Ajker Patrika

হামজাদের ম্যাচ দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুন ২০২৫, ২২: ০৫
স্টেডিয়ামে দর্শকদের একাংশ। ছবি: আজকের পত্রিকা
স্টেডিয়ামে দর্শকদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

চার বছরের বেশি সময় পর ম্যাচ ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। প্রত্যাবর্তনেই নানা অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠল। ম্যাচ শুরু হওয়ার পরও ফাঁকা ছিল গ্যালারির বেশ কিছু অংশ। কিন্তু বাইরে অপেক্ষারত ছিলেন অনেক সমর্থক। ধৈর্যের বাঁধ ভাঙতে না পেরে গেট ভেঙেই গ্যালারিতে ঢুকে পড়েন তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন সেনাবাহিনীর সদস্যরা।

হামজাদের খেলা দেখতে দর্শকের এভাবে ঢুকে পড়াতেই শেষ হয়নি। ম্যাচের ৭২ মিনিটে গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। ছবি তুলতে যান ডাগআউটে থাকা হামজার সঙ্গে। তাঁকে পুলিশ আটকাতে না আটকাতেই ব্যারিকেড টপকে আরও একজন মাঠে প্রবেশের প্রস্তুতি নেন। দুজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

এভাবেই গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন দর্শকেরা। ছবি: সংগৃহীত
এভাবেই গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন দর্শকেরা। ছবি: সংগৃহীত

অনেক দর্শক টিকিট নিয়ে ঢুকতেও ঝামেলায় পড়েছেন, স্ক্যান করতে সময় লেগেছে বেশি। কালোবাজারির অভিযোগ উঠেছে—২০০ টাকার টিকিট বিক্রি হয়েছে ৫০০ টাকায়।

নানা অব্যবস্থাপনার মধ্যে মাঠের খেলায় মুগ্ধ করেছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোল পেয়েছেন হামজা! ম্যাচের ৬ মিনিটেই জামাল ভূঁইয়ার কর্নারে নিখুঁত এক হেডে বল চলে যায় জালে। গ্যালারিতে তখন তুমুল উত্তেজনা, বিপুল গর্জন। জাতীয় স্টেডিয়ামে বারবার শোনা গেল, ‘বাংলাদেশ, বাংলাদেশ’, ‘হামজা–হামজা’। শেষ পর্যন্ত ভুটানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ জিতেছে ২–০ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত