গত বছর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কোচ তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয় সেলেসাওরা। ছেলেরা না পারলেও মেয়েদের কোপায় ব্রাজিলের ধারেকাছে নেই কেউ।
ফের লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ব্রাজিলের মেয়েদের মাথায়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলে জিতেছে ‘ক্যানারিনহাসরা’। ৩৯তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে বল জালে পাঠাতে ভুল করেননি দেবিনহা। এই ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে পিয়া সুনদাঘের দল।
এ নিয়ে টানা চতুর্থবার এবং সর্বমোট আটবার মেয়েদের কোপা জিতল ব্রাজিল। এর আগেও টানা চারবার শিরোপা গেছে তাদের ঘরে। মেয়েদের কোপার আনুষ্ঠানিক নাম 'কোপা আমেরিকা ফেমিনিনা'। ১৯৯১ সালে এই আসরের যাত্রা শুরু। প্রথম চার আসরের শিরোপা গেছে ব্রাজিলের হাতে। শেষ চার আসরেও চ্যাম্পিয়ন তারা। ৯ আসরের মধ্যে কেবল একবার ২০০৬ সালে ব্রাজিলের মেয়েদের রানার্সআপ-আপের স্বাদ দিতে পেরেছিল আর্জেন্টিনা।
এবারের কোপার লড়াইয়ে ব্রাজিল ১ গোলও হজম করেনি। বিপরীতে দিয়েছে ২০ গোল। তবে ফাইনালে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে। কলম্বিয়ার ২১ শটের বিপরীতে ব্রাজিলের শট ১৫টি। তবে শেষ হাসি হেসেছে ক্যানারিনহাসরা।
ব্রাজিল শিরোপা জিতলেও আসরের গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ঘরে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ। আর সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো। ব্রাজিলের ফাইনাল জয়ের নায়ক দেবিনহা ও তার সতীর্থ আদ্রিয়ানা মাগা সমান ৫ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের দ্বিতীয় স্থানে।
কোপাজয়ী ব্রাজিলের মেয়েরা এবার ‘ফিনালিসিমা’ খেলবে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নের বিপক্ষে। অবশ্য এই ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। আজ রাতে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।
গত বছর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কোচ তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয় সেলেসাওরা। ছেলেরা না পারলেও মেয়েদের কোপায় ব্রাজিলের ধারেকাছে নেই কেউ।
ফের লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ব্রাজিলের মেয়েদের মাথায়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলে জিতেছে ‘ক্যানারিনহাসরা’। ৩৯তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে বল জালে পাঠাতে ভুল করেননি দেবিনহা। এই ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে পিয়া সুনদাঘের দল।
এ নিয়ে টানা চতুর্থবার এবং সর্বমোট আটবার মেয়েদের কোপা জিতল ব্রাজিল। এর আগেও টানা চারবার শিরোপা গেছে তাদের ঘরে। মেয়েদের কোপার আনুষ্ঠানিক নাম 'কোপা আমেরিকা ফেমিনিনা'। ১৯৯১ সালে এই আসরের যাত্রা শুরু। প্রথম চার আসরের শিরোপা গেছে ব্রাজিলের হাতে। শেষ চার আসরেও চ্যাম্পিয়ন তারা। ৯ আসরের মধ্যে কেবল একবার ২০০৬ সালে ব্রাজিলের মেয়েদের রানার্সআপ-আপের স্বাদ দিতে পেরেছিল আর্জেন্টিনা।
এবারের কোপার লড়াইয়ে ব্রাজিল ১ গোলও হজম করেনি। বিপরীতে দিয়েছে ২০ গোল। তবে ফাইনালে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে। কলম্বিয়ার ২১ শটের বিপরীতে ব্রাজিলের শট ১৫টি। তবে শেষ হাসি হেসেছে ক্যানারিনহাসরা।
ব্রাজিল শিরোপা জিতলেও আসরের গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ঘরে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ। আর সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো। ব্রাজিলের ফাইনাল জয়ের নায়ক দেবিনহা ও তার সতীর্থ আদ্রিয়ানা মাগা সমান ৫ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের দ্বিতীয় স্থানে।
কোপাজয়ী ব্রাজিলের মেয়েরা এবার ‘ফিনালিসিমা’ খেলবে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নের বিপক্ষে। অবশ্য এই ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। আজ রাতে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
২ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৮ ঘণ্টা আগে