Ajker Patrika

আগামী মৌসুমেও লিভারপুলেই থাকছেন সালাহ

আপডেট : ২৬ মে ২০২২, ১২: ৪৬
আগামী মৌসুমেও লিভারপুলেই থাকছেন সালাহ

লিভারপুল ভক্তদের দারুণ এক সুখবর দিলেন মোহামেদ সালাহ। তিনি নিজেই নিশ্চিত করেছেন, আগামী মৌসুমেও তিনি লিভারপুলেই থাকছেন। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে অলরেডদের চুক্তিও অবশ্য আগামী মৌসুম পর্যন্ত। এরপর ফ্রি এজেন্ট হিসেবে যেকোনো ক্লাবেই তিনি যোগ দিতে পারবেন।

এর আগ পর্যন্ত সালাহর ভাবনাজুড়ে শুধুই লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে  সালাহ বলেন, ‘আমি শুধু দলের প্রতি মনোযোগ দিচ্ছি এবং আমার চুক্তি নিয়ে কথা বলতে চাই না। তবে নিশ্চিতভাবে পরের মৌসুমে থাকব। মানসিকভাবে এই মুহূর্তে চুক্তির বিষয় নিয়ে ভাবছি না।  আমি স্বার্থপর হতে চাই না। এটা আমাদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ। আমি আবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই।’

২০১৬-১৭ মৌসুমে রোমা থেকে লিভারপুলে এসেছিলেন সালাহ। এই ক্লাবেই নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। তাঁর সময়ে লিভারপুল  জিতেছে একাধিক শিরোপা। এই মৌসুমটাও দারুণ যাচ্ছে সালাহদের। ১ পয়েন্টের জন্য প্রিমিয়ার  লিগ শিরোপা হাতছাড়া হলেও চ্যাম্পিয়নস লিগে জেতার আশা এখনো টিকে আছে। এর মধ্যে লিগ কাপ ও এফএ কাপ শিরোপাও ঘরে তুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত