Ajker Patrika

কেন অমন উদ্‌যাপন করেছিলেন মার্তিনেজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৩: ৫০
কেন অমন উদ্‌যাপন করেছিলেন মার্তিনেজ

কাতার বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে দুই দিন আগেই। তার পরও রয়ে গেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ রেশ, যেখানে হাস্যকর এক উদ্‌যাপন করে আলোচনা এখনো জিইয়ে রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষক এবার জানালেন সেই উদ্‌যাপনের কারণ।

লুসাইলে গত পরশু ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয়  ফ্রান্স-আর্জেন্টিনা। টাইব্রেকারে মার্তিনেজের নৈপুণ্যে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আলবিসেলেস্তেরা। গোটা টুর্নামেন্টে আর্জেন্টিনার গোলপোস্টে ‘চীনের মহাপ্রাচীর’ হিসেবে দাঁড়িয়ে থাকায় গোল্ডেন গ্লাভসের পুরস্কার জিতেছেন এই গোলরক্ষক। গোল্ডেন গ্লাভসের পুরস্কার জেতার পর তা গোপানাঙ্গের কাছে ধরে উদ্‌যাপন করেন তিনি, যা নিয়ে সামাজিক মাধ্যমে অনেক আলোচনা হয়েছিল। এবার আর্জেন্টিনার গোলরক্ষক বললেন, ‘আমি ইচ্ছে করে অমন উদ্‌যাপন করেছিলাম, কারণ ফরাসিরা আমাকে দুয়োধ্বনি দিয়েছিল। অহংকার করাটা ঠিক আমার সঙ্গে যায় না।’

বিশ্বকাপ জয় করার স্বপ্ন নিয়ে কাতারে এসেছিলেন মার্তিনেজ। চ্যাম্পিয়ন হয়ে তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে তিনি জানিয়েছেন। আর্জেন্টাইন এই গোলরক্ষক বলেন,  ‘আমি যা স্বপ্ন দেখেছিলাম, তাই অর্জন করতে পেরেছি। আমি ভাষা হারিয়ে ফেলেছি। পেনাল্টি শ্যুটআউটের সময় আমি মাথা ঠান্ডা রেখেছিলাম। আমরা যা চেয়েছি, সবকিছু সেভাবেই হয়েছে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত