টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে এসে যেন ঘোড়ার মতো ছুটছেন হ্যারি কেইন। মাঠে নামলে গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। গোলের বন্যায় রেকর্ড গড়ে ফেলেছেন ইংলিশ এই স্ট্রাইকার।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগায় কোলনকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ২০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন কেইন। যে গোলটা ইংলিশ এই স্ট্রাইকারের না হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কোলন গোলরক্ষককে ফাঁকি দিয়ে শট করেছিলেন এরিক ম্যাক্সিম ছুপো মোটিং। কোলন ডিফেন্ডার হুলিয়ান শ্যাবট সেই বল জালে জড়ানোর আগেই তা প্রতিহত করেছেন। এরপর ফিরতি শটে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন কেইন।
কোলনের বিপক্ষে গোল করে বেশ কিছু রেকর্ড গড়েছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে ১২ ম্যাচে করেছেন ১৮ গোল, যা বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল। এর আগে এই ২০২০-২১ মৌসুমে বায়ার্নের হয়ে প্রথম ১২ ম্যাচে রবার্ট লেভানডফস্কি করেন ১৫ গোল। একই সঙ্গে বুন্দেসলিগার কোনো নির্দিষ্ট মৌসুমে ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হলেন কেইন। এর আগে ২০১৯-২০ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৭ গোল করেন জ্যাডন সানচো। সানচোর সঙ্গে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় কেভিন কিগান। ১৯৭৮-৭৯ মৌসুমে হামবার্গার এফসির হয়ে ১৭ গোল করেন কিগান।
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০২০-২১; ১৫ গোল; রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ)
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে ইংলিশ ফুটবলারদের সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০১৯-২০; ১৭ গোল; জ্যাডন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড)
১৯৭৮-৭৯; ১৭ গোল; কেভিন কিগান (হামবার্গার এফসি)
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে এসে যেন ঘোড়ার মতো ছুটছেন হ্যারি কেইন। মাঠে নামলে গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। গোলের বন্যায় রেকর্ড গড়ে ফেলেছেন ইংলিশ এই স্ট্রাইকার।
রেইন এনার্জি স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগায় কোলনকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ২০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন কেইন। যে গোলটা ইংলিশ এই স্ট্রাইকারের না হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কোলন গোলরক্ষককে ফাঁকি দিয়ে শট করেছিলেন এরিক ম্যাক্সিম ছুপো মোটিং। কোলন ডিফেন্ডার হুলিয়ান শ্যাবট সেই বল জালে জড়ানোর আগেই তা প্রতিহত করেছেন। এরপর ফিরতি শটে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন কেইন।
কোলনের বিপক্ষে গোল করে বেশ কিছু রেকর্ড গড়েছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে ১২ ম্যাচে করেছেন ১৮ গোল, যা বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল। এর আগে এই ২০২০-২১ মৌসুমে বায়ার্নের হয়ে প্রথম ১২ ম্যাচে রবার্ট লেভানডফস্কি করেন ১৫ গোল। একই সঙ্গে বুন্দেসলিগার কোনো নির্দিষ্ট মৌসুমে ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হলেন কেইন। এর আগে ২০১৯-২০ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৭ গোল করেন জ্যাডন সানচো। সানচোর সঙ্গে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় কেভিন কিগান। ১৯৭৮-৭৯ মৌসুমে হামবার্গার এফসির হয়ে ১৭ গোল করেন কিগান।
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ১২ ম্যাচে সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০২০-২১; ১৫ গোল; রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ)
বুন্দেসলিগায় কোনো নির্দিষ্ট মৌসুমে ইংলিশ ফুটবলারদের সর্বোচ্চ গোল:
২০২৩-২৪; ১৮ গোল; হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
২০১৯-২০; ১৭ গোল; জ্যাডন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড)
১৯৭৮-৭৯; ১৭ গোল; কেভিন কিগান (হামবার্গার এফসি)
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৫ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩২ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে