Ajker Patrika

উয়েফার ভুলে বাতিল চ্যাম্পিয়নস লিগের ড্র

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৮
উয়েফার ভুলে বাতিল চ্যাম্পিয়নস লিগের ড্র

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ড্র শেষ হয়েছে ঘণ্টাখানেক হয়নি। শেষ হতে না হতেই ঝামেলা। আবার হবে সেই ড্র। 

অনিশ্চয়তা তৈরি হয় ভিয়ারিয়ালের বিপক্ষে কার খেলা হবে, সেটা নিশ্চিত করতে গিয়ে। ড্রতে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে প্রথমে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে একই গ্রুপের থেকে উঠে আসা দুই দল মুখোমুখি হতে পারবে না। 

ফলে ইউনাইটেডের নাম ফেলে নতুন ড্র হয়। এবার উঠে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। বিপত্তি বাঁধে সেখানে। প্রথম ড্রতে যেহেতু সম্ভাব্য দল হিসেবে ইউনাইটেডের নামের বল টানার কথা না সেহেতু একটি বল রেখে আসা হয়েছিল। তাহলে সম্ভাব্য কোনো প্রতিপক্ষের নাম বাদ পড়েছিল। 

এটা নিয়ে বিতর্ক যখন বাড়ছিল সেই মুহূর্তে উয়েফা জানিয়ে দেয়, আবার নতুন করে হবে ড্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত