Ajker Patrika

কী ফুটিয়ে তোলা হয়েছে হামজা-জামালদের নতুন হোম জার্সিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের হোম জার্সিতে অধিনায়ক জামাল ভূঁইয়া, তপু বর্মন ও তারিক কাজী। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশের হোম জার্সিতে অধিনায়ক জামাল ভূঁইয়া, তপু বর্মন ও তারিক কাজী। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের কিট পৃষ্ঠপোষক ‘দৌড়’।

সাদা রঙ বরাবরই ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে। দৌড়ও সেটাই তুলে ধরার চেষ্টা করেছে। জার্সির দুই পাশে গাঢ় সবুজ রঙ ব্যবহার করা হয়েছে। হাতার ওপর থাকা সবুজ প্যাটার্নে ফুটে উঠেছে নকশিকাঁথা ও পাট শিল্পের ছাপ। গলার চারপাশে দেওয়া হয়েছে লাল রঙের বর্ডার। পেছনে সবুজ রঙয়ে ছোট করে আঁকা হয়েছে বাংলাদেশের মানচিত্র।

হোম জার্সি সাদা রঙয়ের করার পেছনে আজকের পত্রিকাকে বাফুফের বিপণন কমিটির প্রধান ফাহাদ করিম বলেন, ‘লাল ও সবুজ দুটোই গাঢ়ো রংয়ের। ফিফার নীতিমালা অনুযায়ী, একটি যদি গাঢ়ো হয়, তাহলে আরেকটি হালকা রংয়ের হতে হবে। যেহেতু লাল আমরা অ্যাওয়েতে পড়েছি। তাই হোম জার্সি আমরা সবুজ করতে পারিনি। তবে আমাদের পতাকার রংটা সামান্য করে রেখেছি।’

এর আগে অ্যাওয়ে জার্সিতে বাংলাদেশের সার্বিক পরিচয়কে ফুটিয়ে তোলা হয়েছে। দেশের মূল উপাদানসমূহ—বাংলাদেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুলকে অর্থবহ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত