নিজের ৩৫ তম জন্মদিন পালন করতে গিয়ে হয়তো একটু বেশিই ক্লান্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। তাই বিশ্রাম নিতে নিতে এক ফাঁকে ঘুমিয়েও পড়লেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। মেসির অসময়ের লম্বা সময়ের ঘুমটা আবার পছন্দ হয়নি বন্ধু লুইস সুয়ারেজের।
স্পেনের ইবিজা সমুদ্র সৈকতের সান ফেরাদুরার বিলাসবহুল ম্যানসনে নিজের ৩৫ তম জন্মদিন পালন করেছেন মেসি। সান ফেরাদুরার এই ম্যানসনের সাপ্তাহিক ভাড়া ২ লাখ ৫০ হাজার পাউন্ড বা ২ কোটি ৮৫ লাখ টাকা! শুধু স্ত্রী-তিন সন্তানই নয়, জন্মদিনে মেসির সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ, সেস্ক ফ্যাব্রেগাস ও তাদের পরিবার।
প্রিয় মানুষদের সঙ্গে বেশ আনন্দের মাঝেই ২৪ জুন নিজের জন্মদিনের সময়টা পালন করেছেন মেসি। সেই মুহূর্তগুলো উঠে এসেছে আর্জেন্টাইন তারকার স্ত্রী আন্তোনেল্লে রোকুজ্জো, ফ্যাব্রেগাস ও সুয়ারেজের ইনস্টাগ্রাম পোস্টে। তেমনই এক পোস্ট শেয়ার বন্ধু মেসির সঙ্গে বেশ ভালোই মজা নিয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ।
সুয়ারেজের ছবিতে দেখা যাচ্ছে, কাউচে বেশ আরাম করেই ঘুমাচ্ছেন মেসি। সেই ছবির ক্যাপশনে সুয়ারেজ লিখেছেন, ‘তুমি খুব ক্লান্ত, তাই না? মেসি, রাত ৮টা বাজে। ওঠো!!’
বার্সেলোনা ছেড়ে দুই মৌসুম আগে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। অ্যাটলেটিকো ছেড়ে তাঁকে আগামী মৌসুমে দেখা যেতে পারে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের জার্সিতে। সুয়ারেজের এক মৌসুম পর বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন মেসি। বার্সায় থাকার সময় দুই তারকার প্রায় অর্ধ যুগের বন্ধুত্ব এখনো যে মজবুত সেটা বোঝা গেছে সুয়ারেজের ইনস্টা পোস্টে। শুধু সুয়ারেজই নন, শৈশবের বন্ধু-সাবেক বার্সা সতীর্থ ফ্যাব্রেগাসের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্কটা দারুণভাবে টিকিয়ে রেখেছেন মেসি।
নিজের ৩৫ তম জন্মদিন পালন করতে গিয়ে হয়তো একটু বেশিই ক্লান্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। তাই বিশ্রাম নিতে নিতে এক ফাঁকে ঘুমিয়েও পড়লেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। মেসির অসময়ের লম্বা সময়ের ঘুমটা আবার পছন্দ হয়নি বন্ধু লুইস সুয়ারেজের।
স্পেনের ইবিজা সমুদ্র সৈকতের সান ফেরাদুরার বিলাসবহুল ম্যানসনে নিজের ৩৫ তম জন্মদিন পালন করেছেন মেসি। সান ফেরাদুরার এই ম্যানসনের সাপ্তাহিক ভাড়া ২ লাখ ৫০ হাজার পাউন্ড বা ২ কোটি ৮৫ লাখ টাকা! শুধু স্ত্রী-তিন সন্তানই নয়, জন্মদিনে মেসির সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ, সেস্ক ফ্যাব্রেগাস ও তাদের পরিবার।
প্রিয় মানুষদের সঙ্গে বেশ আনন্দের মাঝেই ২৪ জুন নিজের জন্মদিনের সময়টা পালন করেছেন মেসি। সেই মুহূর্তগুলো উঠে এসেছে আর্জেন্টাইন তারকার স্ত্রী আন্তোনেল্লে রোকুজ্জো, ফ্যাব্রেগাস ও সুয়ারেজের ইনস্টাগ্রাম পোস্টে। তেমনই এক পোস্ট শেয়ার বন্ধু মেসির সঙ্গে বেশ ভালোই মজা নিয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ।
সুয়ারেজের ছবিতে দেখা যাচ্ছে, কাউচে বেশ আরাম করেই ঘুমাচ্ছেন মেসি। সেই ছবির ক্যাপশনে সুয়ারেজ লিখেছেন, ‘তুমি খুব ক্লান্ত, তাই না? মেসি, রাত ৮টা বাজে। ওঠো!!’
বার্সেলোনা ছেড়ে দুই মৌসুম আগে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। অ্যাটলেটিকো ছেড়ে তাঁকে আগামী মৌসুমে দেখা যেতে পারে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের জার্সিতে। সুয়ারেজের এক মৌসুম পর বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন মেসি। বার্সায় থাকার সময় দুই তারকার প্রায় অর্ধ যুগের বন্ধুত্ব এখনো যে মজবুত সেটা বোঝা গেছে সুয়ারেজের ইনস্টা পোস্টে। শুধু সুয়ারেজই নন, শৈশবের বন্ধু-সাবেক বার্সা সতীর্থ ফ্যাব্রেগাসের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্কটা দারুণভাবে টিকিয়ে রেখেছেন মেসি।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে