Ajker Patrika

লিফট দুর্ঘটনায় প্রবাসী শ্রমিকের মৃত্যুতে ফিফার শোক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৫: ৪২
লিফট দুর্ঘটনায় প্রবাসী শ্রমিকের মৃত্যুতে ফিফার শোক

কাতারে চলছে এখন ফুটবল বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে মত্ত পুরো বিশ্ব। এরই মধ্যে কাতারে লিফট দুর্ঘটনায় মারা গেলেন এক প্রবাসী শ্রমিক।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, অ্যালেক্স নামের প্রবাসী শ্রমিক সি-লাইন বিচ রিসোর্টে কাজ করতেন। লিফটে কাজ করার সময় হাঁটাচলা করতে গিয়ে স্লিপ কাটেন তিনি। এরপর কংক্রিটের সঙ্গে তার মাথা থেঁতলে যায়। তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন তিনি। মেডিক্যাল হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ঘটনাকবলিত শ্রমিককে উদ্ধার করতে পারেনি।

এই দুর্ঘটনার কথা নিশ্চিত করে এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘এমন দুর্ঘটনায় ফিফা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, সব সময়ই আছে।  যখনই ফিফা দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছে, তখনই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানার পরে ফিফা এরপর মন্তব্য করবে।’

কাতারি সরকার এখন এই দুর্ঘটনার বিষয়টি ক্ষতিয়ে দেখছে। এক বিবৃতিতে কাতারের এক অফিশিয়াল বলেন, ‘যদি তদন্তে দেখা যায়, সেফটি প্রটোকল মেনে চলা হয়নি, তাহলে কোম্পানিকে আইনের আওতায় আনা হবে এবং জরিমানা করা হবে।’

২০ নভেম্বর থেকে শুরু হওয়া ২২তম ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড শেষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। ১৮ ডিসেম্বর লুসাইলে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত