Ajker Patrika

আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে 
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০: ১৪
আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত

‘লেটস গো ইন্ডিয়া’ আবার কখনো ‘বন্দে মাতরম’, শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নিজেদের দর্শকদের কাছ থেকে সারা ম্যাচেই সমর্থন পেলেন ভারতীয় ফুটবলাররা। তাই ম্যাচটা যখন টাইব্রেকারে গেল, কুয়েতের চেয়ে একটু বেশিই চাপে ছিল ভারত দল। সেই চাপ উতরে সাফের নবম শিরোপা গেল সুনীল ছেত্রীদের কাছেই। 

কুয়েতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ভারত। আজ সাফের ফাইনালও শেষ হলো ১-১ গোলে অমীমাংসিত থেকে। সেমিফাইনালে লেবাননের সঙ্গে টাইব্রেকারে জিতেছিল ভারত। সুনীল ছেত্রীরা জিতলেন আজও। সাফে প্রথমবারের মতো খেলতে এসেই ফাইনালে উঠে আসা কুয়েত সাফের শিরোপা হারাল ৫-৪ ব্যবধানে। 

ম্যাচের ১৪ মিনিটে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার হাজার ভারতীয়কে চমকে দিয়ে কুয়েতকে এগিয়ে দেন শাবাইব আল খালদি। আল ব্লাউসি আড়াআড়ি ক্রস থেকে বল জালে জড়ান আল খালদি। 

কুয়েতের এগিয়ে থাকার স্বস্তিকে বড় হতে দেননি লালিয়ানজুয়ালা চাঙতে। ৩৮ মিনিটে সাহাল আবদুল সালামের ক্রস থেকে দূরপোস্টে থাকা লালিয়ানজুয়ালা গোল করে ভারতকে ফেরান ম্যাচে। 

ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত-কুয়েত দুই দলকেই খেলতে হয়েছে ১২০ মিনিট করে। ১-১ গোলে সমতায় থাকা শিরোপার লড়াইটাও গড়াল ১২০ মিনিট পর্যন্ত। অতিরিক্ত সময়েও ম্যাচে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। 

টাইব্রেকারে কুয়েতের হয়ে শট জালে জড়াতে ব্যর্থ মোহাম্মদ আবদুল্লাহ ও খালেদ হাজিয়া। ভারতের হয়ে শট জালে জড়াতে পারেননি উদান্ত সিং। হাজিয়ার শট গুরপ্রিত সিং ঠেকিয়ে দিতেই শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার ভারতীয় দর্শকের উল্লাস। আকাশে উড়ল ফেয়ার। সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো।

সাফের ১৪ আসরের ১৩ টিতেই ফাইনাল খেলেছে ভারত। শিরোপা জিতল এ নিয়ে ৯টি। কেবল ২০০৩ সালে ফাইনালে খেলতে পারেনি ভারত। সেবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও মালদ্বীপ। সাফে দুই শিরোপা জিতেছে মালদ্বীপ। একটি করে শিরোপা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত