Ajker Patrika

লাল কার্ডই ঘুরে দাঁড়াতে দিল না ওয়েলসকে!

আপডেট : ২২ জুন ২০২১, ১৪: ০১
লাল কার্ডই ঘুরে দাঁড়াতে দিল না ওয়েলসকে!

ঢাকা : ম্যাচের তখন ৫৫ মিনিট। বলের দখল নিতে গিয়ে ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো বার্নার্দেচিকে ফাউল করে বসেন ইথান আমপাদু। এই ফাউলেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েলস ডিফেন্ডার। ১০ জনের দলে পরিণত হওয়া ওয়েলস আর ঘুরে দাঁড়াতে পারেনি। রেফারির এমন সিদ্ধান্তের পর আলোচনার ঝড় বইয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম (২০ বছর) খেলোয়াড় হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন আমপাদু। রেফারির সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়েন আমপাদু। এই লাল কার্ড নিয়ে টুইটারে অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। এই ফাউলকে সরাসরি লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দেওয়া উচিত ছিল বলে তারা মনে করেন।

কেউ কেউ এটাকে ম্যাচে ওয়েলসের ঘুরে না দাঁড়াতে পারার কারণ হিসেবে দেখছেন। ইংলিশ সাংবাদিক জাস্টিন অ্যালেন বলেছেন, ‘খেলা দেখে অনেকেই বুঝেছেন, এটা লাল কার্ড হওয়া উচিত নয়। সেখানে রেফারি কী বুঝে লাল কার্ড দিলেন!’

লাল কার্ড প্রসঙ্গে পড কাস্ট আয়োজক হাগ উজেনক্রফট বলেছেন, ‘ভার দেখে আমপাদুকে লাল কার্ড দেখানো হয়েছে মেনে নিলাম। তাহলে প্রথমার্ধে জেমস যখন মার্কো ভেরাত্তিকে ট্যাকল করেছিল, তখন জেমসকে কেন লাল কার্ড দেখানো হলো না। এই ভার সিস্টেমের কি তাহলে কোনো দরকার আছে!’ এমন আরও অনেকেই রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত