Ajker Patrika

ভালো খেলেও আর্থিক দুশ্চিন্তায় মোহামেডান

আজকের পত্রিকা ডেস্ক­
মোহামেডানের আর্থিক দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। ছবি: আজকের পত্রিকা
মোহামেডানের আর্থিক দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। ছবি: আজকের পত্রিকা

চার ম্যাচের চারটিতে জয়—এমন শুরু কে না চায়! অনেক দিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সৌরভ ছড়াচ্ছে মোহামেডান। যদিও লিগের চার রাউন্ড শেষে নিজেদের নিয়ে অতি আত্মবিশ্বাসী হতে চায় না তারা। যেভাবে এগোচ্ছে, সেভাবেই জয়ের ধারাবাহিকতা রাখতে চায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

এই মুহূর্তে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট ১২। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মতো বড় দলকে হারিয়ে ফুরফুরে হলেও মোহামেডান প্রথম লেগের বাকি ম্যাচগুলোও সমান গুরুত্ব দিতে চায়। বাকিদের মধ্যে ছন্দে থাকা রহমতগঞ্জ, ব্রাদার্সে বিশেষ দৃষ্টি মোহামেডানের। নিজেদের পরিকল্পনা নিয়ে গতকাল আজকের পত্রিকাকে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘প্রথম লেগে আরও দুটি ম্যাচ নিয়ে আমাদের চিন্তা করতে হবে—একটা রহমতগঞ্জ, আরেকটা ব্রাদার্সের বিপক্ষে।’

রহমতগঞ্জের সঙ্গে শীর্ষে থাকা মোহামেডানের পার্থক্য ৩ পয়েন্ট। যে কারণে রহমতগঞ্জ ম্যাচটা বেশি গুরুত্ব দিচ্ছে মোহামেডান। যদিও কোচ আলফাজ মনে করেন, মোহামেডান মাঠে ভালো করলেও মাঠের বাইরে এই মুহূর্তে কিছুটা সংকটে আছে, ‘সব ক্লাবই কমবেশি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরাও ব্যতিক্রম নই। ক্লাব কর্তৃপক্ষের এ বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত। কারণ, একটা দলকে চ্যাম্পিয়ন হতে হলে তো শুধু কোচ আর খেলোয়াড় দিয়ে হবে না। বাকি সহযোগিতাও প্রয়োজন। যদি ক্লাব কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করে তাহলে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারব।’

আর্থিক সংকটের কারণে আমাদের যদি ছন্দপতন হয়, তাহলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। আলফাজ আহমেদ, কোচ, মোহামেডান

ক্লাব সূত্রে জানা গেছে, মোহামেডানে আর্থিক-সংকট প্রকট আকার ধারণ করেছে। খেলোয়াড়েরা নিয়মিত বেতন পাচ্ছেন না। যদিও কর্তৃপক্ষ চেষ্টা করছে, দ্রুত এটা সমাধানের। কিন্তু সংকট বাড়লে তার প্রভাব মাঠের পারফরম্যান্সেও পড়ার আশঙ্কা কোচ আলফাজের, ‘পয়েন্ট টেবিলে আমরা এখন ভালো একটা অবস্থানে। কিন্তু এই আর্থিক সংকটের কারণে আমাদের যদি ছন্দপতন হয় তাহলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। চ্যাম্পিয়ন হতে চাইলে এই সংকট থেকে বের হয়ে আসতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত