয়ার আগে নিজের দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যান তিনি। এর মাঝে অবশ্য একটি পেনাল্টি পায় রিয়াল। তবে অফসাইডের কারণে রেফারি সেই সিদ্ধান্ত ফিরিয়ে নেন। ৮২ বছরে এই প্রথম এল ক্লাসিকোয় প্রথমার্ধ শেষে দেখা মিলল ছয় গোলের।
বিরতির পর উত্তাপ তেমন একটা ছিল না বলা যায়। রিয়াল ম্যাচে ফেরার জন্য উদ্যমী হয়ে ওঠে বটে। ৭০ মিনিটে ভিনিসিয়ুসের পাসে এমবাপ্পে হ্যাটট্রিক পূর্ণ করলে সম্ভাবনা বাড়তে থাকে। ৩০ বছর পর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পেলেন রিয়ালের কোনো ফুটবলার।
ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা আরও বাড়তে থাকে। দুই দলই পায় গোলের দেখা। কিন্তু দুটি গোলই বাতিল করেন রেফারি। এমবাপ্পের গোলটি হয়নি অফসাইডে থাকার কারণে। ভিএআরে একইভাবে হতাশ হতে হয় বার্সার ফার্মিন লোপেজকে। তবে শেষ হাসিটা হাসে বার্সাই। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে রয়েছে তারা। ৭ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে রিয়াল। লিগে বাকি আর কেবল তিন ম্যাচ। রোমাঞ্চকর কিছু না ঘটলে শিরোপা উঠতে যাচ্ছে বার্সার ঘরেই।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠাসা এল ক্লাসিকো জিতে শিরোপার আরও কাছে চলে গেল হান্সি ফ্লিকের দল।
স্প্যানিশ সুপার কাপ, লা লিগা এবং কোপা দেল রের ফাইনাল মিলিয়ে এই মৌসুমে চার সাক্ষাতের চার বারই বার্সেলোনার কাছে হারল রিয়াল মাদ্রিদ। অলিম্পিক স্টেডিয়ামে তাদের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সা।
ম্যাচের শুরুতে যে এমন বারুদের দেখা মিলবে, তা অনুমিত ছিল। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের ভেতর কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে বিপদ ডেকে আনেন বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি। স্পটকিক থেকে রিয়ালকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি এমবাপ্পে। যদিও তিনি যেদিকে শট নিয়েছেন, সেদিকে ধাবিত হয়েছিলেন সেজনি। কিন্তু ঠেকানো তো দূরের কথা ছুঁতেও পারেননি এই গোলরক্ষক।
১৪ মিনিটে আবারও সেজনিকে পরাস্ত করেন এমবাপ্পে। পাল্টা আক্রমণে উঠে বাঁ প্রান্ত থেকে তাঁর দিকে বল বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। অফসাইডের ফাঁদ এড়িয়ে দারুণ এক শটে কীর্তিতে= নাম লেখান এমবাপ্পে। এই গোল দিয়ে ৩২ বছরের রেকর্ড ভাঙলেন তিনি।
মৌসুমের শুরুটা ছিল একবারে মলিন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রিয়ালের জার্সিতে নিজেকে মানিয়ে নিয়েছেন এমবাপ্পে। মৌসুম যদিও এখনো শেষ হয়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ গোল করেছেন তিনি। রিয়ালের হয়ে প্রথম মৌসুমে এর চেয়ে বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। ১৯৯২-৯৩ মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৭ গোল করেন ইভান জামোরানো।
২ গোল হজম করে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে বার্সা। শুধু প্রত্যাবর্তনই করেনি রিয়ালের ওপর দেখায় নিজেদের দাপট। ১৯ মিনিটে ফেরান তোরেসের অ্যাসিস্ট থেকে দারুণ হেডে ব্যবধান কমান এরিক গার্সিয়া। ৩২ মিনিটে দৃষ্টিনন্দন এক গোলে ম্যাচে সমতা আনেন লামিনে ইয়ামাল। ফেরান তোরেসের কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি।
সমতায় ফেরার মাত্র ২ মিনিট পরই বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। পেদ্রির দেওয়া পাস গোলে পরিণত করতে কোনো ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হওয়ার আগে নিজের দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যান তিনি। এর মাঝে অবশ্য একটি পেনাল্টি পায় রিয়াল। তবে অফসাইডের কারণে রেফারি সেই সিদ্ধান্ত ফিরিয়ে নেন। ৮২ বছরে এই প্রথম এল ক্লাসিকোয় প্রথমার্ধ শেষে দেখা মিলল ছয় গোলের।
বিরতির পর উত্তাপ তেমন একটা ছিল না বলা যায়। রিয়াল ম্যাচে ফেরার জন্য উদ্যমী হয়ে ওঠে বটে। ৭০ মিনিটে ভিনিসিয়ুসের পাসে এমবাপ্পে হ্যাটট্রিক পূর্ণ করলে সম্ভাবনা বাড়তে থাকে। ৩০ বছর পর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পেলেন রিয়ালের কোনো ফুটবলার।
ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা আরও বাড়তে থাকে। দুই দলই পায় গোলের দেখা। কিন্তু দুটি গোলই বাতিল করেন রেফারি। এমবাপ্পের গোলটি হয়নি অফসাইডে থাকার কারণে। ভিএআরে একইভাবে হতাশ হতে হয় বার্সার ফার্মিন লোপেজকে। তবে শেষ হাসিটা হাসে বার্সাই। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে রয়েছে তারা। ৭ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে রিয়াল। লিগে বাকি আর কেবল তিন ম্যাচ। রোমাঞ্চকর কিছু না ঘটলে শিরোপা উঠতে যাচ্ছে বার্সার ঘরেই।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
৬ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
৮ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
১০ ঘণ্টা আগে