ঢাকা : ম্যাচের তখন ৫৫ মিনিট। বলের দখল নিতে গিয়ে ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো বার্নার্দেচিকে ফাউল করে বসেন ইথান আমপাদু। এই ফাউলেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েলস ডিফেন্ডার। ১০ জনের দলে পরিণত হওয়া ওয়েলস আর ঘুরে দাঁড়াতে পারেনি। রেফারির এমন সিদ্ধান্তের পর আলোচনার ঝড় বইয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম (২০ বছর) খেলোয়াড় হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন আমপাদু। রেফারির সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়েন আমপাদু। এই লাল কার্ড নিয়ে টুইটারে অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। এই ফাউলকে সরাসরি লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দেওয়া উচিত ছিল বলে তারা মনে করেন।
কেউ কেউ এটাকে ম্যাচে ওয়েলসের ঘুরে না দাঁড়াতে পারার কারণ হিসেবে দেখছেন। ইংলিশ সাংবাদিক জাস্টিন অ্যালেন বলেছেন, ‘খেলা দেখে অনেকেই বুঝেছেন, এটা লাল কার্ড হওয়া উচিত নয়। সেখানে রেফারি কী বুঝে লাল কার্ড দিলেন!’
লাল কার্ড প্রসঙ্গে পড কাস্ট আয়োজক হাগ উজেনক্রফট বলেছেন, ‘ভার দেখে আমপাদুকে লাল কার্ড দেখানো হয়েছে মেনে নিলাম। তাহলে প্রথমার্ধে জেমস যখন মার্কো ভেরাত্তিকে ট্যাকল করেছিল, তখন জেমসকে কেন লাল কার্ড দেখানো হলো না। এই ভার সিস্টেমের কি তাহলে কোনো দরকার আছে!’ এমন আরও অনেকেই রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
ঢাকা : ম্যাচের তখন ৫৫ মিনিট। বলের দখল নিতে গিয়ে ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো বার্নার্দেচিকে ফাউল করে বসেন ইথান আমপাদু। এই ফাউলেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েলস ডিফেন্ডার। ১০ জনের দলে পরিণত হওয়া ওয়েলস আর ঘুরে দাঁড়াতে পারেনি। রেফারির এমন সিদ্ধান্তের পর আলোচনার ঝড় বইয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম (২০ বছর) খেলোয়াড় হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন আমপাদু। রেফারির সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়েন আমপাদু। এই লাল কার্ড নিয়ে টুইটারে অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। এই ফাউলকে সরাসরি লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দেওয়া উচিত ছিল বলে তারা মনে করেন।
কেউ কেউ এটাকে ম্যাচে ওয়েলসের ঘুরে না দাঁড়াতে পারার কারণ হিসেবে দেখছেন। ইংলিশ সাংবাদিক জাস্টিন অ্যালেন বলেছেন, ‘খেলা দেখে অনেকেই বুঝেছেন, এটা লাল কার্ড হওয়া উচিত নয়। সেখানে রেফারি কী বুঝে লাল কার্ড দিলেন!’
লাল কার্ড প্রসঙ্গে পড কাস্ট আয়োজক হাগ উজেনক্রফট বলেছেন, ‘ভার দেখে আমপাদুকে লাল কার্ড দেখানো হয়েছে মেনে নিলাম। তাহলে প্রথমার্ধে জেমস যখন মার্কো ভেরাত্তিকে ট্যাকল করেছিল, তখন জেমসকে কেন লাল কার্ড দেখানো হলো না। এই ভার সিস্টেমের কি তাহলে কোনো দরকার আছে!’ এমন আরও অনেকেই রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
২ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৩ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৩ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৩ ঘণ্টা আগে