নিজের ৩৫ তম জন্মদিন পালন করতে গিয়ে হয়তো একটু বেশিই ক্লান্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। তাই বিশ্রাম নিতে নিতে এক ফাঁকে ঘুমিয়েও পড়লেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। মেসির অসময়ের লম্বা সময়ের ঘুমটা আবার পছন্দ হয়নি বন্ধু লুইস সুয়ারেজের।
স্পেনের ইবিজা সমুদ্র সৈকতের সান ফেরাদুরার বিলাসবহুল ম্যানসনে নিজের ৩৫ তম জন্মদিন পালন করেছেন মেসি। সান ফেরাদুরার এই ম্যানসনের সাপ্তাহিক ভাড়া ২ লাখ ৫০ হাজার পাউন্ড বা ২ কোটি ৮৫ লাখ টাকা! শুধু স্ত্রী-তিন সন্তানই নয়, জন্মদিনে মেসির সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ, সেস্ক ফ্যাব্রেগাস ও তাদের পরিবার।
প্রিয় মানুষদের সঙ্গে বেশ আনন্দের মাঝেই ২৪ জুন নিজের জন্মদিনের সময়টা পালন করেছেন মেসি। সেই মুহূর্তগুলো উঠে এসেছে আর্জেন্টাইন তারকার স্ত্রী আন্তোনেল্লে রোকুজ্জো, ফ্যাব্রেগাস ও সুয়ারেজের ইনস্টাগ্রাম পোস্টে। তেমনই এক পোস্ট শেয়ার বন্ধু মেসির সঙ্গে বেশ ভালোই মজা নিয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ।
সুয়ারেজের ছবিতে দেখা যাচ্ছে, কাউচে বেশ আরাম করেই ঘুমাচ্ছেন মেসি। সেই ছবির ক্যাপশনে সুয়ারেজ লিখেছেন, ‘তুমি খুব ক্লান্ত, তাই না? মেসি, রাত ৮টা বাজে। ওঠো!!’
বার্সেলোনা ছেড়ে দুই মৌসুম আগে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। অ্যাটলেটিকো ছেড়ে তাঁকে আগামী মৌসুমে দেখা যেতে পারে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের জার্সিতে। সুয়ারেজের এক মৌসুম পর বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন মেসি। বার্সায় থাকার সময় দুই তারকার প্রায় অর্ধ যুগের বন্ধুত্ব এখনো যে মজবুত সেটা বোঝা গেছে সুয়ারেজের ইনস্টা পোস্টে। শুধু সুয়ারেজই নন, শৈশবের বন্ধু-সাবেক বার্সা সতীর্থ ফ্যাব্রেগাসের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্কটা দারুণভাবে টিকিয়ে রেখেছেন মেসি।
নিজের ৩৫ তম জন্মদিন পালন করতে গিয়ে হয়তো একটু বেশিই ক্লান্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। তাই বিশ্রাম নিতে নিতে এক ফাঁকে ঘুমিয়েও পড়লেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। মেসির অসময়ের লম্বা সময়ের ঘুমটা আবার পছন্দ হয়নি বন্ধু লুইস সুয়ারেজের।
স্পেনের ইবিজা সমুদ্র সৈকতের সান ফেরাদুরার বিলাসবহুল ম্যানসনে নিজের ৩৫ তম জন্মদিন পালন করেছেন মেসি। সান ফেরাদুরার এই ম্যানসনের সাপ্তাহিক ভাড়া ২ লাখ ৫০ হাজার পাউন্ড বা ২ কোটি ৮৫ লাখ টাকা! শুধু স্ত্রী-তিন সন্তানই নয়, জন্মদিনে মেসির সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ, সেস্ক ফ্যাব্রেগাস ও তাদের পরিবার।
প্রিয় মানুষদের সঙ্গে বেশ আনন্দের মাঝেই ২৪ জুন নিজের জন্মদিনের সময়টা পালন করেছেন মেসি। সেই মুহূর্তগুলো উঠে এসেছে আর্জেন্টাইন তারকার স্ত্রী আন্তোনেল্লে রোকুজ্জো, ফ্যাব্রেগাস ও সুয়ারেজের ইনস্টাগ্রাম পোস্টে। তেমনই এক পোস্ট শেয়ার বন্ধু মেসির সঙ্গে বেশ ভালোই মজা নিয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ।
সুয়ারেজের ছবিতে দেখা যাচ্ছে, কাউচে বেশ আরাম করেই ঘুমাচ্ছেন মেসি। সেই ছবির ক্যাপশনে সুয়ারেজ লিখেছেন, ‘তুমি খুব ক্লান্ত, তাই না? মেসি, রাত ৮টা বাজে। ওঠো!!’
বার্সেলোনা ছেড়ে দুই মৌসুম আগে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। অ্যাটলেটিকো ছেড়ে তাঁকে আগামী মৌসুমে দেখা যেতে পারে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের জার্সিতে। সুয়ারেজের এক মৌসুম পর বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন মেসি। বার্সায় থাকার সময় দুই তারকার প্রায় অর্ধ যুগের বন্ধুত্ব এখনো যে মজবুত সেটা বোঝা গেছে সুয়ারেজের ইনস্টা পোস্টে। শুধু সুয়ারেজই নন, শৈশবের বন্ধু-সাবেক বার্সা সতীর্থ ফ্যাব্রেগাসের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্কটা দারুণভাবে টিকিয়ে রেখেছেন মেসি।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১০ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১০ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১২ ঘণ্টা আগে