সাবেক প্রেমিকা অভিযোগ আনার পরই ‘শনির দশা’ চলছে অ্যান্টনির। ব্রাজিল দল থেকে তো বাদ পড়েছেনই। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কবে ফিরতে পারবেন, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের বাছাইপর্বের খেলা শুরু হয়েছে গত পরশু। কিন্তু ক্যাভালিনের অভিযোগ প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক ফুটবল খেলতে পারছেন না অ্যান্টনি। তাতে আগামীকালের মধ্যে ম্যান ইউনাইটেডের অনুশীলনে ফেরার কথা তাঁর। তবে ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ফেরা হচ্ছে না তাঁর। ক্লাবটি লিখেছে, ‘অ্যান্টনির বিরুদ্ধে করা অভিযোগ স্বীকার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যারা আন্তর্জাতিক ফুটবল খেলেননি, সোমবারের মধ্যে তাদের অনুশীলনে ফেরার কথা। তবে অ্যান্টনির সঙ্গে কথা বলে জানা গেছে যে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তার ফিরতে দেরী হবে। ক্লাব হিসেবে আমরা সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাই।’ কতদিন দলের বাইরে, তা অবশ্য জানায়নি ইউনাইটেড।
ব্রাজিলের গণমাধ্যম ইউওএলে গত সপ্তাহের সোমবার অ্যান্টনির বিরুদ্ধে সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভেলিন নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগে বলা হয়-গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে গেছেন তিনি। এরপরই নড়েচড়ে বসে ব্রাজিলের সাওপাওলো পুলিশ ও গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। প্রেমিকার করা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করতে থাকেন তিনি। ব্রাজিলের টিভি চ্যানেল এসবিটিকে গত পরশু বলেন, ‘কখনোই না। কখনোই করিনি ও করবও না। নারীদের প্রতি সহিংসতা হতেই পারে না। আমারও মা বোন আছে। তাদের সঙ্গেও এমনটা হোক, তা আমি কখনোই চাই না। সত্য একদিন জানা যাবে।’
সাবেক প্রেমিকা অভিযোগ আনার পরই ‘শনির দশা’ চলছে অ্যান্টনির। ব্রাজিল দল থেকে তো বাদ পড়েছেনই। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কবে ফিরতে পারবেন, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের বাছাইপর্বের খেলা শুরু হয়েছে গত পরশু। কিন্তু ক্যাভালিনের অভিযোগ প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক ফুটবল খেলতে পারছেন না অ্যান্টনি। তাতে আগামীকালের মধ্যে ম্যান ইউনাইটেডের অনুশীলনে ফেরার কথা তাঁর। তবে ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ফেরা হচ্ছে না তাঁর। ক্লাবটি লিখেছে, ‘অ্যান্টনির বিরুদ্ধে করা অভিযোগ স্বীকার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যারা আন্তর্জাতিক ফুটবল খেলেননি, সোমবারের মধ্যে তাদের অনুশীলনে ফেরার কথা। তবে অ্যান্টনির সঙ্গে কথা বলে জানা গেছে যে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তার ফিরতে দেরী হবে। ক্লাব হিসেবে আমরা সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাই।’ কতদিন দলের বাইরে, তা অবশ্য জানায়নি ইউনাইটেড।
ব্রাজিলের গণমাধ্যম ইউওএলে গত সপ্তাহের সোমবার অ্যান্টনির বিরুদ্ধে সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভেলিন নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগে বলা হয়-গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে গেছেন তিনি। এরপরই নড়েচড়ে বসে ব্রাজিলের সাওপাওলো পুলিশ ও গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। প্রেমিকার করা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করতে থাকেন তিনি। ব্রাজিলের টিভি চ্যানেল এসবিটিকে গত পরশু বলেন, ‘কখনোই না। কখনোই করিনি ও করবও না। নারীদের প্রতি সহিংসতা হতেই পারে না। আমারও মা বোন আছে। তাদের সঙ্গেও এমনটা হোক, তা আমি কখনোই চাই না। সত্য একদিন জানা যাবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে