ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের ম্যাচ থাকলে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে আলোচনা না হয়ে তো কোনো উপায় নেই। কখনো বা তাঁর (ভিনি) সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অথবা নিজে কিছু করে ভাইরাল হয়ে যান তিনি। লাল কার্ড হজম করে ব্রাজিলের এই ফরোয়ার্ড এবার দিলেন রহস্যময় পোস্ট।
মেস্তায়া স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটি এ বছরের লা লিগার প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিভেস্কিকে আহত করে ভিনি দেখেছেন লাল কার্ড। অফিশিয়াল এক্স হ্যান্ডলে এরপর ভিনি লিখেছেন, ‘দুঃখিত এবং দলকে ধন্যবাদ।’ পোস্ট দেওয়ার পর বিজয়ীর ইমোজি ব্যবহার করেছেন ১৪টি।
ভিনির লাল কার্ড হজমের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ১৯ ম্যাচে ১৩ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৪৩ পয়েন্ট এখন রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। দুই ও চারে থাকা আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা দলগুলোর মধ্যে একমাত্র আতলেতিকো মাদ্রিদ ১৮ ম্যাচ। বাকি তিন দল ১৯টি করে ম্যাচ খেলেছে।
Perdon y gracias equipo!!!!!! ✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾
— Vini Jr. (@vinijr) January 3, 2025
ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচটা কম নাটকীয় হয়নি। ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগও এরপর পেয়েছিল রিয়াল। ৫৩ মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সের ভেতরে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিলে শটটি নেন জুড বেলিংহাম। তবে পোস্টে লাগিয়ে সমতায় ফেরার সহজ সুযোগ বেলিংহাম হাতছাড়া করেন। ভিনি যখন লাল কার্ড দেখেছেন, তখনও পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে রিয়াল।
শেষ অংশে গিয়েই রিয়াল মাদ্রিদের ম্যাজিক শুরু। বেলিংহামের অ্যাসিস্টে ৮৫ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান লুকা মদরিচ। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে জয়সূচক গোল করেন বেলিংহাম। মদরিচ ৮০ মিনিটে দানি সেবায়োসের পরিবর্তে মাঠে নেমেছেন।
রিয়াল মাদ্রিদের ম্যাচ থাকলে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে আলোচনা না হয়ে তো কোনো উপায় নেই। কখনো বা তাঁর (ভিনি) সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অথবা নিজে কিছু করে ভাইরাল হয়ে যান তিনি। লাল কার্ড হজম করে ব্রাজিলের এই ফরোয়ার্ড এবার দিলেন রহস্যময় পোস্ট।
মেস্তায়া স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটি এ বছরের লা লিগার প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিভেস্কিকে আহত করে ভিনি দেখেছেন লাল কার্ড। অফিশিয়াল এক্স হ্যান্ডলে এরপর ভিনি লিখেছেন, ‘দুঃখিত এবং দলকে ধন্যবাদ।’ পোস্ট দেওয়ার পর বিজয়ীর ইমোজি ব্যবহার করেছেন ১৪টি।
ভিনির লাল কার্ড হজমের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ১৯ ম্যাচে ১৩ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৪৩ পয়েন্ট এখন রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। দুই ও চারে থাকা আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা দলগুলোর মধ্যে একমাত্র আতলেতিকো মাদ্রিদ ১৮ ম্যাচ। বাকি তিন দল ১৯টি করে ম্যাচ খেলেছে।
Perdon y gracias equipo!!!!!! ✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾
— Vini Jr. (@vinijr) January 3, 2025
ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচটা কম নাটকীয় হয়নি। ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগও এরপর পেয়েছিল রিয়াল। ৫৩ মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সের ভেতরে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিলে শটটি নেন জুড বেলিংহাম। তবে পোস্টে লাগিয়ে সমতায় ফেরার সহজ সুযোগ বেলিংহাম হাতছাড়া করেন। ভিনি যখন লাল কার্ড দেখেছেন, তখনও পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে রিয়াল।
শেষ অংশে গিয়েই রিয়াল মাদ্রিদের ম্যাজিক শুরু। বেলিংহামের অ্যাসিস্টে ৮৫ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান লুকা মদরিচ। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে জয়সূচক গোল করেন বেলিংহাম। মদরিচ ৮০ মিনিটে দানি সেবায়োসের পরিবর্তে মাঠে নেমেছেন।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে