কিছুদিন আগে গুঞ্জন বের হয় ইউরোপিয়ান ফুটবলের বিখ্যাত ‘সুপার এজেন্ট’ মিনো রাইওলা মারা গেছেন। ৪৮ ঘণ্টার ব্যবধানে গুঞ্জনকে সত্যি সত্যিই ওপারে চলে যান ইতালিয়ান এজেন্ট। তিনি সাধারণ কোনো এজেন্ট নন। আট-দশটা এজেন্টের সঙ্গে তার পার্থক্য হচ্ছে, তিনি যে প্রকল্পে হাত দেন সেখানেই সফল হয়ে থাকেন।
জ্লাতান ইব্রাহিমোভিচ, রোমেলু লুকাকু, পল পগবা, মারিও বালোতেল্লি, জিয়ানলুইজি দোন্নারুমা, ম্যাত্থিস ডি লিখট, লরেন্স ইনসিনিয়ে, মার্কো ভেরাত্তি, আর্লিং হালান্ডের মতো ফুটবলারদের এজেন্ট রাইওলা। তাঁর মতো এক সঙ্গে এত খেলোয়াড়ের দলবদলের দায়িত্বে নেই আর কোনো এজেন্ট। এ জন্যই রাইওলা 'সুপার এজেন্ট'। গত ৩০ এপ্রিল মারা যান তিনি।
দলবদলের ‘গড ফাদার’ খ্যাত এই রাইওলা প্রয়াত হওয়ার পরও পাচ্ছেন অবিশ্বাস্য অঙ্ক। বিশেষ করে হালান্ডের দলবদলের কারণে। মৌসুম শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন নরওয়েজন স্ট্রাইকার। আজ-কালের মধ্যে তাঁর রিলিজ ক্লজের ৭৫ মিলিয়ন ইউরো পরিশোধ করবে ইংলিশ ক্লাবটি।
কিন্তু হালান্ডকে দলে টানতে সব মিলিয়ে সিটির খরচ হচ্ছে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো। এখান থেকে বড় একটা অংশ কমিশন পাবেন প্রয়াত রাইওয়ালা। অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হালান্ডের দলবদলের কারণে ৫০ মিলিয়ন মিলিয়ন ইউরো পাবে ইতালিয়ান এজেন্টের প্রতিষ্ঠান। ৩০ মিলিয়ন যাবে হালান্ডের বাবা আলফি হালান্ডের পকেটে।
রাইওয়ালার প্রতিষ্ঠানকে বরুসিয়া ডর্টমুন্ড দেবে ১০ এবং সিটি দেবে ৪০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা সাড়ে চার শ কোটি টাকারও বেশি কমিশন পাবেন সুপার এজেন্ট। আর হালান্ডের বাবাকে দেওয়া হবে প্রায় ২৭৫ কোটি টাকা।
কিছুদিন আগে গুঞ্জন বের হয় ইউরোপিয়ান ফুটবলের বিখ্যাত ‘সুপার এজেন্ট’ মিনো রাইওলা মারা গেছেন। ৪৮ ঘণ্টার ব্যবধানে গুঞ্জনকে সত্যি সত্যিই ওপারে চলে যান ইতালিয়ান এজেন্ট। তিনি সাধারণ কোনো এজেন্ট নন। আট-দশটা এজেন্টের সঙ্গে তার পার্থক্য হচ্ছে, তিনি যে প্রকল্পে হাত দেন সেখানেই সফল হয়ে থাকেন।
জ্লাতান ইব্রাহিমোভিচ, রোমেলু লুকাকু, পল পগবা, মারিও বালোতেল্লি, জিয়ানলুইজি দোন্নারুমা, ম্যাত্থিস ডি লিখট, লরেন্স ইনসিনিয়ে, মার্কো ভেরাত্তি, আর্লিং হালান্ডের মতো ফুটবলারদের এজেন্ট রাইওলা। তাঁর মতো এক সঙ্গে এত খেলোয়াড়ের দলবদলের দায়িত্বে নেই আর কোনো এজেন্ট। এ জন্যই রাইওলা 'সুপার এজেন্ট'। গত ৩০ এপ্রিল মারা যান তিনি।
দলবদলের ‘গড ফাদার’ খ্যাত এই রাইওলা প্রয়াত হওয়ার পরও পাচ্ছেন অবিশ্বাস্য অঙ্ক। বিশেষ করে হালান্ডের দলবদলের কারণে। মৌসুম শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন নরওয়েজন স্ট্রাইকার। আজ-কালের মধ্যে তাঁর রিলিজ ক্লজের ৭৫ মিলিয়ন ইউরো পরিশোধ করবে ইংলিশ ক্লাবটি।
কিন্তু হালান্ডকে দলে টানতে সব মিলিয়ে সিটির খরচ হচ্ছে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো। এখান থেকে বড় একটা অংশ কমিশন পাবেন প্রয়াত রাইওয়ালা। অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হালান্ডের দলবদলের কারণে ৫০ মিলিয়ন মিলিয়ন ইউরো পাবে ইতালিয়ান এজেন্টের প্রতিষ্ঠান। ৩০ মিলিয়ন যাবে হালান্ডের বাবা আলফি হালান্ডের পকেটে।
রাইওয়ালার প্রতিষ্ঠানকে বরুসিয়া ডর্টমুন্ড দেবে ১০ এবং সিটি দেবে ৪০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা সাড়ে চার শ কোটি টাকারও বেশি কমিশন পাবেন সুপার এজেন্ট। আর হালান্ডের বাবাকে দেওয়া হবে প্রায় ২৭৫ কোটি টাকা।
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ নেমেছে ধবলধোলাই এড়ানোর মিশনে।
২৫ মিনিট আগেরোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিরাট কোহলি ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) ক্রিকেটের রাজকীয় সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন। কোহলির সিদ্ধান্ত ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জড়িয়ে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
২ ঘণ্টা আগেবাংলাদেশে টেলিভিশন চ্যানেলে দেখা যায় না লা লিগার কোনো ম্যাচ। সেক্ষেত্রে আজ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই দেখার কোনো উপায় নেই। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে এল ক্লাসিকো। তবে মোবাইলে বেশ কয়েকটি স্ট্রিমিং অ্যাপে দেখা যাবে খেলা। সেজন্য ডাউনলোড করতে হবে স্পোর্টজফাই অ্যাপ...
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেটও। আইপিএল, পিএসএল শেষভাগে এসে স্থগিত হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কারণে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় হতাশ নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল।
৩ ঘণ্টা আগে