Ajker Patrika

মায়ের জন্মদিনে রোনালদোর কৃতজ্ঞতা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ২১: ৩৯
মায়ের জন্মদিনে রোনালদোর কৃতজ্ঞতা

পর্তুগালের মাদেইরা অঞ্চলে শৈশব কেটেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। মা মারিয়া দোলোরেস দোস সান্তোস অ্যাভেইরো, আর বাবা জোসে দিনিস অ্যাভেইরো। ২০ বছর বয়সেই বাবাকে হারান এই পর্তুগিজ তারকা। এরপর থেকে মা তাঁর সার্বক্ষণিক সঙ্গী। মায়ের জন্মদিন তাই ভালোবাসা জানিয়ে স্মরণ করেছেন রোনালদো।

সেই শৈশব থেকে রোনালদোর পুরো দুনিয়া তাঁর মাকে ঘিরে। এক সাক্ষাৎকারে ছেলে সম্পর্কে মারিয়া বলেছিলেন, ‘রোনালদো আমার শক্তি। আমি তার মধ্যে আমাকে দেখতে পাই। সে যেখানেই খেলতে যায়, আমাকে ফোন করে। আমি মা হিসেবে তাকে সব সময় শুভকামনা জানাই।’ 

৬৭তম জন্মদিনে মা মারিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রোনালদো। এক আবেগঘন বার্তায় পৃথিবীর সেরা মা উল্লেখ করে পর্তুগিজ তারকা বলেছেন, ‘পৃথিবীর সেরা মাকে অনেক অভিনন্দন, একজন যোদ্ধা যিনি আমাকে কখনো হারতে শেখাননি। আমার ছেলেমেয়েরা এমন একজন দাদির স্বপ্নই তো দেখতে পারত। তোমাকে অনেক ভালোবাসি মা।’ 

শৈশব থেকে সব সময় রোনালদোকে সমর্থন দিয়েছেন তাঁর মা। ২০০২ সালের পরেই পর্তুগিজ তারকার জীবনের চিত্রনাট্য বদলাতে থাকে। সেই সময় রোনালদো মাকে চাকরি থেকে ইস্তফা দিয়ে লিসবনে চলে যেতে বলেন। এরপরের গল্পটা তো যেকোনো রূপকথার গল্পকেও হার মানাতে বাধ্য। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক ফুটবল তারকার উত্থান। 

বড় তারকা হলেও এখনো রোনালদোকে ছোটবেলার মতোই পরামর্শ দেন মারিয়া। ছেলেকে অর্থবিত্তের ভেতর হারিয়ে না যাওয়ার শিক্ষা দিয়েছেন তিনি। জীবনের কঠিন মুহূর্তটায়ও হার না মানার মন্ত্রটা মায়ের কাছ থেকেই দীক্ষা নিয়েছেন রোনালদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত