Ajker Patrika

বাংলাদেশকে স্টেডিয়াম উপহার দিতে চায় স্পেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে স্টেডিয়াম উপহার দিতে চায় স্পেন

বাংলাদেশকে একটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম উপহার দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে স্পেন। আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কার্যালয়ে এই প্রস্তাব দেন বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিকো ডি অসিস বেনিটোজ সালাজ।

আজ বিকেলে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন স্পেনের রাষ্ট্রদূত। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্পেন রাষ্ট্রদূত বলেন,‘ বিশ্ব ফুটবলে স্পেন একটি শক্তিশালী দল। বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধুপ্রতিম দেশটির অবকাঠামোগত উন্নয়নসহ প্রশিক্ষণখাতে স্পেন সহযোগিতা করতে চায়। দুই দেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে।’  

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে স্পেন সহযোগিতা করতে চায় বলেও জানান স্পেনের রাষ্ট্রদূত। বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টার্ফ স্থাপনে স্পেনের আগ্রহ আছে বলেও জানান তিনি। 

বিকেএসপি ও বাংলাদেশের মেধাবী খেলোয়াড়দের স্পেনে বৃত্তি প্রদানের অনুরোধ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ফুটবলসহ অন্যান্য খেলায় স্পেনের কোচ দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদানের সুযোগ করে দিতে স্পেন সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত