Ajker Patrika

বাংলাদেশ-ভারত ফাইনালে লঙ্কান ম্যাচ কমিশনারের ‘লঙ্কাকাণ্ড’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-ভারত ফাইনালে লঙ্কান ম্যাচ কমিশনারের ‘লঙ্কাকাণ্ড’

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল নিজেও একসময় ম্যাচ কমিশনার ছিলেন। শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন গতকাল অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে যে ঘটনা ঘটিয়েছেন, নিজের বর্ণাঢ্য অতীত ঘেঁটে কখনো এমন কাণ্ড খুঁজে পেলেন না হেলাল। 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে লঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া নজিরবিহীন এক ঘটনাই ঘটিয়েছেন। বাইলজ না জেনে টাইব্রেকার থেকে ডেকে এনে বাংলাদেশ-ভারত অধিনায়ককে টস করিয়েছেন। সেই টসের এতটাই ভয়ংকর প্রভাব ছিল যে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে ধসে পড়তে বসেছিল প্রায়। নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে মাঠে না আসার ব্যাপারে গোঁ ধরে বসেছিল ভারত। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকেও হস্তক্ষেপ করতে হয়েছে বলে শোনা গেছে। বাইলজ জানার জন্য এএফসির দ্বারস্থ হতে হয়েছে সাফের সাধারণ সম্পাদককে। বাইলজে না থাকার পরও অনেক দেনদরবারের পর শেষ পর্যন্ত ভারতকে রাজি করিয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও ভারতকে। 

কীভাবে ভারতকে রাজি করানো হলো, সেই বিষয়ে আনোয়ারুল হক হেলাল বললেন, ‘আমরা সমঝোতার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম। এক. ম্যাচটা আমরা পরিত্যক্ত করে দিই এবং আরেকটা ম্যাচ আয়োজন করব। দুই. টাইব্রেকার চালিয়ে নেওয়া এবং তিন. যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা। শেষ পর্যন্ত এই আলোচনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করেছিলাম। শেষ পর্যন্ত তাঁরা রাজি হয়, যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে।’

ম্যাচ কমিশনারের এমন অজ্ঞতাকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন সাফের সাধারণ সম্পাদক। ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়, সেদিকে সজাগ থাকার পরামর্শ তাঁর, ‘ভুল তো ভুলই। ভবিষ্যতে এমন ভুল হবে, আমরা তেমনটা মনে করি না। যে রেগুলেশন, সেটা আমরা ম্যাচ কমিশনারকে আগেই পাঠিয়ে দিই। এখন তাঁদের হার্ড কপি রাখতেও বলা হবে। মুখস্থ বিদ্যা নয়, যখনই কোনো সমস্যা হবে, তখন তারা যেন হার্ড কপি দেখে নিতে পারে।’ গতকালের এই ঘটনায় ভারত সাফ থেকে বেরিয়ে যাবে কি না, সেই প্রশ্নের জবাবে হেলালের উদাস উত্তর, ‘এটা ভারতই বলতে পারবে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত