মারা গেছেন জার্মান ও বায়ার্ন মিউনিখ কিংবদন্তি গার্ড মুলার। ৭৫ বছর বয়সে আজ মারা গেছেন এই ফুটবল কিংবদন্তির। এক বিবৃতিতে মুলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ।
নিজেদের ওয়েবসাইটে বায়ার্নের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ বায়ার্ন মিউনিখের পুরো দুনিয়া থমকে গেছে। জার্মানির হয়ে রেকর্ড শিরোপাজয়ী ও বায়ার্ন কিংবদন্তি আজ সকালে ৭৫ বছর বয়সে মারা গেছেন। মুলারের শোকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বায়ার্ন সমর্থকেরা আজ শোকাহত।’
বায়ার্ন মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছিলেন গার্ড মুলার। জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় তাঁর গোল সংখ্যা ৩৬৫। লিগে হয়েছিলেন সাতবার সর্বোচ্চ গোলস্কোরার। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে করেছিলেন ৬৮ গোল। জার্মানির হয়ে জিতেছেন ১৯৭৪ বিশ্বকাপ। ১৯৭২ সালে জিতেছেন ইউরো।
মুলারের মৃত্যুতে শোক প্রকাশ করে বায়ার্ন প্রেসিডেন্ট হার্ভার্ট হেইনার বলেছেন, ‘বায়ার্ন ও তার সমর্থকের জন্য আজ একটি দুঃখের দিন। গার্ড মুলার না থাকলে বায়ার্ন মিউনিখ আজ এই পর্যায়ে আসতে পারত না। তাঁর নাম ও স্মৃতি চিরজীবন বেঁচে থাকবে।’
জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ও বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘মুলারের মৃত্যুর খবর আমাদের স্তব্ধ করে দিয়েছে। তিনি বায়ার্ন ইতিহাসের একজন কিংবদন্তি। একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে বায়ার্নের উন্নয়নে মুলার যে অবদান রেখেছেন সেটা আর কেউ করে দেখাতে পারেনি। মুলার সারাজীবন আমাদের হৃদয়ে থাকবেন।’
মারা গেছেন জার্মান ও বায়ার্ন মিউনিখ কিংবদন্তি গার্ড মুলার। ৭৫ বছর বয়সে আজ মারা গেছেন এই ফুটবল কিংবদন্তির। এক বিবৃতিতে মুলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ।
নিজেদের ওয়েবসাইটে বায়ার্নের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ বায়ার্ন মিউনিখের পুরো দুনিয়া থমকে গেছে। জার্মানির হয়ে রেকর্ড শিরোপাজয়ী ও বায়ার্ন কিংবদন্তি আজ সকালে ৭৫ বছর বয়সে মারা গেছেন। মুলারের শোকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বায়ার্ন সমর্থকেরা আজ শোকাহত।’
বায়ার্ন মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছিলেন গার্ড মুলার। জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় তাঁর গোল সংখ্যা ৩৬৫। লিগে হয়েছিলেন সাতবার সর্বোচ্চ গোলস্কোরার। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে করেছিলেন ৬৮ গোল। জার্মানির হয়ে জিতেছেন ১৯৭৪ বিশ্বকাপ। ১৯৭২ সালে জিতেছেন ইউরো।
মুলারের মৃত্যুতে শোক প্রকাশ করে বায়ার্ন প্রেসিডেন্ট হার্ভার্ট হেইনার বলেছেন, ‘বায়ার্ন ও তার সমর্থকের জন্য আজ একটি দুঃখের দিন। গার্ড মুলার না থাকলে বায়ার্ন মিউনিখ আজ এই পর্যায়ে আসতে পারত না। তাঁর নাম ও স্মৃতি চিরজীবন বেঁচে থাকবে।’
জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ও বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘মুলারের মৃত্যুর খবর আমাদের স্তব্ধ করে দিয়েছে। তিনি বায়ার্ন ইতিহাসের একজন কিংবদন্তি। একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে বায়ার্নের উন্নয়নে মুলার যে অবদান রেখেছেন সেটা আর কেউ করে দেখাতে পারেনি। মুলার সারাজীবন আমাদের হৃদয়ে থাকবেন।’
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ মিনিট আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে