‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—পেলেকে নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কথার সারমর্ম যেন এটাই। যে পেলে এত ভূরি ভূরি গোল ও রেকর্ড করেছেন, সেই কিংবদন্তির নামে পৃথিবীর সব দেশে স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন ফিফা সভাপতি।
গত বছরের ২৯ ডিসেম্বর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে মারা যান পেলে। এরপর গতকাল সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে আনা হয়েছে পেলের নিথর দেহ। সান্তোসে দুই দিনব্যাপী চলছে ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান। গতকাল এই শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা বিশ্বের সব দেশকে অনুরোধ করব, অন্তত তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। যেন শিশুরা পেলের গুরুত্ব বুঝতে পারে।’
দুই দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান শেষে পেলেকে এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় সমাধিস্থ করা হবে। পেলেকে যেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে, তা গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে। কবরস্থানটি ১৪ তলার আকাশচুম্বী বিশাল এক অট্টালিকা। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে। এমনকি সমাধিস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট ক্যাফে রয়েছে। একটি জলপ্রপাতও আছে। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে আছে গাড়ির জাদুঘরও। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—পেলেকে নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কথার সারমর্ম যেন এটাই। যে পেলে এত ভূরি ভূরি গোল ও রেকর্ড করেছেন, সেই কিংবদন্তির নামে পৃথিবীর সব দেশে স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন ফিফা সভাপতি।
গত বছরের ২৯ ডিসেম্বর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে মারা যান পেলে। এরপর গতকাল সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে আনা হয়েছে পেলের নিথর দেহ। সান্তোসে দুই দিনব্যাপী চলছে ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান। গতকাল এই শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা বিশ্বের সব দেশকে অনুরোধ করব, অন্তত তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। যেন শিশুরা পেলের গুরুত্ব বুঝতে পারে।’
দুই দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান শেষে পেলেকে এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় সমাধিস্থ করা হবে। পেলেকে যেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে, তা গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে। কবরস্থানটি ১৪ তলার আকাশচুম্বী বিশাল এক অট্টালিকা। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে। এমনকি সমাধিস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট ক্যাফে রয়েছে। একটি জলপ্রপাতও আছে। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে আছে গাড়ির জাদুঘরও। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
জয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
৫ মিনিট আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগে