সময় ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের। দলগুলোও স্কোয়াড ঘোষণা শুরু করেছে। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়ে ২১ সদস্যের দল ঘোষণা করেছে ডেনমার্ক।
বিশ্বকাপের দল সাধারণত ২৬ জনের হয়। সেখানে ড্যানিশদের প্রাথমিক দলের ২১ জন তো থাকছেনই, বাকি পাঁচজনের নাম ঘোষণা করা হবে ১৩ নভেম্বরের মধ্যে। কেননা বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন ১৩ নভেম্বর।
ডেনমার্কের কোচ কাসপার হুলমান্দ এই ব্যাপারে বলেন, ‘যেকোনো কিছু্ই হতে পারে। আমাদের অনেক খেলোয়াড়েরই দুটো করে ম্যাচ বাকি আছে। শেষ পাঁচটা জায়গার জন্য ১০-১২ জন খেলোয়াড়ের মধ্যে লড়াই হতে পারে।’
এবারের বিশ্বকাপে ডেনমার্ক পড়েছে ‘ডি’ গ্রুপে। ২২ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ড্যানিশদের বিশ্বকাপ মিশন শুরু হবে। ২৬ নভেম্বর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে তারা। আর ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে হুলমান্দের দল।
ডেনমার্কের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: কাসপার স্মাইকেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা বার্লিন)
ডিফেন্ডার: সিমন কিয়ার (এসি মিলান), হোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস) , হোয়াকিম মাহেলে (আতালান্তা), আন্দ্রেস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ত্রাবজোনসপোর), ভিক্টর নেলসন (গ্যালাতাসারে), ডেনিয়েল ওয়াস (ব্রন্ডবি)
মিডফিল্ডার: থমাস ডেলানি (সেভিয়া), মাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিস্টিয়ান এরিকসেন (ম্যানচেস্টার ইউনাইটেড), পিয়েরে এমিল হোজবার্গ (টটেনহাম)
ফরোয়ার্ড: আন্দ্রেস স্কয় ওলসেন (ক্লাব ব্রুগা), জেসপার লিন্ডস্ট্রম (আইনট্রাক্ট ফ্রাংকফুর্ট), আন্দ্রেস কর্নিলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রাথওয়েট (এসপানিওল), কাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ড্যামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভলফসবুর্গ)।
সময় ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের। দলগুলোও স্কোয়াড ঘোষণা শুরু করেছে। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়ে ২১ সদস্যের দল ঘোষণা করেছে ডেনমার্ক।
বিশ্বকাপের দল সাধারণত ২৬ জনের হয়। সেখানে ড্যানিশদের প্রাথমিক দলের ২১ জন তো থাকছেনই, বাকি পাঁচজনের নাম ঘোষণা করা হবে ১৩ নভেম্বরের মধ্যে। কেননা বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন ১৩ নভেম্বর।
ডেনমার্কের কোচ কাসপার হুলমান্দ এই ব্যাপারে বলেন, ‘যেকোনো কিছু্ই হতে পারে। আমাদের অনেক খেলোয়াড়েরই দুটো করে ম্যাচ বাকি আছে। শেষ পাঁচটা জায়গার জন্য ১০-১২ জন খেলোয়াড়ের মধ্যে লড়াই হতে পারে।’
এবারের বিশ্বকাপে ডেনমার্ক পড়েছে ‘ডি’ গ্রুপে। ২২ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ড্যানিশদের বিশ্বকাপ মিশন শুরু হবে। ২৬ নভেম্বর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে তারা। আর ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে হুলমান্দের দল।
ডেনমার্কের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: কাসপার স্মাইকেল (নিস), অলিভার ক্রিস্টেনসেন (হার্থা বার্লিন)
ডিফেন্ডার: সিমন কিয়ার (এসি মিলান), হোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস) , হোয়াকিম মাহেলে (আতালান্তা), আন্দ্রেস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমাস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস স্ট্রাইগার লারসেন (ত্রাবজোনসপোর), ভিক্টর নেলসন (গ্যালাতাসারে), ডেনিয়েল ওয়াস (ব্রন্ডবি)
মিডফিল্ডার: থমাস ডেলানি (সেভিয়া), মাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড), ক্রিস্টিয়ান এরিকসেন (ম্যানচেস্টার ইউনাইটেড), পিয়েরে এমিল হোজবার্গ (টটেনহাম)
ফরোয়ার্ড: আন্দ্রেস স্কয় ওলসেন (ক্লাব ব্রুগা), জেসপার লিন্ডস্ট্রম (আইনট্রাক্ট ফ্রাংকফুর্ট), আন্দ্রেস কর্নিলিয়াস (কোপেনহেগেন), মার্টিন ব্রাথওয়েট (এসপানিওল), কাসপার ডলবার্গ (সেভিয়া), মিকেল ড্যামসগার্ড (ব্রেন্টফোর্ড), জোনাস উইন্ড (ভলফসবুর্গ)।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে