আল হিলালের জার্সিতে কদিন আগেই স্মরণীয় এক অভিষেক হয় নেইমারের। গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি। এবার আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। গোল করার সুযোগ বারবার পেলেও তা কাজে লাগাতে পারেননি। তাঁর ব্যর্থতার দিনে এএফসি চ্যাম্পিয়নস লিগের শুরুতে কোনোমতে বেঁচে গেল আল হিলাল।
কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় আল হিলাল ও নাভবাহর। এ ম্যাচে আল হিলালের শুরুর একাদশে খেলেছেন নেইমার। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল হিলাল। ১৯ মিনিটে আল হিলালের মিডফিল্ডার সালমান আল ফরাজের শট প্রতিহত হয় নাভবাহরের রক্ষণ দেয়ালে। ১ মিনিট পরই নেইমারের ডান পায়ের শট আটকে দেন বিপক্ষ দলের ডিফেন্ডাররা। ৩০ মিনিটে নেইমারের শট আটকে দেন নাভবাহর গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। এরপর ৩৫ থেকে ৩৮ মিনিটের মাথায় আল হিলাল দুইবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। দুবারই অ্যাসিস্ট করেন নেইমার।
আল হিলালের মতো নাভবাহরও গোলের সম্ভাবনা জাগিয়েছিল। তবে কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো বিপক্ষ দলের রক্ষণভাগের দৃঢ়তায় কেউই গোল করতে পারেনি প্রথমার্ধে। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় নাভবাহর। ৫২ মিনিটে আবরোর ইসমাইলোভের অ্যাসিস্টে গোল করেন নাভবাহর ফরোয়ার্ড তোমা তাবাতেদজি। গোল হজম করার কয়েক মিনিট পরই হলুদ কার্ড দেখে আল হিলাল। ৬০ মিনিটে ফাউল করে হলুদ কার্ড পেয়েছেন নেইমার।
পিছিয়ে থাকার পর সমতায় ফিরতে মরিয়া ওঠে আল হিলাল। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। যার মধ্যে সৌদ আবদেলহামিদের অ্যাসিস্টে ৮৯ মিনিটে হেডে গোলের চেষ্টা করেন নেইমার। তবে তা বিপক্ষ দলের গোলরক্ষক ঠেকিয়ে দেন। আল হিলালের পরাজয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। এরপর একেবারে শেষ মুহূর্তে এসে সমতায় ফেরে সৌদি আরবের ক্লাবটি। অতিরিক্ত সময়ের ১০ মিনিটে মাইকেলের ক্রস থেকে হেডে গোল করেন আল হিলাল ডিফেন্ডার আলি আবদুলায়হি। ১-১ গোলে শেষ হয় আল হিলাল-নাভবাহর ম্যাচ। আল হিলাল ও নাভবাহর দুটো দলই গতকাল টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলেছে। তবে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুইয়ে আল হিলাল ও তিনে নাভবাহর। ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইরানের এফসি নাসসাজি মাজানদারান ক্লাব।
আল হিলালের জার্সিতে কদিন আগেই স্মরণীয় এক অভিষেক হয় নেইমারের। গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি। এবার আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। গোল করার সুযোগ বারবার পেলেও তা কাজে লাগাতে পারেননি। তাঁর ব্যর্থতার দিনে এএফসি চ্যাম্পিয়নস লিগের শুরুতে কোনোমতে বেঁচে গেল আল হিলাল।
কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় আল হিলাল ও নাভবাহর। এ ম্যাচে আল হিলালের শুরুর একাদশে খেলেছেন নেইমার। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল হিলাল। ১৯ মিনিটে আল হিলালের মিডফিল্ডার সালমান আল ফরাজের শট প্রতিহত হয় নাভবাহরের রক্ষণ দেয়ালে। ১ মিনিট পরই নেইমারের ডান পায়ের শট আটকে দেন বিপক্ষ দলের ডিফেন্ডাররা। ৩০ মিনিটে নেইমারের শট আটকে দেন নাভবাহর গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। এরপর ৩৫ থেকে ৩৮ মিনিটের মাথায় আল হিলাল দুইবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। দুবারই অ্যাসিস্ট করেন নেইমার।
আল হিলালের মতো নাভবাহরও গোলের সম্ভাবনা জাগিয়েছিল। তবে কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো বিপক্ষ দলের রক্ষণভাগের দৃঢ়তায় কেউই গোল করতে পারেনি প্রথমার্ধে। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় নাভবাহর। ৫২ মিনিটে আবরোর ইসমাইলোভের অ্যাসিস্টে গোল করেন নাভবাহর ফরোয়ার্ড তোমা তাবাতেদজি। গোল হজম করার কয়েক মিনিট পরই হলুদ কার্ড দেখে আল হিলাল। ৬০ মিনিটে ফাউল করে হলুদ কার্ড পেয়েছেন নেইমার।
পিছিয়ে থাকার পর সমতায় ফিরতে মরিয়া ওঠে আল হিলাল। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। যার মধ্যে সৌদ আবদেলহামিদের অ্যাসিস্টে ৮৯ মিনিটে হেডে গোলের চেষ্টা করেন নেইমার। তবে তা বিপক্ষ দলের গোলরক্ষক ঠেকিয়ে দেন। আল হিলালের পরাজয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। এরপর একেবারে শেষ মুহূর্তে এসে সমতায় ফেরে সৌদি আরবের ক্লাবটি। অতিরিক্ত সময়ের ১০ মিনিটে মাইকেলের ক্রস থেকে হেডে গোল করেন আল হিলাল ডিফেন্ডার আলি আবদুলায়হি। ১-১ গোলে শেষ হয় আল হিলাল-নাভবাহর ম্যাচ। আল হিলাল ও নাভবাহর দুটো দলই গতকাল টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলেছে। তবে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুইয়ে আল হিলাল ও তিনে নাভবাহর। ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইরানের এফসি নাসসাজি মাজানদারান ক্লাব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে