Ajker Patrika

‘ঘুমন্ত’ ফুটবলারদের ডেকে এনে টাইব্রেকার করাল বাফুফে 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২০: ৪৮
‘ঘুমন্ত’ ফুটবলারদের ডেকে এনে টাইব্রেকার করাল বাফুফে 

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নজিরবিহীন এক ঘটনা ঘটে গেল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। এটাকে নাটক বললেও যেন কম হয়ে যায়! খেলা শেষে মাঠের ফ্লাডলাইট নিভে যাওয়ার পর পেনাল্টি শুটআউটের জন্য আবার টিম বাস থেকে নেমে আনা হলো ফুটবলারদের। 

ফেডারেশন কাপের তৃতীয় দিনে আজ মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সব স্বাভাবিকভাবেই হয়েছে। ১-১ গোলে ড্রয়ের পর মাঠ ছেড়েছে দুই দল। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপর জানানো হয়, গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাইব্রেকারে! দুই দলের গোল ব্যবধান ও কার্ড সংখ্যা যেহেতু (দুটি করে) সমান ছিল। 

ততক্ষণে ফুটবলাররা ড্রেসিংরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে টিম বাসে উঠে পড়েন। খেলা শেষ তাই মাঠের ফ্লাডলাইটও নিভে যায়। এমনকি ক্লান্ত শরীর নিয়ে বাসের ভেতর ঘুমিয়ে পড়েছিলেন কয়েকজন। বাসের ইঞ্জিনও চালু হয়ে গেছে,  এমন সময় খবর আসে সবাইকে আবার মাঠে যেতে হবে! বাধ্য হয়ে সবাই মাঠে নেমে কিছুক্ষণ গা গরমের পর শুরু হয় শুটআউট।   

যেখানে স্বাধীনতা কেসিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে মোহামেডান। গ্রুপ রানার্সআপ হয় স্বাধীনতা কেসি। এর আগে নিয়মবহির্ভূতভাবে সূচি পরিবর্তন এবং কমলাপুরের টার্ফে না খেলতে চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছিল কিংস। টার্ফ নিয়ে আপত্তি তুলে খেলতে নামেনি উত্তর বারিধারাও।

 এই দুই দলকেই আগামী ফেডারেশন কাপে নিষিদ্ধ ও ৫ লাখ টাকা করে করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি। তিন দলের মধ্যে কিংস সরে দাঁড়ানোয় মোহামেডান ও স্বাধীনতার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। দেখার ছিল গ্রুপ সেরা হয় কোন দল। নাটকের জন্ম দেওয়া সেই টাইব্রেকারে স্বাধীনতা কেসিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত