Ajker Patrika

স্ত্রীকে দেওয়া ভিডিও কলের জন্য টাকা পাচ্ছেন মেসি

স্ত্রীকে দেওয়া ভিডিও কলের জন্য টাকা পাচ্ছেন মেসি

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের ১৭ দিন পেরিয়ে গেছে। তবু এর রেশ যেন কাটেনি এখনো! ঘুরেফিরে আসছে সেই ম্যাচের আগে–পরে ঘটে যাওয়া ঘটনাগুলো। তেমনই একটি ঘটনা আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা জয়ের পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে দেওয়া লিওনেল মেসির সেই ভিডিও কল। হোয়াটসঅ্যাপের সঙ্গে চুক্তির অংশ হিসেবে সেই কলের জন্য এখন টাকাও পাচ্ছেন মেসি! 

আর্জেন্টিনার হয়ে একটি শিরোপার জন্য মেসির যে হাহাকার, সেটি ঘুচেছিল এবারের কোপায়। শিরোপা জিতে সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পর মাঠে বসেই স্ত্রী রোকুজ্জোকে ভিডিও কল দিয়েছিলেন মেসি। সেই ভিডিও কলেই সন্তানদের সঙ্গেও কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। ভিডিওতে দেখা গেছে, স্ত্রী রোকুজ্জোকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন মেসি। স্ত্রীকে নিজের গলায় ঝোলানো মেডেল দেখাচ্ছেন তিনি। ফোনের অপর প্রান্ত থেকে রোকুজ্জোও মুষ্টিবদ্ধ হাতে মেসিকে অভিনন্দন জানিয়েছেন। মেসির সেই আবেগঘন ভিডিওটি পরে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

কাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আবার পোস্ট করেছেন মেসি। সেখানে তিনি লিখেছেন, ‘দারুণ মুহূর্ত! এই মুহূর্তটা ফাইনালের ঠিক পরই ছিল। যখন আমি হোয়াটসঅ্যাপ কলে পরিবারের সঙ্গে কোপা আমেরিকা জয়ের আনন্দ উদ্‌যাপন করছিলাম।’ এই পোস্টটি মেসি ও হোয়াটসঅ্যাপের সঙ্গে চুক্তির অংশ। স্ত্রী-সন্তানকে কোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়া ভিডিও কলের জন্যও টাকা পাচ্ছেন মেসি। এর মধ্যে ভিডিওটি ১৩ মিলিয়ন ভিউ পেরিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত