Ajker Patrika

নেইমার জাদুতে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল

আপডেট : ০৫ জুন ২০২১, ১৬: ২১
নেইমার জাদুতে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল

ঢাকা: করোনা বিরতির পর বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালোই হয়েছে ব্রাজিলের। আবেলার্দো লুজ স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি গোলেই সরাসরি ভূমিকা রয়েছে দলের প্রাণভোমরা নেইমারের। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থানও ধরে রেখেছে সেলেসাওরা।

আজ ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিল। একের পর এক আক্রমণে ইকুয়েডরকে কোনঠাসা করে ফেলেন নেইমাররা। স্বাগতিকদের এমন আক্রমণাত্মক কৌশলের সঙ্গে পেরে ওঠেনি ইকুয়েডর। সুযোগ তৈরি করেও অবশ্য প্রথমার্ধে গোলের দেখা পাননি নেইমার–জেসুসরা।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক দেখা যায় ব্রাজিলকে। আক্রমণের ধারায় ৬৫ মিনিটে স্বাগতিকেরা পায় প্রথম গোলের দেখা। নেইমারের সহায়তায় গোল করেন রিচার্লিসন। এরপর আরও বেশ কয়েকবার কাছাকাছি গিয়ে গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে নাটকীয়তা জমে ওঠে ম্যাচের শেষের দিকে। ৮৮ মিনিটে পেনাল্টিতে গোলের সুযোগ মিস করে নেইমার। অতিরিক্ত সময়ে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। এবার আর ভুলের পুনরাবৃত্তি করেননি নেইমার। আলতো শটে ইকুয়েডর গোলরক্ষক আলেক্সান্দার ডোমিঙ্গেজকে বোকা বানিয়ে করেছেন দলের দ্বিতীয় গোল।

বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিলের পরের ম্যাচ ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে। একই দিন ইকুয়েডর খেলবে পেরুর বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত