সব কটি ফিফা বিশ্বকাপ খেলা দল ব্রাজিল। সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া দলও তারা। কিন্তু ২০২৬ বিশ্বকাপ কনমেবল অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় এই ব্রাজিলকে সহজেই খুঁজে পাওয়া মুশকিল! ৬ ম্যাচ ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান ব্রাজিলের। দলের এই অবস্থা দেখে বাবার কথা মনে পড়ছে এডিনহোর। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের এই ছেলে বলছেন, বাবা বেঁচে থাকলে দলের এই অবস্থা দেখে বড় দুঃখ পেতেন!
আগামী শুক্রবার এক বছর পূর্ণ হবে পেলের চিরপ্রস্থানের। তার আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল ফুটবলের দুর্দশা নিয়ে কথা বলেছেন পেলের রেখে যাওয়া সন্তানদের একজন—৫৩ বছর বয়সী এডিনহো। বলছেন, ‘এই সংকট রাতারাতি তৈরি হয়নি। ভেতরে বড় এবং জটিল সমস্যা রয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে সরে যেতে বসেছি...এখনো আমাদের দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। কিন্তু ভালোমানের খেলোয়াড়দের অন্তহীন প্রবাহ আর আগের মতো নেই।’ সব মিলিয়ে এডিনহোর বিশ্বাস, ‘এই নিয়ে কোনো সন্দেহই নেই যে তিনি এ বছর থাকলে বড় দুঃখ পেতেন।’
পেলে ‘দুঃখ পেতেন’ তাঁর প্রিয় ক্লাব সান্তোসের করুণ দশা দেখেও। ক্লাবটির ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবারই সান্তোস অবনমিত হয়েছে। যা ক্লাবটির জন্য বড় একটা ধাক্কা। তবে এতে বিস্মিত নন এডিনহো। ক্লাবের আর্থিক দুরবস্থা এবং নীতিনির্ধারকদের দ্বন্দ্বের কারণে এমনই পরিণতি অনিবার্য ছিল বলে মনে করেন এডিনহো!
সব কটি ফিফা বিশ্বকাপ খেলা দল ব্রাজিল। সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া দলও তারা। কিন্তু ২০২৬ বিশ্বকাপ কনমেবল অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় এই ব্রাজিলকে সহজেই খুঁজে পাওয়া মুশকিল! ৬ ম্যাচ ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান ব্রাজিলের। দলের এই অবস্থা দেখে বাবার কথা মনে পড়ছে এডিনহোর। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের এই ছেলে বলছেন, বাবা বেঁচে থাকলে দলের এই অবস্থা দেখে বড় দুঃখ পেতেন!
আগামী শুক্রবার এক বছর পূর্ণ হবে পেলের চিরপ্রস্থানের। তার আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল ফুটবলের দুর্দশা নিয়ে কথা বলেছেন পেলের রেখে যাওয়া সন্তানদের একজন—৫৩ বছর বয়সী এডিনহো। বলছেন, ‘এই সংকট রাতারাতি তৈরি হয়নি। ভেতরে বড় এবং জটিল সমস্যা রয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে সরে যেতে বসেছি...এখনো আমাদের দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। কিন্তু ভালোমানের খেলোয়াড়দের অন্তহীন প্রবাহ আর আগের মতো নেই।’ সব মিলিয়ে এডিনহোর বিশ্বাস, ‘এই নিয়ে কোনো সন্দেহই নেই যে তিনি এ বছর থাকলে বড় দুঃখ পেতেন।’
পেলে ‘দুঃখ পেতেন’ তাঁর প্রিয় ক্লাব সান্তোসের করুণ দশা দেখেও। ক্লাবটির ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবারই সান্তোস অবনমিত হয়েছে। যা ক্লাবটির জন্য বড় একটা ধাক্কা। তবে এতে বিস্মিত নন এডিনহো। ক্লাবের আর্থিক দুরবস্থা এবং নীতিনির্ধারকদের দ্বন্দ্বের কারণে এমনই পরিণতি অনিবার্য ছিল বলে মনে করেন এডিনহো!
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে