ঢাকা : হঠাৎ প্যারাস্যুট থেকে কাউকে নামতে দেখে মনে হতে পারে কোনো প্যারাগ্লাইডার মাটিতে নামছেন! কিন্তু আসলে সেটি নয়। মিউনিখে কাল ফ্রান্স-জার্মানি ম্যাচ শুরুর আগে ম্যাক্স মেরিল নামে গ্রিনপিসের এক কর্মী প্যারাস্যুট থেকে মাঠে পড়ে যান। ভূপতিত হওয়ার পরেই দর্শকদের তোপের মুখে পড়েন ম্যাক্স। এতে অবশ্য আহত হয়েছেন দর্শকই। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে।
কাল ম্যাক্স যে প্যারাস্যুট নিয়ে মাঠে নেমেছিলেন, তাতে লেখা ছিল ‘কিক আউট অয়েল’, যেটা ছিল ইউরোর অন্যতম পৃষ্ঠপোষক জার্মানির গাড়ি কোম্পানি ভক্সওয়াগনের বিরুদ্ধে প্রতিবাদ। ভক্সওয়াগন যেন পেট্রল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করে, তার বিরুদ্ধে ছিল এই প্রতিবাদ। কাল ম্যাচ শুরুর আগে ড্রোন ক্যামেরার সঙ্গে ম্যাক্সের প্যারাস্যুটে পেঁচিয়ে মাটিতে পড়ে যান। তখনই মাঠে থাকা দর্শকদের সঙ্গে ধস্তাধস্তি হয় ম্যাক্সের। কিছু দর্শক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কোনোরকমে পালিয়ে বাঁচেন ম্যাক্স।
উয়েফা এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে। ইউরোপিয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কাল এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাপারটি আরও ভয়াবহ হতে পারত। অনেক দর্শক বিপদে পড়তে পারতেন, অল্পের ওপর দিয়ে ঘটে গেছে। এ ধরনের বিপজ্জনক ও ভয়ংকর ঘটনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা : হঠাৎ প্যারাস্যুট থেকে কাউকে নামতে দেখে মনে হতে পারে কোনো প্যারাগ্লাইডার মাটিতে নামছেন! কিন্তু আসলে সেটি নয়। মিউনিখে কাল ফ্রান্স-জার্মানি ম্যাচ শুরুর আগে ম্যাক্স মেরিল নামে গ্রিনপিসের এক কর্মী প্যারাস্যুট থেকে মাঠে পড়ে যান। ভূপতিত হওয়ার পরেই দর্শকদের তোপের মুখে পড়েন ম্যাক্স। এতে অবশ্য আহত হয়েছেন দর্শকই। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে।
কাল ম্যাক্স যে প্যারাস্যুট নিয়ে মাঠে নেমেছিলেন, তাতে লেখা ছিল ‘কিক আউট অয়েল’, যেটা ছিল ইউরোর অন্যতম পৃষ্ঠপোষক জার্মানির গাড়ি কোম্পানি ভক্সওয়াগনের বিরুদ্ধে প্রতিবাদ। ভক্সওয়াগন যেন পেট্রল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করে, তার বিরুদ্ধে ছিল এই প্রতিবাদ। কাল ম্যাচ শুরুর আগে ড্রোন ক্যামেরার সঙ্গে ম্যাক্সের প্যারাস্যুটে পেঁচিয়ে মাটিতে পড়ে যান। তখনই মাঠে থাকা দর্শকদের সঙ্গে ধস্তাধস্তি হয় ম্যাক্সের। কিছু দর্শক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কোনোরকমে পালিয়ে বাঁচেন ম্যাক্স।
উয়েফা এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে। ইউরোপিয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কাল এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাপারটি আরও ভয়াবহ হতে পারত। অনেক দর্শক বিপদে পড়তে পারতেন, অল্পের ওপর দিয়ে ঘটে গেছে। এ ধরনের বিপজ্জনক ও ভয়ংকর ঘটনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৪ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৫ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৫ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৬ ঘণ্টা আগে