Ajker Patrika

প্রেমিকা নির্যাতনের অভিযোগে দীর্ঘদিন দলের বাইরে ব্রাজিলের অ্যান্টনি

প্রেমিকা নির্যাতনের অভিযোগে দীর্ঘদিন দলের বাইরে ব্রাজিলের অ্যান্টনি

সাবেক প্রেমিকা অভিযোগ আনার পরই ‘শনির দশা’ চলছে অ্যান্টনির। ব্রাজিল দল থেকে তো বাদ পড়েছেনই। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কবে ফিরতে পারবেন, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। 

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের বাছাইপর্বের খেলা শুরু হয়েছে গত পরশু। কিন্তু ক্যাভালিনের অভিযোগ প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক ফুটবল খেলতে পারছেন না অ্যান্টনি। তাতে আগামীকালের মধ্যে ম্যান ইউনাইটেডের অনুশীলনে ফেরার কথা তাঁর। তবে ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ফেরা হচ্ছে না তাঁর। ক্লাবটি লিখেছে, ‘অ্যান্টনির বিরুদ্ধে করা অভিযোগ স্বীকার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যারা আন্তর্জাতিক ফুটবল খেলেননি, সোমবারের মধ্যে তাদের অনুশীলনে ফেরার কথা। তবে অ্যান্টনির সঙ্গে কথা বলে জানা গেছে যে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তার ফিরতে দেরী হবে। ক্লাব হিসেবে আমরা সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাই।’ কতদিন দলের বাইরে, তা অবশ্য জানায়নি ইউনাইটেড। 

ব্রাজিলের গণমাধ্যম ইউওএলে গত সপ্তাহের সোমবার অ্যান্টনির বিরুদ্ধে সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভেলিন নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগে বলা হয়-গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে গেছেন তিনি। এরপরই নড়েচড়ে বসে ব্রাজিলের সাওপাওলো পুলিশ ও গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। প্রেমিকার করা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করতে থাকেন তিনি। ব্রাজিলের টিভি চ্যানেল এসবিটিকে গত পরশু বলেন, ‘কখনোই না। কখনোই করিনি ও করবও না। নারীদের প্রতি সহিংসতা হতেই পারে না। আমারও মা বোন আছে। তাদের সঙ্গেও এমনটা হোক, তা আমি কখনোই চাই না। সত্য একদিন জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত