লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। এ নিয়ে কারওর দ্বিমত থাকার কথা নয়।
তবে সর্বকালের সেরার প্রশ্নে সেই সুযোগ নেই। সময়ের সেরার প্রশ্নেই তো মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু মেসির ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ আন্দের হেরেরা অন্যের কথার কিংবা এত সব সমীকরণের ধার ধারেন না। তাঁর কাছে কোনো তর্ক ছাড়াই মেসি সর্বকালের সেরা ফুটবলার।
মেসি পিএসজিতে আসার পর ফরাসি জায়ান্টরা এক লিগ ওয়ান শিরোপা ছাড়া কিছুই জিততে পারেনি। আর্জেন্টাইন মহাতারকা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, নতুন ঠিকানায় এসে কী প্রভাব ফেললেন।
সতীর্থ হেরেরা বিষয়টি দেখছেন অন্যভাবে। ৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মনে করেন, এক মৌসুম দিয়ে মেসিকে বিচার করা যাবে না। তাঁর মতে, গোলসংখ্যা দিয়েও মেসিকে মূল্যায়ন করা যথাযথ হবে না।
গত মৌসুমে মেসির অনেকগুলো শট গোলপোস্টে লেগেছে। সেগুলো বার না কাঁপিয়ে জাল কাঁপালে পারফরম্যান্সের গ্রাফ অন্যরকম দেখাত বলে মত হেরেরার, ‘সবাই মেসির কাছ থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। না পারলেই সমালোচনা করে।’
হেরেরা আরও বলেছেন, ‘ভুলে গেলে চলবে না মেসির ১০টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে। সেগুলো যদি গোল হতো তাহলে তাঁর মৌসুমটা খুব ভালো দেখাত। আমার কাছে কোনো তর্ক ছাড়াই সে সর্বকালের সেরা।’
লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। এ নিয়ে কারওর দ্বিমত থাকার কথা নয়।
তবে সর্বকালের সেরার প্রশ্নে সেই সুযোগ নেই। সময়ের সেরার প্রশ্নেই তো মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু মেসির ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ আন্দের হেরেরা অন্যের কথার কিংবা এত সব সমীকরণের ধার ধারেন না। তাঁর কাছে কোনো তর্ক ছাড়াই মেসি সর্বকালের সেরা ফুটবলার।
মেসি পিএসজিতে আসার পর ফরাসি জায়ান্টরা এক লিগ ওয়ান শিরোপা ছাড়া কিছুই জিততে পারেনি। আর্জেন্টাইন মহাতারকা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, নতুন ঠিকানায় এসে কী প্রভাব ফেললেন।
সতীর্থ হেরেরা বিষয়টি দেখছেন অন্যভাবে। ৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মনে করেন, এক মৌসুম দিয়ে মেসিকে বিচার করা যাবে না। তাঁর মতে, গোলসংখ্যা দিয়েও মেসিকে মূল্যায়ন করা যথাযথ হবে না।
গত মৌসুমে মেসির অনেকগুলো শট গোলপোস্টে লেগেছে। সেগুলো বার না কাঁপিয়ে জাল কাঁপালে পারফরম্যান্সের গ্রাফ অন্যরকম দেখাত বলে মত হেরেরার, ‘সবাই মেসির কাছ থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। না পারলেই সমালোচনা করে।’
হেরেরা আরও বলেছেন, ‘ভুলে গেলে চলবে না মেসির ১০টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে। সেগুলো যদি গোল হতো তাহলে তাঁর মৌসুমটা খুব ভালো দেখাত। আমার কাছে কোনো তর্ক ছাড়াই সে সর্বকালের সেরা।’
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
১ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৬ ঘণ্টা আগে