ঢাকা : ম্যাচের তখন ৫৫ মিনিট। বলের দখল নিতে গিয়ে ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো বার্নার্দেচিকে ফাউল করে বসেন ইথান আমপাদু। এই ফাউলেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েলস ডিফেন্ডার। ১০ জনের দলে পরিণত হওয়া ওয়েলস আর ঘুরে দাঁড়াতে পারেনি। রেফারির এমন সিদ্ধান্তের পর আলোচনার ঝড় বইয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম (২০ বছর) খেলোয়াড় হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন আমপাদু। রেফারির সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়েন আমপাদু। এই লাল কার্ড নিয়ে টুইটারে অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। এই ফাউলকে সরাসরি লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দেওয়া উচিত ছিল বলে তারা মনে করেন।
কেউ কেউ এটাকে ম্যাচে ওয়েলসের ঘুরে না দাঁড়াতে পারার কারণ হিসেবে দেখছেন। ইংলিশ সাংবাদিক জাস্টিন অ্যালেন বলেছেন, ‘খেলা দেখে অনেকেই বুঝেছেন, এটা লাল কার্ড হওয়া উচিত নয়। সেখানে রেফারি কী বুঝে লাল কার্ড দিলেন!’
লাল কার্ড প্রসঙ্গে পড কাস্ট আয়োজক হাগ উজেনক্রফট বলেছেন, ‘ভার দেখে আমপাদুকে লাল কার্ড দেখানো হয়েছে মেনে নিলাম। তাহলে প্রথমার্ধে জেমস যখন মার্কো ভেরাত্তিকে ট্যাকল করেছিল, তখন জেমসকে কেন লাল কার্ড দেখানো হলো না। এই ভার সিস্টেমের কি তাহলে কোনো দরকার আছে!’ এমন আরও অনেকেই রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
ঢাকা : ম্যাচের তখন ৫৫ মিনিট। বলের দখল নিতে গিয়ে ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো বার্নার্দেচিকে ফাউল করে বসেন ইথান আমপাদু। এই ফাউলেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েলস ডিফেন্ডার। ১০ জনের দলে পরিণত হওয়া ওয়েলস আর ঘুরে দাঁড়াতে পারেনি। রেফারির এমন সিদ্ধান্তের পর আলোচনার ঝড় বইয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম (২০ বছর) খেলোয়াড় হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন আমপাদু। রেফারির সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়েন আমপাদু। এই লাল কার্ড নিয়ে টুইটারে অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। এই ফাউলকে সরাসরি লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দেওয়া উচিত ছিল বলে তারা মনে করেন।
কেউ কেউ এটাকে ম্যাচে ওয়েলসের ঘুরে না দাঁড়াতে পারার কারণ হিসেবে দেখছেন। ইংলিশ সাংবাদিক জাস্টিন অ্যালেন বলেছেন, ‘খেলা দেখে অনেকেই বুঝেছেন, এটা লাল কার্ড হওয়া উচিত নয়। সেখানে রেফারি কী বুঝে লাল কার্ড দিলেন!’
লাল কার্ড প্রসঙ্গে পড কাস্ট আয়োজক হাগ উজেনক্রফট বলেছেন, ‘ভার দেখে আমপাদুকে লাল কার্ড দেখানো হয়েছে মেনে নিলাম। তাহলে প্রথমার্ধে জেমস যখন মার্কো ভেরাত্তিকে ট্যাকল করেছিল, তখন জেমসকে কেন লাল কার্ড দেখানো হলো না। এই ভার সিস্টেমের কি তাহলে কোনো দরকার আছে!’ এমন আরও অনেকেই রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে