Ajker Patrika

বান্ধবীর বাড়ি থেকে নেইমারের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৫: ০৯
বান্ধবীর বাড়ি থেকে নেইমারের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের এক মাস বয়সী কন্যাকে অপহরণের চেষ্টা করেছে একদল সশস্ত্র ডাকাত। নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে ডাকাতেরা ওই চেষ্টা চালায় বলে আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে স্কাই নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র নিয়ে ডাকাতেরা যখন ব্রুনার বাড়িতে হামলা চালায়, সে সময় কন্যাকে নিয়ে তিনি বাড়িতে ছিলেন না। ওই বাড়িটিতে তখন অবস্থান করছিলেন ব্রুনার মা-বাবা। 

সাও পাওলোর ওই বাড়িটিতে প্রবেশ করে ডাকাতেরা প্রথমেই ব্রুনা এবং তাঁর কন্যার খোঁজ করে। পরে তাঁদের না পেয়ে লুটপাট চালায়। লুটপাটের সময় ব্রুনার মা-বাবাকে কোনো আঘাত না করলেও তাঁদের বেঁধে রাখা হয়েছিল। 

ঘটনার পরপরই ব্যবস্থা নিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন দুষ্কৃতকারী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢোকেন। এদের মধ্যে ২০ বছর বয়সী একজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ব্রুনার বাড়ির কাছাকাছি এলাকাতেই বসবাস করেন। বাকি দুজনকে ধরার চেষ্টা করছে পুলিশ। 

ডাকাতেরা ওই বাড়ি থেকে ঘড়ি, গয়না এবং কয়েকটি ব্যাগ নিয়ে পালিয়েছে গেছে। 

নেইমার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে খেলেন। তবে চোট থাকায় আপাতত দলের বাইরে আছেন। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দেন ব্রুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রুনা সহ সন্তানের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছিলেন নেইমার নিজেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত