প্যারিস অলিম্পিক শুরুর আগেই ড্রোন কাণ্ড নিয়ে সমালোচিত কানাডা নারী ফুটবল দল। দলটির কোচ বেভ প্রিস্টম্যান এরই মধ্যে বরখাস্ত হয়েছেন। এবার প্রিস্টম্যানকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক গত রাতে প্রিস্টম্যানকে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কানাডা কোচ। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। নিষিদ্ধ, জরিমানার শাস্তি দেওয়ার পাশাপাশি কানাডা অলিম্পিক দলের থেকে ৬ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) ফিফার নিয়মনীতি মানতে ব্যর্থ হয়েছে। অপরাধমূলক আচরণ ও ফেয়ার প্লের নিয়ম ভাঙার কারণে কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনা সিএসএ নারী দলের ড্রোন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত।’
সিএসএ’র প্রধান নির্বাহী কেভিন ব্লু ফিফার শাস্তি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। ব্লু এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের যে প্রভাব পড়েছে, তাতে কানাডা সকার হতাশ। আমরা আপিলের কথা ভাবছি। কানাডা নারী দলকে মাত্রাতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে। তারা কেউই এমন অনৈতিক কাজে জড়িত নয়। কানাডা সকার দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সময়ে আমাদের খেলোয়াড়দের প্রতি কানাডার ভক্ত-সমর্থকেরা যেভাবে সমর্থন দিচ্ছেন, তা প্রশংসনীয়।’
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
প্যারিস অলিম্পিক শুরুর আগেই ড্রোন কাণ্ড নিয়ে সমালোচিত কানাডা নারী ফুটবল দল। দলটির কোচ বেভ প্রিস্টম্যান এরই মধ্যে বরখাস্ত হয়েছেন। এবার প্রিস্টম্যানকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক গত রাতে প্রিস্টম্যানকে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কানাডা কোচ। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা। নিষিদ্ধ, জরিমানার শাস্তি দেওয়ার পাশাপাশি কানাডা অলিম্পিক দলের থেকে ৬ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) ফিফার নিয়মনীতি মানতে ব্যর্থ হয়েছে। অপরাধমূলক আচরণ ও ফেয়ার প্লের নিয়ম ভাঙার কারণে কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনা সিএসএ নারী দলের ড্রোন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত।’
সিএসএ’র প্রধান নির্বাহী কেভিন ব্লু ফিফার শাস্তি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। ব্লু এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের যে প্রভাব পড়েছে, তাতে কানাডা সকার হতাশ। আমরা আপিলের কথা ভাবছি। কানাডা নারী দলকে মাত্রাতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে। তারা কেউই এমন অনৈতিক কাজে জড়িত নয়। কানাডা সকার দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সময়ে আমাদের খেলোয়াড়দের প্রতি কানাডার ভক্ত-সমর্থকেরা যেভাবে সমর্থন দিচ্ছেন, তা প্রশংসনীয়।’
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১০ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৩ ঘণ্টা আগে