বড়দের মতোই পরিণতি হলো ব্রাজিলের ছোট তারকাদের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছিল নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের বিশ্বকাপ পথচলা। এবার সিনিয়রদের মতোই মার্কোস লিওনার্দো-আন্দ্রেই সান্তোসদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যাত্রা শেষ হলো কোয়ার্টারে।
গতকাল ইসরায়েলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। এতে করে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে তাদের। অন্যদিকে ইতিহাস গড়েছে ইসরায়েল। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে সুযোগ পেয়েছে তারা। আজ রাতে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের ম্যাচে যে দল জিতবে তাদের বিপক্ষে সেমিফাইনালে লড়বে ইসরায়েল।
এস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। বিরতির পর ৫৬ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন লিওনার্দো। কিন্তু লিডটা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ৬০ মিনিটে গোল শোধ দেয় প্রতিপক্ষরা। ইসরায়েলের হয়ে গোল শোধ দেন এনান খালাইলি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই আবারও এগিয়ে যায় ব্রাজিল। এবার দলের হয়ে গোল করেন ম্যাথুস নসিমেন্তো। গোলটি শোধ দিতে এবার আগের চেয়েও কম সময় নেয় ইসরায়েল। গোল হজমের দুই মিনিট পরেই ৯৩ মিনিটে দলকে সমতায় ফেরান হামজা শিবলি। আর ম্যাচে প্রথমবার যখন এগিয়ে যাওয়ার সুযোগ পেল, তখন ইতিহাসই গড়ল তারা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা তিন মিনিটের মাথায় ইতিহাস গড়া গোলটি করেন ডেভিড টুরগেম্যান।
শেষ আটের অন্য ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। ইতালির হয়ে গোল তিনটি করেছেন চেসারি কাসাদেই, টোমাসো বালদানজি ও ফ্রান্সিসকো পিও এস্পোসিতো। কলম্বিয়ার হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন তোরেস গুয়াজা।
বড়দের মতোই পরিণতি হলো ব্রাজিলের ছোট তারকাদের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছিল নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের বিশ্বকাপ পথচলা। এবার সিনিয়রদের মতোই মার্কোস লিওনার্দো-আন্দ্রেই সান্তোসদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যাত্রা শেষ হলো কোয়ার্টারে।
গতকাল ইসরায়েলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। এতে করে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে তাদের। অন্যদিকে ইতিহাস গড়েছে ইসরায়েল। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে সুযোগ পেয়েছে তারা। আজ রাতে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের ম্যাচে যে দল জিতবে তাদের বিপক্ষে সেমিফাইনালে লড়বে ইসরায়েল।
এস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। বিরতির পর ৫৬ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন লিওনার্দো। কিন্তু লিডটা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ৬০ মিনিটে গোল শোধ দেয় প্রতিপক্ষরা। ইসরায়েলের হয়ে গোল শোধ দেন এনান খালাইলি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই আবারও এগিয়ে যায় ব্রাজিল। এবার দলের হয়ে গোল করেন ম্যাথুস নসিমেন্তো। গোলটি শোধ দিতে এবার আগের চেয়েও কম সময় নেয় ইসরায়েল। গোল হজমের দুই মিনিট পরেই ৯৩ মিনিটে দলকে সমতায় ফেরান হামজা শিবলি। আর ম্যাচে প্রথমবার যখন এগিয়ে যাওয়ার সুযোগ পেল, তখন ইতিহাসই গড়ল তারা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা তিন মিনিটের মাথায় ইতিহাস গড়া গোলটি করেন ডেভিড টুরগেম্যান।
শেষ আটের অন্য ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। ইতালির হয়ে গোল তিনটি করেছেন চেসারি কাসাদেই, টোমাসো বালদানজি ও ফ্রান্সিসকো পিও এস্পোসিতো। কলম্বিয়ার হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন তোরেস গুয়াজা।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১০ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৩ ঘণ্টা আগে