Ajker Patrika

অবশেষে গোল পেলেন নেইমার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১১: ৫২
অবশেষে গোল পেলেন নেইমার

অবশেষে অপেক্ষাটা ফুরাল নেইমারের। আল হিলালের হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন তিনি। তাঁর অভিষেক গোলের রাতে ৩–০ গোলের বড় জয় পেয়েছে আল হিলাল।

ঠিক যেন চোটের কারণে অভিষেক হওয়ার দেরির মতোই গোল পেতে অপেক্ষা করতে হলো নেইমারকে। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মাজান্দারানের বিপক্ষে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ইরানের ক্লাবের বিপক্ষে বাকি গোল ২টি করেছেন তাঁর সতীর্থ আলেক্সসান্দার মিত্রোভিচ ও সালেহ আলসেহেরি।

প্রতিপক্ষের মাঠে নেইমারের স্মরণীয় মুহূর্তটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের পর যেভাবে উদ্‌যাপন করলেন নিশ্চিতভাবেই মনে রাখবেন তিনি। সঙ্গে এ গোলে অনেক সমালোচনার জবাও দিয়েছেন তিনি।

মাঠে গোল না পাওয়ার সমালোচনা তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছিল মাঠের বাইরের কিছু বিতর্ক। গুঞ্জন উঠেছিল, কোচ ছাঁটাইয়ে ইন্ধন জোগাচ্ছেন নেইমার। এমন খবরকে অবশ্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে যে মাঠে প্রথম গোল করলেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আবারও সমালোচিত হয়েছিলেন তিনি।

নেইমারের প্রথমের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আল হিলালের প্রথম জয় ছিল এটি। সাবেক বার্সেলোনা তারকার আগে দলের হয়ে গোল করেন মিত্রোভিচ। ১৮ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন সাবেক ফুলহাম স্ট্রাইকার। আর নাসাজির জালে শেষ পেরেক দেন বদলি নামা আলসেহেরি। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন সৌদি আরবের ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত