অনলাইন ডেস্ক
কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
যদিও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি বাটলার। গতকাল আজকের পত্রিকাকে এই ব্রিটিশ কোচ বলেছেন, ‘এ বিষয়ে কিছু বলতে পারব না। বাফুফের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আপনাদের জানাবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তো আমি বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ।’
জানা গেছে, বাফুফের ‘গুড লিস্টে’ই আছেন পিটার। সাফ জেতার পর মেয়েরা ছুটিতে গেলেও পিটার এখনো ঢাকায়। গতকালও বাফুফে ভবনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে সভা করেছেন। মূলত এখনো তাঁর ঢাকায় থাকার পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, ফেব্রুয়ারিতে ঢাকায় অনূর্ধ্ব-২০ মেয়েদের সাফ। সেটির প্রাথমিক পরিকল্পনা তৈরি করার দায়িত্ব তাঁরই কাঁধে। দ্বিতীয়ত, নিজের চুক্তি নবায়ন করতে সভা করা।
৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে বাফুফের সঙ্গে, এখনো দেড় মাসের মতো সময় পাচ্ছেন বাটলার। তবে ডিসেম্বরে বড়দিনের ছুটিতে ইংল্যান্ডে যাওয়ার আগে চুক্তির প্রাথমিক কথাবার্তা সেরে ফেলবেন। বাফুফে সূত্র জানিয়েছে, মেয়েদের অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বও পালন করবেন বাটলার। তাঁর সঙ্গে আপাতত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করতে চায় বাফুফে। ২০২৬ সালেও মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রাখার চিন্তাভাবনা রয়েছে ফেডারেশনের।
বাংলাদেশে কোচিং করাতে এসে অল্প দিনেই সুনাম কুড়িয়েছেন পিটার। নেপালে সাফ চলাকালে সাবিনাদের সঙ্গে পিটারের দূরত্ব তৈরি হলেও সেটার কোনো নেতিবাচক প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়েনি। সব মিলিয়ে তাঁর ওপর আস্থা আরও বেড়েছে বাফুফের।
কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
যদিও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি বাটলার। গতকাল আজকের পত্রিকাকে এই ব্রিটিশ কোচ বলেছেন, ‘এ বিষয়ে কিছু বলতে পারব না। বাফুফের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আপনাদের জানাবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তো আমি বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ।’
জানা গেছে, বাফুফের ‘গুড লিস্টে’ই আছেন পিটার। সাফ জেতার পর মেয়েরা ছুটিতে গেলেও পিটার এখনো ঢাকায়। গতকালও বাফুফে ভবনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে সভা করেছেন। মূলত এখনো তাঁর ঢাকায় থাকার পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, ফেব্রুয়ারিতে ঢাকায় অনূর্ধ্ব-২০ মেয়েদের সাফ। সেটির প্রাথমিক পরিকল্পনা তৈরি করার দায়িত্ব তাঁরই কাঁধে। দ্বিতীয়ত, নিজের চুক্তি নবায়ন করতে সভা করা।
৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে বাফুফের সঙ্গে, এখনো দেড় মাসের মতো সময় পাচ্ছেন বাটলার। তবে ডিসেম্বরে বড়দিনের ছুটিতে ইংল্যান্ডে যাওয়ার আগে চুক্তির প্রাথমিক কথাবার্তা সেরে ফেলবেন। বাফুফে সূত্র জানিয়েছে, মেয়েদের অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বও পালন করবেন বাটলার। তাঁর সঙ্গে আপাতত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করতে চায় বাফুফে। ২০২৬ সালেও মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রাখার চিন্তাভাবনা রয়েছে ফেডারেশনের।
বাংলাদেশে কোচিং করাতে এসে অল্প দিনেই সুনাম কুড়িয়েছেন পিটার। নেপালে সাফ চলাকালে সাবিনাদের সঙ্গে পিটারের দূরত্ব তৈরি হলেও সেটার কোনো নেতিবাচক প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়েনি। সব মিলিয়ে তাঁর ওপর আস্থা আরও বেড়েছে বাফুফের।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৭ ঘণ্টা আগে