Ajker Patrika

‘শুধু আমরাই না, পুরো দেশ এমন উদযাপন করে’

‘শুধু আমরাই না, পুরো দেশ এমন উদযাপন করে’

গোল করার পর সাম্বা নাচে নাচা ব্রাজিলের ঐতিহ্যের অংশ। আর ব্রাজিলিয়ানদের এই নাচ নিয়ে সমালোচনা করছিলেন রয় কিন। কিনকে এবার জবাব দিলেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলের এই ফরোয়ার্ড জানালেন, এই নাচে শুধু তাঁরাই নয়, মেতে ওঠে পুরো দেশবাসী।

৯৭৪ স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। ৪-১ গোলে ম্যাচটি জিতেছিল ব্রাজিল। ফুটবলাররা তো বটেই, গোল করার পর সাম্বা নাচে কোচ তিতেও অংশ নিয়েছিলেন। ব্রাজিলিয়ানদের এই নাচকে প্রতিপক্ষের জন্য ‘অসম্মানজনক’ বলে দাবি করেছিলেন কিন। গতকাল ভিনিসিউস বলেন, ‘ফুটবলে গোল করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটা শুধু আমরাই উদযাপন করি না, পুরো দেশ করে। আমাদের আরও অনেক উদযাপন আছে। এভাবে ছন্দ ধরে রাখতে পারলে আমরা আরও নাচতে পারব।’

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন ভিনিসিউস। করেছেন ২ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। এবারের বিশ্বকাপে ৩ ম্যাচে করেছেন ১ গোল আর অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

সার্বিয়াকে ২-০, সুইজারল্যান্ডকে ১-০ গোলে গ্রুপ পর্বে হারায় ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ তে হেরে যায় সেলেসাওরা। আর দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটে পৌঁছায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামীকাল এডুকেশন সিটি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত