পর্তুগালের মাদেইরা অঞ্চলে শৈশব কেটেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। মা মারিয়া দোলোরেস দোস সান্তোস অ্যাভেইরো, আর বাবা জোসে দিনিস অ্যাভেইরো। ২০ বছর বয়সেই বাবাকে হারান এই পর্তুগিজ তারকা। এরপর থেকে মা তাঁর সার্বক্ষণিক সঙ্গী। মায়ের জন্মদিন তাই ভালোবাসা জানিয়ে স্মরণ করেছেন রোনালদো।
সেই শৈশব থেকে রোনালদোর পুরো দুনিয়া তাঁর মাকে ঘিরে। এক সাক্ষাৎকারে ছেলে সম্পর্কে মারিয়া বলেছিলেন, ‘রোনালদো আমার শক্তি। আমি তার মধ্যে আমাকে দেখতে পাই। সে যেখানেই খেলতে যায়, আমাকে ফোন করে। আমি মা হিসেবে তাকে সব সময় শুভকামনা জানাই।’
৬৭তম জন্মদিনে মা মারিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রোনালদো। এক আবেগঘন বার্তায় পৃথিবীর সেরা মা উল্লেখ করে পর্তুগিজ তারকা বলেছেন, ‘পৃথিবীর সেরা মাকে অনেক অভিনন্দন, একজন যোদ্ধা যিনি আমাকে কখনো হারতে শেখাননি। আমার ছেলেমেয়েরা এমন একজন দাদির স্বপ্নই তো দেখতে পারত। তোমাকে অনেক ভালোবাসি মা।’
শৈশব থেকে সব সময় রোনালদোকে সমর্থন দিয়েছেন তাঁর মা। ২০০২ সালের পরেই পর্তুগিজ তারকার জীবনের চিত্রনাট্য বদলাতে থাকে। সেই সময় রোনালদো মাকে চাকরি থেকে ইস্তফা দিয়ে লিসবনে চলে যেতে বলেন। এরপরের গল্পটা তো যেকোনো রূপকথার গল্পকেও হার মানাতে বাধ্য। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক ফুটবল তারকার উত্থান।
বড় তারকা হলেও এখনো রোনালদোকে ছোটবেলার মতোই পরামর্শ দেন মারিয়া। ছেলেকে অর্থবিত্তের ভেতর হারিয়ে না যাওয়ার শিক্ষা দিয়েছেন তিনি। জীবনের কঠিন মুহূর্তটায়ও হার না মানার মন্ত্রটা মায়ের কাছ থেকেই দীক্ষা নিয়েছেন রোনালদো।
পর্তুগালের মাদেইরা অঞ্চলে শৈশব কেটেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। মা মারিয়া দোলোরেস দোস সান্তোস অ্যাভেইরো, আর বাবা জোসে দিনিস অ্যাভেইরো। ২০ বছর বয়সেই বাবাকে হারান এই পর্তুগিজ তারকা। এরপর থেকে মা তাঁর সার্বক্ষণিক সঙ্গী। মায়ের জন্মদিন তাই ভালোবাসা জানিয়ে স্মরণ করেছেন রোনালদো।
সেই শৈশব থেকে রোনালদোর পুরো দুনিয়া তাঁর মাকে ঘিরে। এক সাক্ষাৎকারে ছেলে সম্পর্কে মারিয়া বলেছিলেন, ‘রোনালদো আমার শক্তি। আমি তার মধ্যে আমাকে দেখতে পাই। সে যেখানেই খেলতে যায়, আমাকে ফোন করে। আমি মা হিসেবে তাকে সব সময় শুভকামনা জানাই।’
৬৭তম জন্মদিনে মা মারিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রোনালদো। এক আবেগঘন বার্তায় পৃথিবীর সেরা মা উল্লেখ করে পর্তুগিজ তারকা বলেছেন, ‘পৃথিবীর সেরা মাকে অনেক অভিনন্দন, একজন যোদ্ধা যিনি আমাকে কখনো হারতে শেখাননি। আমার ছেলেমেয়েরা এমন একজন দাদির স্বপ্নই তো দেখতে পারত। তোমাকে অনেক ভালোবাসি মা।’
শৈশব থেকে সব সময় রোনালদোকে সমর্থন দিয়েছেন তাঁর মা। ২০০২ সালের পরেই পর্তুগিজ তারকার জীবনের চিত্রনাট্য বদলাতে থাকে। সেই সময় রোনালদো মাকে চাকরি থেকে ইস্তফা দিয়ে লিসবনে চলে যেতে বলেন। এরপরের গল্পটা তো যেকোনো রূপকথার গল্পকেও হার মানাতে বাধ্য। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক ফুটবল তারকার উত্থান।
বড় তারকা হলেও এখনো রোনালদোকে ছোটবেলার মতোই পরামর্শ দেন মারিয়া। ছেলেকে অর্থবিত্তের ভেতর হারিয়ে না যাওয়ার শিক্ষা দিয়েছেন তিনি। জীবনের কঠিন মুহূর্তটায়ও হার না মানার মন্ত্রটা মায়ের কাছ থেকেই দীক্ষা নিয়েছেন রোনালদো।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩২ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে