২০২৪ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে উঠতে না উঠতেই দুঃসংবাদ শোনে ব্রাজিল। ছন্দে থাকা ভিনিসিয়ুস জুনিয়র শেষ আটে খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। নকআউট পর্বের ম্যাচটিতে এখন তরুণ এক ফুটবলারকে খেলানোর পরিকল্পনা করছে ব্রাজিল।
অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-উরুগুয়ে। ভিনিসিয়ুস নিষিদ্ধ থাকায় তাঁর পরিবর্তে এনড্রিককে খেলানোর পরিকল্পনা করছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এর আগে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের ৯ টিতেই এনড্রিক খেলেছেন বদলি ফুটবলার হিসেবে। এবারের কোপা আমেরিকায় তিন ম্যাচ মিলে ৩৪ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড। দরিভাল গত রাতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সব সময় বলে আসছিলাম যে এনরিককে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাই না। সঠিক সময়ে তাকে সুযোগ দেওয়া হবে।’
রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত, অথচ ব্রাজিলের জার্সিতে পারেন না—ভিনিসিয়ুস জুনিয়রের ওপর এমন তকমা ছিল অনেক দিন। এবারের কোপায় তাঁর শুরুটা হয়েছিল দুর্দান্ত। ৩ ম্যাচে করেছেন ২ গোল। তবে দুটি হলুদ কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলা হচ্ছে না ভিনির। ভিনির পরিবর্তে এনড্রিকের এটা দারুণ সুযোগ বলে মনে করেন দরিভাল, ‘আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারিয়েছি। তবে এমন এক খেলোয়াড়কে পেয়েছি, যে ধীরে ধীরে উঠছে। সুযোগের অপেক্ষায় আছে। সম্ভবত এটা এনড্রিকের মুহূর্ত হবে।’
৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র—৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। অন্যদিকে এনড্রিক তাঁর ক্যারিয়ারে ৯ ম্যাচে করেছেন ৩ গোল। ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার প্রথম একাদশে খেললে সুযোগটা নিশ্চয়ই উরুগুয়ের বিপক্ষে লুফে নিতে চাইবেন।
২০২৪ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে উঠতে না উঠতেই দুঃসংবাদ শোনে ব্রাজিল। ছন্দে থাকা ভিনিসিয়ুস জুনিয়র শেষ আটে খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। নকআউট পর্বের ম্যাচটিতে এখন তরুণ এক ফুটবলারকে খেলানোর পরিকল্পনা করছে ব্রাজিল।
অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-উরুগুয়ে। ভিনিসিয়ুস নিষিদ্ধ থাকায় তাঁর পরিবর্তে এনড্রিককে খেলানোর পরিকল্পনা করছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এর আগে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের ৯ টিতেই এনড্রিক খেলেছেন বদলি ফুটবলার হিসেবে। এবারের কোপা আমেরিকায় তিন ম্যাচ মিলে ৩৪ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড। দরিভাল গত রাতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সব সময় বলে আসছিলাম যে এনরিককে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাই না। সঠিক সময়ে তাকে সুযোগ দেওয়া হবে।’
রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত, অথচ ব্রাজিলের জার্সিতে পারেন না—ভিনিসিয়ুস জুনিয়রের ওপর এমন তকমা ছিল অনেক দিন। এবারের কোপায় তাঁর শুরুটা হয়েছিল দুর্দান্ত। ৩ ম্যাচে করেছেন ২ গোল। তবে দুটি হলুদ কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলা হচ্ছে না ভিনির। ভিনির পরিবর্তে এনড্রিকের এটা দারুণ সুযোগ বলে মনে করেন দরিভাল, ‘আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারিয়েছি। তবে এমন এক খেলোয়াড়কে পেয়েছি, যে ধীরে ধীরে উঠছে। সুযোগের অপেক্ষায় আছে। সম্ভবত এটা এনড্রিকের মুহূর্ত হবে।’
৩ ম্যাচে ১ জয় ও ২ ড্র—৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। অন্যদিকে এনড্রিক তাঁর ক্যারিয়ারে ৯ ম্যাচে করেছেন ৩ গোল। ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার প্রথম একাদশে খেললে সুযোগটা নিশ্চয়ই উরুগুয়ের বিপক্ষে লুফে নিতে চাইবেন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২৬ মিনিট আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১ ঘণ্টা আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
৩ ঘণ্টা আগে