প্রতিযোগিতামূলক ফুটবলে অনেক দিন পার করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, ২৫ বছর বয়সী এমবাপ্পে খেলছেন দুর্দান্ত। এই বয়সেই মোটা অঙ্কের টাকায় একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড।
এমবাপ্পের ক্লাব কেনা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়ানের গতকালের এক প্রতিবেদন অনুযায়ী, স্বদেশি এসএম কায়েন ক্লাব কিনতে তাঁর খরচ হবে ২ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ২৫৫ কোটি ৮ লাখ টাকা। এতে তিনি ক্লাবটির ৮০ শতাংশ মালিকানা পাবেন। ২০ শতাংশ মালিকানা পাবেন পিয়েলে অ্যান্টিন ক্যাপ্টন। ক্যাপ্টনের তাতে খরচ হবে ৫০ লাখ ইউরো (বাংলাদেশি ৬৩ কোটি ৭৬ লাখ টাকা)।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছেন ২০২৪ সালে। ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে ফরাসি ফরোয়ার্ডের। টাকার সঠিক অঙ্ক জানা না গেলেও দেশ বিদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১. ৫ কোটি ইউরো মৌসুম প্রতি পাবেন তিনি (বাংলাদেশি ১৯১ কোটি ৩০ লাখ টাকা)। পাশাপাশি ১০ কোটি ইউরো সাইনিং বোনাস পাবেন ৫ বছরে। বাংলাদেশি হিসেবে সেটি ১২৭৫ কোটি ৩১ লাখ টাকা। এরই মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁকে জমকালো উদযাপনের মাধ্যমে বরণও করা হয়েছে।
ক্লাব কিনলে এস এম কায়েন ক্লাবে এমবাপ্পে খেলতেও পারেন। যদিও নিজের কেনা ক্লাবে খেলবেন কি না, সেটা সময়ই বলে দেবে। নিজের ক্লাবে খেলার উদাহরণও রয়েছে। ২০১৭ সালে নিজের ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা। ফোনিক্স রাইজিং ক্লাবটি যুক্তরাষ্ট্রের ইউএসএল চ্যাম্পিয়নশিপে খেলে।
এস এম কায়েন ক্লাবের সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিল এমবাপ্পের। তাঁর পরিবারের চাওয়াও ছিল সেটা। তবে লিগ ওয়ান থেকে কায়েনের অবনমন হলে চুক্তি আর হয়নি। এমবাপ্পে এরপর চলে যান মোনাকোতে।
প্রতিযোগিতামূলক ফুটবলে অনেক দিন পার করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, ২৫ বছর বয়সী এমবাপ্পে খেলছেন দুর্দান্ত। এই বয়সেই মোটা অঙ্কের টাকায় একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড।
এমবাপ্পের ক্লাব কেনা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়ানের গতকালের এক প্রতিবেদন অনুযায়ী, স্বদেশি এসএম কায়েন ক্লাব কিনতে তাঁর খরচ হবে ২ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ২৫৫ কোটি ৮ লাখ টাকা। এতে তিনি ক্লাবটির ৮০ শতাংশ মালিকানা পাবেন। ২০ শতাংশ মালিকানা পাবেন পিয়েলে অ্যান্টিন ক্যাপ্টন। ক্যাপ্টনের তাতে খরচ হবে ৫০ লাখ ইউরো (বাংলাদেশি ৬৩ কোটি ৭৬ লাখ টাকা)।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছেন ২০২৪ সালে। ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে ফরাসি ফরোয়ার্ডের। টাকার সঠিক অঙ্ক জানা না গেলেও দেশ বিদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১. ৫ কোটি ইউরো মৌসুম প্রতি পাবেন তিনি (বাংলাদেশি ১৯১ কোটি ৩০ লাখ টাকা)। পাশাপাশি ১০ কোটি ইউরো সাইনিং বোনাস পাবেন ৫ বছরে। বাংলাদেশি হিসেবে সেটি ১২৭৫ কোটি ৩১ লাখ টাকা। এরই মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁকে জমকালো উদযাপনের মাধ্যমে বরণও করা হয়েছে।
ক্লাব কিনলে এস এম কায়েন ক্লাবে এমবাপ্পে খেলতেও পারেন। যদিও নিজের কেনা ক্লাবে খেলবেন কি না, সেটা সময়ই বলে দেবে। নিজের ক্লাবে খেলার উদাহরণও রয়েছে। ২০১৭ সালে নিজের ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা। ফোনিক্স রাইজিং ক্লাবটি যুক্তরাষ্ট্রের ইউএসএল চ্যাম্পিয়নশিপে খেলে।
এস এম কায়েন ক্লাবের সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিল এমবাপ্পের। তাঁর পরিবারের চাওয়াও ছিল সেটা। তবে লিগ ওয়ান থেকে কায়েনের অবনমন হলে চুক্তি আর হয়নি। এমবাপ্পে এরপর চলে যান মোনাকোতে।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪২ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে