Ajker Patrika

গড়ে ৮ হাজার আর্জেন্টাইনের চোখ যে ফ্লাইটে

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১০: ৩৮
গড়ে ৮ হাজার আর্জেন্টাইনের চোখ যে ফ্লাইটে

আর্জেন্টিনার কোটি কোটি মানুষের নজর এখন ‘এআর ১৯১৫’ ফ্লাইটের দিকে। গড়ে ৮ থেকে ৯ হাজার মানুষ ফ্লাইট রাডারে নজর রাখছেন, কখন এই বিমান বুয়েনস এইরেসে পৌঁছায়। এই বিমান কি রাজধানীর এজিজা বিমানবন্দরেই অবতরণ করবে, নাকি এয়রোপার্ক বিমানবন্দরে, আর্জেন্টিনার উৎসুক জনতার জিজ্ঞাসা একটাই! 

বুয়েনস এইরেসের এজিজা বিমানবন্দরে প্রতিদিন কত বিমানই তো ওঠানামা করে। এসব বিমানের পাখায় হয়তো জড়িয়ে থাকে শত মানুষের ব্যক্তিগত সুখ-দুঃখ, না জানা কত গল্প। কিন্তু এআর ১৯১৫ ফ্লাইটে যে গল্প জড়িয়ে, সেটা নিঃসন্দেহে আলাদা, অনন্য। এই বিমানে চড়ে আর্জেন্টিনায় আসছে ৩৬ বছরের স্বপ্ন, তিন প্রজন্মের ভালোবাসার সোনালি রঙের সেই পরম আরাধ্য বিশ্বকাপ ট্রফি ও আর্জেন্টিনার নায়কেরা।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের গতকালই দেশের বিমানে ওঠার কথা ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে বলছে, ভাড়া করা এআর ১৯১৫ ফ্লাইটে দেশের পথে আছেন আর্জেন্টাইন কোচ ও ফুটবলাররা। একই ফ্লাইটে আছে ট্রফিও। আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে মেসিদের পৌঁছানোর কথা বলছে ওলে। ইতালির রোমে জ্বালানি সংগ্রহ করে আর্জেন্টিনার পথ ধরবে বিমানটি।

ফাইনালের রাতেই বিমানে ওঠার কথা থাকলেও বিলম্বিত ফ্লাইটে গতকাল দোহার সময় সকাল ১০টা ৪৪ মিনিটে আকাশে ওড়ে বিমানটি। দোহা থেকে বুয়েনস এইরেসের আকাশপথের দূরত্ব ২১ ঘণ্টা হলেও জ্বালানি সংগ্রহের কারণেই একটু বেশি দেরি হবে মেসিদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত