আল হিলালের ম্যাচ মানেই যেন আলোচনায় নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে গত রাতটা ছিল ‘অম্লমধুর’। গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি ঠিকই। তবে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন তিনি। আল হিলালও হেসেখেলে জয় পেয়েছে।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিখে মুখোমুখি হয়েছিল আল হিলাল ও আল শাবাব। এই ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল আল হিলালের সামনে। ৩৭ মিনিটে পেনাল্টি নিয়েছিলেন নেইমার। তবে দুর্দান্তভাবে গোল সেভ করেছেন আল শাবাবের গোলরক্ষক কিম সিউং গিউ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
এ ছাড়া এই ম্যাচে সমানে সমানে লড়াই করেছিল দুই দল। আল হিলাল বল দখলে রেখেছিল ৪৯ শতাংশ। আর ৫১ শতাংশ বলের দখল ছিল আল শাবাবের। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে এগিয়ে ছিল আল হিলাল। আল হিলালের ছিল ৮ শট একটি ১টি শট করেছিল আল শাবাব। আর ম্যাচের প্রথম গোল আল হিলাল করে ৬৮ মিনিটে। নেইমারের অ্যাসিস্টে গোল করেন কালিদু কৌলিবালি। এরপর ৭৬ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোল করেন আলেকজান্ডার মিত্রোভিচ। শেষ পর্যন্ত আল শাবাবকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল।
ম্যাচ জয়ের পর টুইটারে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘দারুণ ম্যাচ খেলেছি আমরা।’ ২-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল হিলাল। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৯। ৮ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, হার ও ড্র ১টি করে। আল ইত্তিহাদে খেলছেন করিম বেনজামা।
আল হিলালের ম্যাচ মানেই যেন আলোচনায় নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে গত রাতটা ছিল ‘অম্লমধুর’। গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি ঠিকই। তবে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন তিনি। আল হিলালও হেসেখেলে জয় পেয়েছে।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিখে মুখোমুখি হয়েছিল আল হিলাল ও আল শাবাব। এই ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল আল হিলালের সামনে। ৩৭ মিনিটে পেনাল্টি নিয়েছিলেন নেইমার। তবে দুর্দান্তভাবে গোল সেভ করেছেন আল শাবাবের গোলরক্ষক কিম সিউং গিউ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
এ ছাড়া এই ম্যাচে সমানে সমানে লড়াই করেছিল দুই দল। আল হিলাল বল দখলে রেখেছিল ৪৯ শতাংশ। আর ৫১ শতাংশ বলের দখল ছিল আল শাবাবের। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে এগিয়ে ছিল আল হিলাল। আল হিলালের ছিল ৮ শট একটি ১টি শট করেছিল আল শাবাব। আর ম্যাচের প্রথম গোল আল হিলাল করে ৬৮ মিনিটে। নেইমারের অ্যাসিস্টে গোল করেন কালিদু কৌলিবালি। এরপর ৭৬ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোল করেন আলেকজান্ডার মিত্রোভিচ। শেষ পর্যন্ত আল শাবাবকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল।
ম্যাচ জয়ের পর টুইটারে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘দারুণ ম্যাচ খেলেছি আমরা।’ ২-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল হিলাল। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৯। ৮ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, হার ও ড্র ১টি করে। আল ইত্তিহাদে খেলছেন করিম বেনজামা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে