Ajker Patrika

ম্যাচের আগে প্যারাস্যুট কর্মীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ

আপডেট : ১৬ জুন ২০২১, ১৭: ১৬
ম্যাচের আগে প্যারাস্যুট কর্মীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ

ঢাকা : হঠাৎ প্যারাস্যুট থেকে কাউকে নামতে দেখে মনে হতে পারে কোনো প্যারাগ্লাইডার মাটিতে নামছেন! কিন্তু আসলে সেটি নয়। মিউনিখে কাল ফ্রান্স-জার্মানি ম্যাচ শুরুর আগে ম্যাক্স মেরিল নামে গ্রিনপিসের এক কর্মী প্যারাস্যুট থেকে মাঠে পড়ে যান। ভূপতিত হওয়ার পরেই দর্শকদের তোপের মুখে পড়েন ম্যাক্স। এতে অবশ্য আহত হয়েছেন দর্শকই। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে।

কাল ম্যাক্স যে প্যারাস্যুট নিয়ে মাঠে নেমেছিলেন, তাতে লেখা ছিল ‘কিক আউট অয়েল’, যেটা ছিল ইউরোর অন্যতম পৃষ্ঠপোষক জার্মানির গাড়ি কোম্পানি ভক্সওয়াগনের বিরুদ্ধে প্রতিবাদ। ভক্সওয়াগন যেন পেট্রল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করে, তার বিরুদ্ধে ছিল এই প্রতিবাদ। কাল ম্যাচ শুরুর আগে ড্রোন ক্যামেরার সঙ্গে ম্যাক্সের প্যারাস্যুটে পেঁচিয়ে মাটিতে পড়ে যান। তখনই মাঠে থাকা দর্শকদের সঙ্গে ধস্তাধস্তি হয় ম্যাক্সের। কিছু দর্শক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কোনোরকমে পালিয়ে বাঁচেন ম্যাক্স।

উয়েফা এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে। ইউরোপিয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কাল এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাপারটি আরও ভয়াবহ হতে পারত। অনেক দর্শক বিপদে পড়তে পারতেন, অল্পের ওপর দিয়ে ঘটে গেছে। এ ধরনের বিপজ্জনক ও ভয়ংকর ঘটনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত