Ajker Patrika

সতীর্থের চোখে কোনো তর্ক ছাড়াই মেসি সর্বকালের সেরা 

সতীর্থের চোখে কোনো তর্ক ছাড়াই মেসি সর্বকালের সেরা 

লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। এ নিয়ে কারওর দ্বিমত থাকার কথা নয়। 

তবে সর্বকালের সেরার প্রশ্নে সেই সুযোগ নেই। সময়ের সেরার প্রশ্নেই তো মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
 
কিন্তু মেসির ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ আন্দের হেরেরা অন্যের কথার কিংবা এত সব সমীকরণের ধার ধারেন না। তাঁর কাছে কোনো তর্ক ছাড়াই মেসি সর্বকালের সেরা ফুটবলার। 

মেসি পিএসজিতে আসার পর ফরাসি জায়ান্টরা এক লিগ ওয়ান শিরোপা ছাড়া কিছুই জিততে পারেনি। আর্জেন্টাইন মহাতারকা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, নতুন ঠিকানায় এসে কী প্রভাব ফেললেন। 

সতীর্থ হেরেরা বিষয়টি দেখছেন অন্যভাবে। ৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মনে করেন, এক মৌসুম দিয়ে মেসিকে বিচার করা যাবে না। তাঁর মতে, গোলসংখ্যা দিয়েও মেসিকে মূল্যায়ন করা যথাযথ হবে না।

গত মৌসুমে মেসির অনেকগুলো শট গোলপোস্টে লেগেছে। সেগুলো বার না কাঁপিয়ে জাল কাঁপালে পারফরম্যান্সের গ্রাফ অন্যরকম দেখাত বলে মত হেরেরার, ‘সবাই মেসির কাছ থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। না পারলেই সমালোচনা করে।’ 

হেরেরা আরও বলেছেন, ‘ভুলে গেলে চলবে না মেসির ১০টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে। সেগুলো যদি গোল হতো তাহলে তাঁর মৌসুমটা খুব ভালো দেখাত। আমার কাছে কোনো তর্ক ছাড়াই সে সর্বকালের সেরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত