অবশেষে অপেক্ষাটা ফুরাল নেইমারের। আল হিলালের হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন তিনি। তাঁর অভিষেক গোলের রাতে ৩–০ গোলের বড় জয় পেয়েছে আল হিলাল।
ঠিক যেন চোটের কারণে অভিষেক হওয়ার দেরির মতোই গোল পেতে অপেক্ষা করতে হলো নেইমারকে। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মাজান্দারানের বিপক্ষে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ইরানের ক্লাবের বিপক্ষে বাকি গোল ২টি করেছেন তাঁর সতীর্থ আলেক্সসান্দার মিত্রোভিচ ও সালেহ আলসেহেরি।
প্রতিপক্ষের মাঠে নেইমারের স্মরণীয় মুহূর্তটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের পর যেভাবে উদ্যাপন করলেন নিশ্চিতভাবেই মনে রাখবেন তিনি। সঙ্গে এ গোলে অনেক সমালোচনার জবাও দিয়েছেন তিনি।
মাঠে গোল না পাওয়ার সমালোচনা তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছিল মাঠের বাইরের কিছু বিতর্ক। গুঞ্জন উঠেছিল, কোচ ছাঁটাইয়ে ইন্ধন জোগাচ্ছেন নেইমার। এমন খবরকে অবশ্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে যে মাঠে প্রথম গোল করলেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আবারও সমালোচিত হয়েছিলেন তিনি।
নেইমারের প্রথমের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আল হিলালের প্রথম জয় ছিল এটি। সাবেক বার্সেলোনা তারকার আগে দলের হয়ে গোল করেন মিত্রোভিচ। ১৮ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন সাবেক ফুলহাম স্ট্রাইকার। আর নাসাজির জালে শেষ পেরেক দেন বদলি নামা আলসেহেরি। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন সৌদি আরবের ফরোয়ার্ড।
অবশেষে অপেক্ষাটা ফুরাল নেইমারের। আল হিলালের হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন তিনি। তাঁর অভিষেক গোলের রাতে ৩–০ গোলের বড় জয় পেয়েছে আল হিলাল।
ঠিক যেন চোটের কারণে অভিষেক হওয়ার দেরির মতোই গোল পেতে অপেক্ষা করতে হলো নেইমারকে। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মাজান্দারানের বিপক্ষে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ইরানের ক্লাবের বিপক্ষে বাকি গোল ২টি করেছেন তাঁর সতীর্থ আলেক্সসান্দার মিত্রোভিচ ও সালেহ আলসেহেরি।
প্রতিপক্ষের মাঠে নেইমারের স্মরণীয় মুহূর্তটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের পর যেভাবে উদ্যাপন করলেন নিশ্চিতভাবেই মনে রাখবেন তিনি। সঙ্গে এ গোলে অনেক সমালোচনার জবাও দিয়েছেন তিনি।
মাঠে গোল না পাওয়ার সমালোচনা তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছিল মাঠের বাইরের কিছু বিতর্ক। গুঞ্জন উঠেছিল, কোচ ছাঁটাইয়ে ইন্ধন জোগাচ্ছেন নেইমার। এমন খবরকে অবশ্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে যে মাঠে প্রথম গোল করলেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আবারও সমালোচিত হয়েছিলেন তিনি।
নেইমারের প্রথমের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আল হিলালের প্রথম জয় ছিল এটি। সাবেক বার্সেলোনা তারকার আগে দলের হয়ে গোল করেন মিত্রোভিচ। ১৮ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন সাবেক ফুলহাম স্ট্রাইকার। আর নাসাজির জালে শেষ পেরেক দেন বদলি নামা আলসেহেরি। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন সৌদি আরবের ফরোয়ার্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে