ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের ম্যাচ থাকলে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে আলোচনা না হয়ে তো কোনো উপায় নেই। কখনো বা তাঁর (ভিনি) সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অথবা নিজে কিছু করে ভাইরাল হয়ে যান তিনি। লাল কার্ড হজম করে ব্রাজিলের এই ফরোয়ার্ড এবার দিলেন রহস্যময় পোস্ট।
মেস্তায়া স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটি এ বছরের লা লিগার প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিভেস্কিকে আহত করে ভিনি দেখেছেন লাল কার্ড। অফিশিয়াল এক্স হ্যান্ডলে এরপর ভিনি লিখেছেন, ‘দুঃখিত এবং দলকে ধন্যবাদ।’ পোস্ট দেওয়ার পর বিজয়ীর ইমোজি ব্যবহার করেছেন ১৪টি।
ভিনির লাল কার্ড হজমের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ১৯ ম্যাচে ১৩ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৪৩ পয়েন্ট এখন রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। দুই ও চারে থাকা আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা দলগুলোর মধ্যে একমাত্র আতলেতিকো মাদ্রিদ ১৮ ম্যাচ। বাকি তিন দল ১৯টি করে ম্যাচ খেলেছে।
Perdon y gracias equipo!!!!!! ✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾
— Vini Jr. (@vinijr) January 3, 2025
ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচটা কম নাটকীয় হয়নি। ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগও এরপর পেয়েছিল রিয়াল। ৫৩ মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সের ভেতরে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিলে শটটি নেন জুড বেলিংহাম। তবে পোস্টে লাগিয়ে সমতায় ফেরার সহজ সুযোগ বেলিংহাম হাতছাড়া করেন। ভিনি যখন লাল কার্ড দেখেছেন, তখনও পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে রিয়াল।
শেষ অংশে গিয়েই রিয়াল মাদ্রিদের ম্যাজিক শুরু। বেলিংহামের অ্যাসিস্টে ৮৫ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান লুকা মদরিচ। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে জয়সূচক গোল করেন বেলিংহাম। মদরিচ ৮০ মিনিটে দানি সেবায়োসের পরিবর্তে মাঠে নেমেছেন।
রিয়াল মাদ্রিদের ম্যাচ থাকলে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে আলোচনা না হয়ে তো কোনো উপায় নেই। কখনো বা তাঁর (ভিনি) সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অথবা নিজে কিছু করে ভাইরাল হয়ে যান তিনি। লাল কার্ড হজম করে ব্রাজিলের এই ফরোয়ার্ড এবার দিলেন রহস্যময় পোস্ট।
মেস্তায়া স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটি এ বছরের লা লিগার প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিভেস্কিকে আহত করে ভিনি দেখেছেন লাল কার্ড। অফিশিয়াল এক্স হ্যান্ডলে এরপর ভিনি লিখেছেন, ‘দুঃখিত এবং দলকে ধন্যবাদ।’ পোস্ট দেওয়ার পর বিজয়ীর ইমোজি ব্যবহার করেছেন ১৪টি।
ভিনির লাল কার্ড হজমের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ১৯ ম্যাচে ১৩ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৪৩ পয়েন্ট এখন রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। দুই ও চারে থাকা আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা দলগুলোর মধ্যে একমাত্র আতলেতিকো মাদ্রিদ ১৮ ম্যাচ। বাকি তিন দল ১৯টি করে ম্যাচ খেলেছে।
Perdon y gracias equipo!!!!!! ✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾
— Vini Jr. (@vinijr) January 3, 2025
ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচটা কম নাটকীয় হয়নি। ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগও এরপর পেয়েছিল রিয়াল। ৫৩ মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সের ভেতরে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিলে শটটি নেন জুড বেলিংহাম। তবে পোস্টে লাগিয়ে সমতায় ফেরার সহজ সুযোগ বেলিংহাম হাতছাড়া করেন। ভিনি যখন লাল কার্ড দেখেছেন, তখনও পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে রিয়াল।
শেষ অংশে গিয়েই রিয়াল মাদ্রিদের ম্যাজিক শুরু। বেলিংহামের অ্যাসিস্টে ৮৫ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান লুকা মদরিচ। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে জয়সূচক গোল করেন বেলিংহাম। মদরিচ ৮০ মিনিটে দানি সেবায়োসের পরিবর্তে মাঠে নেমেছেন।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে