কট্টর জার্মান সমর্থকদের ঝাঁজ ভালোই টের পেয়েছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এসে নিজেদের দলের জয় বলতে গেলে একপ্রকার কেড়েই নিয়েছিল আইনট্রাখট ফ্রাংকফুর্টের সমর্থকেরা। দাঙ্গাবাজ এই সমর্থকদের অগ্নিমূর্তি গতকাল আরও একবার দেখা গেল স্পেনের সেভিয়াতে, ইউরোপা লিগের ফাইনালে।
চার দশকের বেশি সময় পর ইউরোপিয়ান শিরোপাজয়ের স্বপ্ন নিয়ে সেভিয়ার স্টাডিও র্যামন সানচেজ-পিজুয়ানে মুখোমুখি হয়েছিল জার্মান দল ফ্রাংকফুর্ট ও স্কটিশ দল রেঞ্জারস। শিরোপা দখলে দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। সমতায় থাকা রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে শেষ হাসি হেসেছে ফ্রাংকফুর্ট। তবে এর আগে একচোট লড়াই হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে।
৪২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন র্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে সমান ১০ হাজার করে ফাইনালের টিকিট পেয়েছিল ফ্রাংকফুর্ট ও রেঞ্জারস সমর্থকেরা। কিন্তু পুলিশ বলছে, সব মিলিয়ে এই ম্যাচ দেখতে আন্দালুসিয়ান রাজধানীতে হাজির হয়েছিল অন্তত দেড় লাখ মানুষ! টিকিটহীন এসব সমর্থকের বেশির ভাগই দখল করেছিল সেভিয়ার ক্যাফে আর পানাশালাগুলো। ঘটনার সূত্রপাত সেখান থেকেই।
ম্যাচের আগের রাতে রেঞ্জারসের একদল সমর্থকের ওপর হামলা চালিয়েছিল ২০০ জার্মান উগ্র সমর্থক। পুলিশের হাতে গ্রেপ্তার হয় পাঁচ জার্মান। সেই ঘটনার প্রভাব পড়েছে গতকাল ম্যাচের আগে, অর্থাৎ বুধবার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে একে অপরের দিকে ক্যাফে-রেস্তোরাঁর চেয়ার ছোড়াছুড়ি করছে দুই দলের সমর্থক। প্রতিপক্ষের ছোড়া মিসাইল থেকে বাঁচতে পালাতে দেখা গেছে এক জার্মান সমর্থককে!
মার খেয়েছে রেঞ্জারস সমর্থকেরাও। উগ্র জার্মানদের হাতে বেশুমার ঘুষি-লাথি খেয়েছে স্কটিশ দলটির সমর্থকেরা। সম্মিলিতভাবে দুই দলের ভক্তরা রেস্তোরাঁর গ্লাস ভেঙেছে। পানশালায় হাতাহাতি করেছে। বোমবেরো ও কালে পুয়ের্তায় হওয়া দুই দলের সংঘর্ষ ঠেকাতে রাস্তায় দাঙ্গা পুলিশ নামাতে বাধ্য হন সেভিয়ার মেয়র আন্তোনিও মুনোজকে।
সমর্থকদের হামলার ঝাঁজ অবশ্য মাঠে পড়তে দেননি ফ্রাংকফুর্ট-রেঞ্জারস ফুটবলাররা। ৫৭ মিনিটে জো আরিবোর গোলে রেঞ্জারসকে হতাশায় ডুবিয়ে ৬৯ মিনিটে ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান রাফায়েল বোর। ম্যাচ টাইব্রেকে গড়ালে গোল করতে ব্যর্থ হন ওয়েলশ তারকা অ্যারন রামসে। রাফায়েল বোরের শট জালে জড়াতেই ১৯৮০ সালের পর আবারও ইউরোপিয়ান শিরোপার স্বাদ পায় ফ্রাংকফুর্ট।
কট্টর জার্মান সমর্থকদের ঝাঁজ ভালোই টের পেয়েছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এসে নিজেদের দলের জয় বলতে গেলে একপ্রকার কেড়েই নিয়েছিল আইনট্রাখট ফ্রাংকফুর্টের সমর্থকেরা। দাঙ্গাবাজ এই সমর্থকদের অগ্নিমূর্তি গতকাল আরও একবার দেখা গেল স্পেনের সেভিয়াতে, ইউরোপা লিগের ফাইনালে।
চার দশকের বেশি সময় পর ইউরোপিয়ান শিরোপাজয়ের স্বপ্ন নিয়ে সেভিয়ার স্টাডিও র্যামন সানচেজ-পিজুয়ানে মুখোমুখি হয়েছিল জার্মান দল ফ্রাংকফুর্ট ও স্কটিশ দল রেঞ্জারস। শিরোপা দখলে দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। সমতায় থাকা রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে শেষ হাসি হেসেছে ফ্রাংকফুর্ট। তবে এর আগে একচোট লড়াই হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে।
৪২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন র্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে সমান ১০ হাজার করে ফাইনালের টিকিট পেয়েছিল ফ্রাংকফুর্ট ও রেঞ্জারস সমর্থকেরা। কিন্তু পুলিশ বলছে, সব মিলিয়ে এই ম্যাচ দেখতে আন্দালুসিয়ান রাজধানীতে হাজির হয়েছিল অন্তত দেড় লাখ মানুষ! টিকিটহীন এসব সমর্থকের বেশির ভাগই দখল করেছিল সেভিয়ার ক্যাফে আর পানাশালাগুলো। ঘটনার সূত্রপাত সেখান থেকেই।
ম্যাচের আগের রাতে রেঞ্জারসের একদল সমর্থকের ওপর হামলা চালিয়েছিল ২০০ জার্মান উগ্র সমর্থক। পুলিশের হাতে গ্রেপ্তার হয় পাঁচ জার্মান। সেই ঘটনার প্রভাব পড়েছে গতকাল ম্যাচের আগে, অর্থাৎ বুধবার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে একে অপরের দিকে ক্যাফে-রেস্তোরাঁর চেয়ার ছোড়াছুড়ি করছে দুই দলের সমর্থক। প্রতিপক্ষের ছোড়া মিসাইল থেকে বাঁচতে পালাতে দেখা গেছে এক জার্মান সমর্থককে!
মার খেয়েছে রেঞ্জারস সমর্থকেরাও। উগ্র জার্মানদের হাতে বেশুমার ঘুষি-লাথি খেয়েছে স্কটিশ দলটির সমর্থকেরা। সম্মিলিতভাবে দুই দলের ভক্তরা রেস্তোরাঁর গ্লাস ভেঙেছে। পানশালায় হাতাহাতি করেছে। বোমবেরো ও কালে পুয়ের্তায় হওয়া দুই দলের সংঘর্ষ ঠেকাতে রাস্তায় দাঙ্গা পুলিশ নামাতে বাধ্য হন সেভিয়ার মেয়র আন্তোনিও মুনোজকে।
সমর্থকদের হামলার ঝাঁজ অবশ্য মাঠে পড়তে দেননি ফ্রাংকফুর্ট-রেঞ্জারস ফুটবলাররা। ৫৭ মিনিটে জো আরিবোর গোলে রেঞ্জারসকে হতাশায় ডুবিয়ে ৬৯ মিনিটে ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান রাফায়েল বোর। ম্যাচ টাইব্রেকে গড়ালে গোল করতে ব্যর্থ হন ওয়েলশ তারকা অ্যারন রামসে। রাফায়েল বোরের শট জালে জড়াতেই ১৯৮০ সালের পর আবারও ইউরোপিয়ান শিরোপার স্বাদ পায় ফ্রাংকফুর্ট।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে