টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শেষ হয়ে গেছে আর্জেন্টিনার পদক জেতার স্বপ্ন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হয়েছে মিশর।
কোয়ার্টার ফাইনালে উঠতে স্পেনের বিপক্ষে এ ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনাকে। কিন্তু জেতার কাজটা করতে পারেনি আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ দিকে অবশ্য আরেকটি গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল দুইবারের বিশ্বকাপ জয়ী দেশটি। কয়েকটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেননি মেদিনা-পেরেজরা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারই কাল হয়েছে আর্জেন্টিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে টোকিও অলিম্পিক শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে অবশ্য মিশরের বিপক্ষে ১-০ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। আর্জেন্টিনার বিপক্ষে এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠেছে স্পেন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী মিশর। আজ অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়েছে তারা। ৩ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ৪। গ্রুপে তাদের অবস্থান তৃতীয়। ‘সি’ গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৩ পয়েন্ট।
আর্জেন্টিনার মতো একই ভাগ্য বরণ করতে হয়েছে জার্মানিকে। টোকিও অলিম্পিক গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি ফুটবল দল। আইভোরি কোস্টের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে অলিম্পিককে বিদায় বলতে হয়েছে জার্মানদের। জার্মান ফুলব্যাক বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে ৬৭ মিনিটে এগিয়ে যায় আইভেরি কোস্ট। পরে মিডফিল্ডার এডুয়ার্ড লোয়েনের গোলে সমতায় ফিরলেও জার্মানির পরের রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। অন্যদিকে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ব্রাজিল।
টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শেষ হয়ে গেছে আর্জেন্টিনার পদক জেতার স্বপ্ন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হয়েছে মিশর।
কোয়ার্টার ফাইনালে উঠতে স্পেনের বিপক্ষে এ ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনাকে। কিন্তু জেতার কাজটা করতে পারেনি আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ দিকে অবশ্য আরেকটি গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল দুইবারের বিশ্বকাপ জয়ী দেশটি। কয়েকটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেননি মেদিনা-পেরেজরা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারই কাল হয়েছে আর্জেন্টিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে টোকিও অলিম্পিক শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে অবশ্য মিশরের বিপক্ষে ১-০ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। আর্জেন্টিনার বিপক্ষে এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠেছে স্পেন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী মিশর। আজ অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়েছে তারা। ৩ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ৪। গ্রুপে তাদের অবস্থান তৃতীয়। ‘সি’ গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৩ পয়েন্ট।
আর্জেন্টিনার মতো একই ভাগ্য বরণ করতে হয়েছে জার্মানিকে। টোকিও অলিম্পিক গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি ফুটবল দল। আইভোরি কোস্টের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে অলিম্পিককে বিদায় বলতে হয়েছে জার্মানদের। জার্মান ফুলব্যাক বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে ৬৭ মিনিটে এগিয়ে যায় আইভেরি কোস্ট। পরে মিডফিল্ডার এডুয়ার্ড লোয়েনের গোলে সমতায় ফিরলেও জার্মানির পরের রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। অন্যদিকে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ব্রাজিল।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে