উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া ডেস্ক
জয় ছাড়া কোনো বিকল্প নেই এসি মিলানের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে ডাচ ক্লাব ফেইনুর্ডের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় দ্বিতীয় লেগে মিলানকে জিততে হবে কমপক্ষে ২-০ গোলে। এমন পরিস্থিতিতে আক্রমণাত্মক ফুটবলের কথাই ভাবছে দলটির কোচ সার্জিও কনসেইকাও।
প্লে-অফের দ্বিতীয় লেগ হবে মিলানের ঘরের মাঠে। আর নিজেদের মাঠে স্যান সিরোয় এসি মিলান টানা ১২ ম্যাচে অপরাজিত। তবে ভিন্ন পরিস্থিতিতে আজকের ম্যাচ খেলবে মিলান। জিততেই হবে এবং জিততে হবে ২-০ ব্যবধানে—এমন একটা চাপ নিয়ে খেলবে স্বাগতিকেরা। ইতালিয়ান পত্রপত্রিকা সার্জিও কনসেইকাওকে উদ্ধৃত করে লিখেছে, ম্যাচের শুরু থেকে গোল পাওয়ার জন্য আক্রমণাত্মক খেলবে মিলান।
ফেইনুর্ড থেকে এই শীতকালীন দলবদলে এসি মিলানে যোগ দেওয়া সান্তিয়াগো গিমেনেজ নেতৃত্ব দেবেন স্বাগতিকদের আক্রমণভাগে। চলতি চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন গিমেনেজ। কিন্তু মিলানের হয়ে ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অভিষেক ম্যাচে সাবেক সতীর্থদের বিপক্ষে আবেগাপ্লুত হয়ে পড়েন গিমেনেজ। গোল করতে হন ব্যর্থ। এই সমস্যায় আজ আর পড়তে চান না গিমেনেজ। নতুন ক্লাবের হয়ে নিজেকে প্রমাণের এই সুযোগটাকে কাজে লাগাতে চান তিনি।
গিমেনেজের সঙ্গে দলের আক্রমণভাগে আরও থাকবেন জোয়াও ফেলিক্স। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে যাঁর গোল করার অভিজ্ঞতা আছে। চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়ার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ জ্বলে উঠতে চাইবেন ফেলিক্সও।
গত ১০ বছরে মিলান মাত্র একবারই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠেছে। অথচ টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের পরই দ্বিতীয় সফলতম দল তারা। জিতেছে ৭ বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তাই এবার আর শেষ ষোলোর আগে বিদায় নিতে চান না মিলানের ডিফেন্ডার পাভলোভিচ, ‘(দ্বিতীয় লেগে) আমাদের আরও আত্মবিশ্বাসী হতে হবে।’ আর দলের কাইল ওয়াকার বলছেন, ‘দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে গোলের জন্য শুধু ফরোয়ার্ডদের ওপর নির্ভর করলে হবে না, দলের সবাইকে অবদান রাখতে হবে।’
ফেইনুর্ড দ্বিতীয় লেগেও জয়ের আশায়। যেমনটা বলছেন দলটির গোলরক্ষক টি. বেলেনরয়থার, ‘আমরা এখনো কিছুই করিনি, এটা কেবল প্রথম লেগ ছিল। কিন্তু দল মনোযোগ ধরে রেখেছে, যা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।’
আজ অন্যান্য প্লে-অফের দ্বিতীয় লেগে বেনফিকা মোনাকোর মুখোমুখি হবে। প্রথম লেগে বেনফিকা ১-০ গোলে হারিয়েছিল মোনাকোকে। ঘরের মাঠে বায়ার্ন খেলবে সেল্টিকের বিপক্ষে। প্রথম লেগে বায়ার্ন ২-১ গোলে হারিয়েছিল সেল্টিককে। আতালান্তা খেলবে ক্লাব ব্রুগার বিপক্ষে, প্রথম লেগে ব্রুগা জিতেছিল ২-১ গোলে।
জয় ছাড়া কোনো বিকল্প নেই এসি মিলানের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে ডাচ ক্লাব ফেইনুর্ডের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় দ্বিতীয় লেগে মিলানকে জিততে হবে কমপক্ষে ২-০ গোলে। এমন পরিস্থিতিতে আক্রমণাত্মক ফুটবলের কথাই ভাবছে দলটির কোচ সার্জিও কনসেইকাও।
প্লে-অফের দ্বিতীয় লেগ হবে মিলানের ঘরের মাঠে। আর নিজেদের মাঠে স্যান সিরোয় এসি মিলান টানা ১২ ম্যাচে অপরাজিত। তবে ভিন্ন পরিস্থিতিতে আজকের ম্যাচ খেলবে মিলান। জিততেই হবে এবং জিততে হবে ২-০ ব্যবধানে—এমন একটা চাপ নিয়ে খেলবে স্বাগতিকেরা। ইতালিয়ান পত্রপত্রিকা সার্জিও কনসেইকাওকে উদ্ধৃত করে লিখেছে, ম্যাচের শুরু থেকে গোল পাওয়ার জন্য আক্রমণাত্মক খেলবে মিলান।
ফেইনুর্ড থেকে এই শীতকালীন দলবদলে এসি মিলানে যোগ দেওয়া সান্তিয়াগো গিমেনেজ নেতৃত্ব দেবেন স্বাগতিকদের আক্রমণভাগে। চলতি চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন গিমেনেজ। কিন্তু মিলানের হয়ে ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অভিষেক ম্যাচে সাবেক সতীর্থদের বিপক্ষে আবেগাপ্লুত হয়ে পড়েন গিমেনেজ। গোল করতে হন ব্যর্থ। এই সমস্যায় আজ আর পড়তে চান না গিমেনেজ। নতুন ক্লাবের হয়ে নিজেকে প্রমাণের এই সুযোগটাকে কাজে লাগাতে চান তিনি।
গিমেনেজের সঙ্গে দলের আক্রমণভাগে আরও থাকবেন জোয়াও ফেলিক্স। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে যাঁর গোল করার অভিজ্ঞতা আছে। চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়ার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ জ্বলে উঠতে চাইবেন ফেলিক্সও।
গত ১০ বছরে মিলান মাত্র একবারই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠেছে। অথচ টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের পরই দ্বিতীয় সফলতম দল তারা। জিতেছে ৭ বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তাই এবার আর শেষ ষোলোর আগে বিদায় নিতে চান না মিলানের ডিফেন্ডার পাভলোভিচ, ‘(দ্বিতীয় লেগে) আমাদের আরও আত্মবিশ্বাসী হতে হবে।’ আর দলের কাইল ওয়াকার বলছেন, ‘দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে গোলের জন্য শুধু ফরোয়ার্ডদের ওপর নির্ভর করলে হবে না, দলের সবাইকে অবদান রাখতে হবে।’
ফেইনুর্ড দ্বিতীয় লেগেও জয়ের আশায়। যেমনটা বলছেন দলটির গোলরক্ষক টি. বেলেনরয়থার, ‘আমরা এখনো কিছুই করিনি, এটা কেবল প্রথম লেগ ছিল। কিন্তু দল মনোযোগ ধরে রেখেছে, যা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।’
আজ অন্যান্য প্লে-অফের দ্বিতীয় লেগে বেনফিকা মোনাকোর মুখোমুখি হবে। প্রথম লেগে বেনফিকা ১-০ গোলে হারিয়েছিল মোনাকোকে। ঘরের মাঠে বায়ার্ন খেলবে সেল্টিকের বিপক্ষে। প্রথম লেগে বায়ার্ন ২-১ গোলে হারিয়েছিল সেল্টিককে। আতালান্তা খেলবে ক্লাব ব্রুগার বিপক্ষে, প্রথম লেগে ব্রুগা জিতেছিল ২-১ গোলে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে