Ajker Patrika

মেসির মানের খেলোয়াড় পিএসজিতে কখনো খেলেনি

মেসির মানের খেলোয়াড় পিএসজিতে কখনো খেলেনি

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গিয়ে ভালো নেই লিওনেল মেসি। শুরু থেকেই নিজের ছন্দ নিয়ে ধুঁকছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে গেলে। নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। এই হারের জের ধরে দুয়োও শুনতে হয়েছে মেসিকে। 

মেসিকে উদ্দেশ্য করে পিএসজি সমর্থকদের দুয়ো মানতে পারছেন না অনেকেই। এর আগে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মেসির সমালোচকদের এক হাত নিয়েছিলেন। এবার মেসির সাবেক সতীর্থ ও বন্ধু সেস ফেব্রেগাসও ধুয়ে দিয়েছেন মেসিকে যারা দুয়ো দিয়েছেন তাদের। মেসির মানের আর কোনো খেলোয়াড় কখনো পিএসজিতে খেলেনি বলেও মন্তব্য করেছেন তিনি। 

মেসির সমর্থনের ফেব্রেগাস বলেন, ‘লিও’র (মেসি) হিসাবটা খুবই সাধারণ। আমি যাদের সঙ্গে খেলেছি এবং যাদের খেলতে দেখেছি তাদের মধ্যে সে সেরা। সে অনন্যসাধারণ একজন খেলোয়াড়।’ 

সর্বকালের অন্যতম সেরা মেসিকে দুয়ো দেওয়াটা তাই মানতে পারেননি ফেব্রেগাস। তিনি বলেন, ‘আপনারা এমন একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছেন, যে মাত্র দলে এসেছে। পিএসজি কখনো তার মানের খেলোয়াড় পায়নি। তাই তাদের উচিত তার ওপর চড়াও না হয়ে কৃতজ্ঞ থাকা এবং সমর্থন দেওয়া। এই বছর কিংবা পরের বছর এই লোকটিই আপনাদের দারুণ সব মুহূর্ত এনে দেবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত