এবারের মৌসুমের শুরু থেকে ছন্দহীন লিভারপুল ও চেলসি। সেই চিত্র পাওয়া গেছে অ্যানফিল্ডেও। ৯০ মিনিট লড়াই করেও কোনো দল গোল করতে পারেনি।
দলবদলে একের পর এক ফুটবলার ভিড়িয়েও দল হয়ে উঠতে পারছে না চেলসি। টানা তিন ম্যাচ হারের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পাওয়ার পর আজ ড্র করল। অন্যদিকে টানা তিন ম্যাচ জয়হীন রইল স্বাগতিকেরা। শেষ দুই ম্যাচে হেরে যাওয়া দলটি নিজেদের মাঠের সুবিধাটা নিতে পারল না।
নিজেদের শক্তি আর সামর্থ্যের জন্যই লিভারপুল-চেলসি ম্যাচের প্রতি দর্শকদের আগ্রহ বেশ ভালোই ছিল। সে আশার পারদও চূড়ায় উঠে গিয়েছিল ম্যাচের চার মিনিটেই চেলসির হয়ে কাই হাভার্টজের গোলে। কিন্তু অফসাইডের ফাঁদে গোলটি বাদ পড়ায় ম্যাচ স্বাভাবিক পথেই গড়ায়। প্রথমার্ধে তাই দুই দলই চেষ্টা করেছে গোল করার। তবে সে আশা পূরণ হয়নি কারওরই।
দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে অভিষেক হয় নতুন আসা মিখাইলো মুদ্রিকের। মাঠে নেমেই বেশ কিছু সুযোগও তৈরি করেছিলেন এই ইউক্রেনীয় নেইমার। কিন্তু সতীর্থদের মিসের মহড়ায় গোলের দেখা পায়নি চেলসি।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড থেকে জয় না পেলেও আবারো যে পরাজয়ের দেখা পায়নি এতেই সন্তুষ্ট বলে জানিয়েছেন ম্যাসন মাউন্ট। চেলসির এই ফরোয়ার্ড বলেছেন, ‘এখানে (অ্যানফিল্ডে) পরিস্থিতি কঠিন হবে আমরা জানতাম। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। অনেক সুযোগ তৈরি করেছি আমরা।’
চোটের কারণে একাদশের বেশ কিছু ফুটবলার দলের বাইরে থাকায় দলের অবস্থা ভালো নয় লিভারপুলের। এমন কঠিন সময়ে চেলসির মতো দলের বিপক্ষে ড্রও যে ভালো ফল জানিয়েছেন জেমস মিলনার। লিভারপুল অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব ভালো খেলিনি যে ম্যাচ জিতব। তবে ভালো লক্ষণ যে আমরা দল হিসেবে খেলতে পেরেছি।’
অ্যানফিল্ডে কোনো দল জয় না পেলেও ব্যক্তিগত মাইলফলক অর্জন করেছেন ইয়ুর্গেন ক্লপ ও সেজার আজপিলিকুয়েতা। আজকের ম্যাচ দিয়ে কোচিং ক্যারিয়ারে ১ হাজার বার ডাগ আউটে দাঁড়িয়েছেন লিভারপুলের কোচ ক্লপ। অন্যদিকে চেলসির জার্সিতে ৫০০ তম ম্যাচ খেলেছেন ডিফেন্ডার আজপিলিকুয়েতা।
এবারের মৌসুমের শুরু থেকে ছন্দহীন লিভারপুল ও চেলসি। সেই চিত্র পাওয়া গেছে অ্যানফিল্ডেও। ৯০ মিনিট লড়াই করেও কোনো দল গোল করতে পারেনি।
দলবদলে একের পর এক ফুটবলার ভিড়িয়েও দল হয়ে উঠতে পারছে না চেলসি। টানা তিন ম্যাচ হারের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পাওয়ার পর আজ ড্র করল। অন্যদিকে টানা তিন ম্যাচ জয়হীন রইল স্বাগতিকেরা। শেষ দুই ম্যাচে হেরে যাওয়া দলটি নিজেদের মাঠের সুবিধাটা নিতে পারল না।
নিজেদের শক্তি আর সামর্থ্যের জন্যই লিভারপুল-চেলসি ম্যাচের প্রতি দর্শকদের আগ্রহ বেশ ভালোই ছিল। সে আশার পারদও চূড়ায় উঠে গিয়েছিল ম্যাচের চার মিনিটেই চেলসির হয়ে কাই হাভার্টজের গোলে। কিন্তু অফসাইডের ফাঁদে গোলটি বাদ পড়ায় ম্যাচ স্বাভাবিক পথেই গড়ায়। প্রথমার্ধে তাই দুই দলই চেষ্টা করেছে গোল করার। তবে সে আশা পূরণ হয়নি কারওরই।
দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে অভিষেক হয় নতুন আসা মিখাইলো মুদ্রিকের। মাঠে নেমেই বেশ কিছু সুযোগও তৈরি করেছিলেন এই ইউক্রেনীয় নেইমার। কিন্তু সতীর্থদের মিসের মহড়ায় গোলের দেখা পায়নি চেলসি।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড থেকে জয় না পেলেও আবারো যে পরাজয়ের দেখা পায়নি এতেই সন্তুষ্ট বলে জানিয়েছেন ম্যাসন মাউন্ট। চেলসির এই ফরোয়ার্ড বলেছেন, ‘এখানে (অ্যানফিল্ডে) পরিস্থিতি কঠিন হবে আমরা জানতাম। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। অনেক সুযোগ তৈরি করেছি আমরা।’
চোটের কারণে একাদশের বেশ কিছু ফুটবলার দলের বাইরে থাকায় দলের অবস্থা ভালো নয় লিভারপুলের। এমন কঠিন সময়ে চেলসির মতো দলের বিপক্ষে ড্রও যে ভালো ফল জানিয়েছেন জেমস মিলনার। লিভারপুল অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব ভালো খেলিনি যে ম্যাচ জিতব। তবে ভালো লক্ষণ যে আমরা দল হিসেবে খেলতে পেরেছি।’
অ্যানফিল্ডে কোনো দল জয় না পেলেও ব্যক্তিগত মাইলফলক অর্জন করেছেন ইয়ুর্গেন ক্লপ ও সেজার আজপিলিকুয়েতা। আজকের ম্যাচ দিয়ে কোচিং ক্যারিয়ারে ১ হাজার বার ডাগ আউটে দাঁড়িয়েছেন লিভারপুলের কোচ ক্লপ। অন্যদিকে চেলসির জার্সিতে ৫০০ তম ম্যাচ খেলেছেন ডিফেন্ডার আজপিলিকুয়েতা।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে