Ajker Patrika

প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম তৈরির আহ্বান ফিফা সভাপতির

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১: ১০
প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম তৈরির আহ্বান ফিফা সভাপতির

‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—পেলেকে নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কথার সারমর্ম যেন এটাই। যে পেলে এত ভূরি ভূরি গোল ও রেকর্ড করেছেন, সেই কিংবদন্তির নামে পৃথিবীর সব দেশে স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন ফিফা সভাপতি। 

গত বছরের ২৯ ডিসেম্বর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে মারা যান পেলে। এরপর গতকাল সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে আনা হয়েছে পেলের নিথর দেহ। সান্তোসে দুই দিনব্যাপী চলছে ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান। গতকাল এই শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা বিশ্বের সব দেশকে অনুরোধ করব, অন্তত তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। যেন শিশুরা পেলের গুরুত্ব বুঝতে পারে।’ 

দুই দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান শেষে পেলেকে এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় সমাধিস্থ করা হবে। পেলেকে যেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে, তা গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে। কবরস্থানটি ১৪ তলার আকাশচুম্বী বিশাল এক অট্টালিকা। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে। এমনকি সমাধিস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট ক্যাফে রয়েছে। একটি জলপ্রপাতও আছে। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে আছে গাড়ির জাদুঘরও। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়। 

ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত