জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে ফ্রেইবুর্গের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন মিউনিখ। আজ চার দিন আগে ২-১ গোলে হারার প্রতিশোধ নিল বাভারিয়ানরা।
ফ্রেইবুর্গকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে বায়ার্নরা। প্রতিশোধ নিতে আজ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। তবে একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে কোনো সাফল্য পায়নি তারা।
বিরতির পর অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নদের। দলের ফরোয়ার্ডরা যা করতে পারছিলেন না ৫১ মিনিটে তাদের কাজটিই করে দিলেন ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। জামাল মুসিয়ালার পাস থেকে ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোল এনে দেন ডাচ ডিফেন্ডার। এর দুই মিনিট পরেই ফ্রেইবুর্গের ফরোয়ার্ড লুকাস হলারের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বায়ার্নের ফুটবলাররা। রেফারি তাতে সাড়া দিয়ে ভিএআর চেক করলেও আবেদনে লাভ হয়নি থমাস মুলার-লিরয় সানেদের।
৫৭ ও ৬০ মিনিটে আরও দুটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছিল বায়ার্ন। প্রথমবার বাভারিয়ানদের গোল বঞ্চিত করেন প্রতিপক্ষের গোলরক্ষক মার্ক ফ্লেককেন। আর দ্বিতীয় সুযোগটি ঠিকমতো কাজে লাগাতে পারেননি সানে। জার্মান ফরোয়ার্ডের চিপটি ফ্লেককেনকে পরাস্ত করলেও বারের উপরের জালে পড়ে। ৭০ মিনিটে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রেইবুর্গ। তবে দুর্দান্ত সেভে বায়ার্নকে পয়েন্ট ভাগাভাগি করতে দেয়নি গোলরক্ষক ইয়ান সোমার।
লিগের অন্য ম্যাচে নিজদের মাঠে ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। প্রতিপক্ষদের উপর ছড়ি ঘুরিয়ে ২৮ মিনিটে এগিয়ে যায় ডর্টমুন্ড। বক্সের ভেতর রাফায়েল গুয়েরেইরোর পাস থেকে গোল করতে ভুল করেননি ডনিয়েল ম্যালেন। বিরতির পর অবশ্য ম্যাচে ক্যামব্যাক করে পয়েন্ট তালিকায় তিনে থাকা বার্লিন। ৬১ মিনিটে দলকে সমতায় ফেরান কেভিন বেহরেন্স। শেষ পর্যন্ত অবশ্য এই ফলটা ধরে রাখতে পারিনি তারা। ৭৯ মিনিটে ইউসুফা মৌকোকোকে ডর্টমুন্ডকে জয়সূচক গোল এনে দেন।
এতে করে জার্মান লিগের দুই পরাশক্তির জয়ে পয়েন্ট তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ম্যাচ শুরুর মতোই জয়ের পর শীর্ষে আছে বায়ার্ন আর দুইয়ে আছে ডর্টমুন্ড। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্টে এক নম্বরে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচে ৫৬ পয়েন্টে দুইয়ে বায়ার্ন।
জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে ফ্রেইবুর্গের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন মিউনিখ। আজ চার দিন আগে ২-১ গোলে হারার প্রতিশোধ নিল বাভারিয়ানরা।
ফ্রেইবুর্গকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে বায়ার্নরা। প্রতিশোধ নিতে আজ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। তবে একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে কোনো সাফল্য পায়নি তারা।
বিরতির পর অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নদের। দলের ফরোয়ার্ডরা যা করতে পারছিলেন না ৫১ মিনিটে তাদের কাজটিই করে দিলেন ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। জামাল মুসিয়ালার পাস থেকে ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোল এনে দেন ডাচ ডিফেন্ডার। এর দুই মিনিট পরেই ফ্রেইবুর্গের ফরোয়ার্ড লুকাস হলারের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বায়ার্নের ফুটবলাররা। রেফারি তাতে সাড়া দিয়ে ভিএআর চেক করলেও আবেদনে লাভ হয়নি থমাস মুলার-লিরয় সানেদের।
৫৭ ও ৬০ মিনিটে আরও দুটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছিল বায়ার্ন। প্রথমবার বাভারিয়ানদের গোল বঞ্চিত করেন প্রতিপক্ষের গোলরক্ষক মার্ক ফ্লেককেন। আর দ্বিতীয় সুযোগটি ঠিকমতো কাজে লাগাতে পারেননি সানে। জার্মান ফরোয়ার্ডের চিপটি ফ্লেককেনকে পরাস্ত করলেও বারের উপরের জালে পড়ে। ৭০ মিনিটে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রেইবুর্গ। তবে দুর্দান্ত সেভে বায়ার্নকে পয়েন্ট ভাগাভাগি করতে দেয়নি গোলরক্ষক ইয়ান সোমার।
লিগের অন্য ম্যাচে নিজদের মাঠে ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। প্রতিপক্ষদের উপর ছড়ি ঘুরিয়ে ২৮ মিনিটে এগিয়ে যায় ডর্টমুন্ড। বক্সের ভেতর রাফায়েল গুয়েরেইরোর পাস থেকে গোল করতে ভুল করেননি ডনিয়েল ম্যালেন। বিরতির পর অবশ্য ম্যাচে ক্যামব্যাক করে পয়েন্ট তালিকায় তিনে থাকা বার্লিন। ৬১ মিনিটে দলকে সমতায় ফেরান কেভিন বেহরেন্স। শেষ পর্যন্ত অবশ্য এই ফলটা ধরে রাখতে পারিনি তারা। ৭৯ মিনিটে ইউসুফা মৌকোকোকে ডর্টমুন্ডকে জয়সূচক গোল এনে দেন।
এতে করে জার্মান লিগের দুই পরাশক্তির জয়ে পয়েন্ট তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ম্যাচ শুরুর মতোই জয়ের পর শীর্ষে আছে বায়ার্ন আর দুইয়ে আছে ডর্টমুন্ড। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্টে এক নম্বরে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচে ৫৬ পয়েন্টে দুইয়ে বায়ার্ন।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে