ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তার মূল ক্রীড়নকই অগণিত ভক্ত-সমর্থক। খেলাটির উত্তেজনা জারি রাখতে তাদের অবদান সবচেয়ে বেশি। আবার কখনো কখনো এই ভক্তরাই ফুটবলের জন্য বড় হুমকি হয়ে ওঠে। তারা পরিণত হয় পাগল কিংবা উগ্র ভক্তে।
তবে আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে (প্রিমেরা ডিভিশন) গতকাল আলদোসিভি ক্লাবের সমর্থকেরা যা করেছেন, তা বর্বরতার চেয়ে কম নয়। ম্যাচে গোদোই ক্রুজের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় আলদোসিভির অবনমন প্রায় নিশ্চিত হয়ে গেছে। এতে আলদোসিভির ক্ষুব্ধ সমর্থকেরা খেলোয়াড় ও কোচিং স্টাফদের গাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছেন। পুড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে চারটি ছিল ফুটবলারদের এবং প্রত্যেকটি নামীদামি ব্র্যান্ডের।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘ওলে’ জানিয়েছে, মেন্দোজায় অনুষ্ঠিত ম্যাচটিতে আলদোসিভির হারের পর কিছু উন্মাদ সমর্থক গুলি ছুড়তে ছুড়তে গাড়ি পার্কিংয়ের স্থানে যায়। ক্লাবের কর্মী ও নিরাপত্তারক্ষীরা ওই সময় ভয়ে কিছুই করতে পারেনি। পরে পুলিশে খবর দেওয়া হলে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
ন্যক্কারজনক এ ঘটনার পেছনে আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী ‘বারা ব্রাভা’কে দায়ী করা হচ্ছে। সমর্থকদের এমন আচরণে নিন্দা জানিয়েছে আলদোসিভি কর্তৃপক্ষ।
ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তার মূল ক্রীড়নকই অগণিত ভক্ত-সমর্থক। খেলাটির উত্তেজনা জারি রাখতে তাদের অবদান সবচেয়ে বেশি। আবার কখনো কখনো এই ভক্তরাই ফুটবলের জন্য বড় হুমকি হয়ে ওঠে। তারা পরিণত হয় পাগল কিংবা উগ্র ভক্তে।
তবে আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে (প্রিমেরা ডিভিশন) গতকাল আলদোসিভি ক্লাবের সমর্থকেরা যা করেছেন, তা বর্বরতার চেয়ে কম নয়। ম্যাচে গোদোই ক্রুজের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় আলদোসিভির অবনমন প্রায় নিশ্চিত হয়ে গেছে। এতে আলদোসিভির ক্ষুব্ধ সমর্থকেরা খেলোয়াড় ও কোচিং স্টাফদের গাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছেন। পুড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে চারটি ছিল ফুটবলারদের এবং প্রত্যেকটি নামীদামি ব্র্যান্ডের।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘ওলে’ জানিয়েছে, মেন্দোজায় অনুষ্ঠিত ম্যাচটিতে আলদোসিভির হারের পর কিছু উন্মাদ সমর্থক গুলি ছুড়তে ছুড়তে গাড়ি পার্কিংয়ের স্থানে যায়। ক্লাবের কর্মী ও নিরাপত্তারক্ষীরা ওই সময় ভয়ে কিছুই করতে পারেনি। পরে পুলিশে খবর দেওয়া হলে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
ন্যক্কারজনক এ ঘটনার পেছনে আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী ‘বারা ব্রাভা’কে দায়ী করা হচ্ছে। সমর্থকদের এমন আচরণে নিন্দা জানিয়েছে আলদোসিভি কর্তৃপক্ষ।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৭ ঘণ্টা আগে