ফুটবল ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী সান সিরো। একই স্টেডিয়াম শীর্ষ ফুটবলের দুই ক্লাবের হোম ভেন্যু—এমনটা আর কোথাও নেই। ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ এটি। নগর প্রতিদ্বন্দ্বী হলেও একই মাঠে অনুশীলন করে আসছে তারা।
তবে এবার ছিন্ন হতে যাচ্ছে সেই ‘সম্পর্ক’। আইকনিক সান সিরো ছেড়ে চলে যাচ্ছে মিলান। নতুন স্টেডিয়াম বানাচ্ছে রোজোনেরিরা। তার জন্য জমিও কিনে ফেলেছে। এক সুত্রের বরাতে গত শুক্রবার এমনটাই জানিয়েছে এএফপি।
মিলানের এখন মিলান শহরের দক্ষিণ-পূর্বের সান দোনাতে মিউনিসিপিলিটিতে ২ লাখ ৫৬ হাজার স্কয়ার মিটার প্লট দরকার নতুন স্টেডিয়াম বানানোর জন্য। যেটি সান সিরো থেকে ১৫ কিলোমিটার দূরে।
গত সেপ্টেম্বরে মিলান জানায়, সান দোনাতেতে তারা ৭০ হাজার আসনের স্টেডিয়াম বানাবে। তবে কবে থেকে সেটি শুরু করবে তা নির্দিষ্ট করে সম্ভাব্য কোনো তারিখ জানায়নি।
নতুন স্টেডিয়ামে না যাওয়া পর্যন্ত উত্তর ইতালির মিলান ও উত্তর-পশ্চিমের ইন্টার সান সিরো আগের মতোই ভাগাভাগি করবে। এই স্টেডিয়ামের অফিসিয়াল নাম গুইসেপ্পে-মিয়াজ্জা স্টেডিয়াম। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ফুটবলের এই আইকনিক স্টেডিয়াম নির্মিত হয় ১৯২৬ সালে। পরে ১৯৯০ বিশ্বকাপ উপলক্ষে একে আধুনিকায়ন করা হয়।
মিলান ও ইন্টার—দুই দলই চেয়েছিল সান সিরো ছেড়ে তার সংলগ্ন নতুন স্টেডিয়াম বানাতে, যা তারা খেলাধুলা, বিনোদন ও কেনাকাটার জন্য উৎসর্গীকৃত অঞ্চলের সঙ্গে ভাগ করবে। তবে কর্মকর্তারা শহরের মালিকানাধীন সান সিরোকে ‘সাংস্কৃতিক স্বার্থ’ মনে করায় এই যৌথ প্রকল্পটি বাতিল করা হয়।
২০২৬ সালে সান সিরোত হবে উইন্টার অলিম্পিক।
ফুটবল ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী সান সিরো। একই স্টেডিয়াম শীর্ষ ফুটবলের দুই ক্লাবের হোম ভেন্যু—এমনটা আর কোথাও নেই। ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ এটি। নগর প্রতিদ্বন্দ্বী হলেও একই মাঠে অনুশীলন করে আসছে তারা।
তবে এবার ছিন্ন হতে যাচ্ছে সেই ‘সম্পর্ক’। আইকনিক সান সিরো ছেড়ে চলে যাচ্ছে মিলান। নতুন স্টেডিয়াম বানাচ্ছে রোজোনেরিরা। তার জন্য জমিও কিনে ফেলেছে। এক সুত্রের বরাতে গত শুক্রবার এমনটাই জানিয়েছে এএফপি।
মিলানের এখন মিলান শহরের দক্ষিণ-পূর্বের সান দোনাতে মিউনিসিপিলিটিতে ২ লাখ ৫৬ হাজার স্কয়ার মিটার প্লট দরকার নতুন স্টেডিয়াম বানানোর জন্য। যেটি সান সিরো থেকে ১৫ কিলোমিটার দূরে।
গত সেপ্টেম্বরে মিলান জানায়, সান দোনাতেতে তারা ৭০ হাজার আসনের স্টেডিয়াম বানাবে। তবে কবে থেকে সেটি শুরু করবে তা নির্দিষ্ট করে সম্ভাব্য কোনো তারিখ জানায়নি।
নতুন স্টেডিয়ামে না যাওয়া পর্যন্ত উত্তর ইতালির মিলান ও উত্তর-পশ্চিমের ইন্টার সান সিরো আগের মতোই ভাগাভাগি করবে। এই স্টেডিয়ামের অফিসিয়াল নাম গুইসেপ্পে-মিয়াজ্জা স্টেডিয়াম। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ফুটবলের এই আইকনিক স্টেডিয়াম নির্মিত হয় ১৯২৬ সালে। পরে ১৯৯০ বিশ্বকাপ উপলক্ষে একে আধুনিকায়ন করা হয়।
মিলান ও ইন্টার—দুই দলই চেয়েছিল সান সিরো ছেড়ে তার সংলগ্ন নতুন স্টেডিয়াম বানাতে, যা তারা খেলাধুলা, বিনোদন ও কেনাকাটার জন্য উৎসর্গীকৃত অঞ্চলের সঙ্গে ভাগ করবে। তবে কর্মকর্তারা শহরের মালিকানাধীন সান সিরোকে ‘সাংস্কৃতিক স্বার্থ’ মনে করায় এই যৌথ প্রকল্পটি বাতিল করা হয়।
২০২৬ সালে সান সিরোত হবে উইন্টার অলিম্পিক।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৬ ঘণ্টা আগে